1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টিউনিশিয়ায় হরতাল

৮ ফেব্রুয়ারি ২০১৩

আরব বসন্তের সূচনা যেখানে, সে দেশ আবার অনিশ্চয়তার কবলে৷ টিউনিশিয়ার বিরোধী নেতার হত্যাকাণ্ডের প্রতিবাদে গোটা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে৷ শুক্রবার নেতার অন্ত্যেষ্টির সময় তাঁর সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটেছে৷

https://p.dw.com/p/17afr
Tunisian protestors chant slogans behind barbed wire outside the Interior Ministry in Tunis, on February 7, 2013 during a demonstration against the killing of opposition figure and human rights lawyer Chokri Belaid. Police was deployed in force in the Tunisian capital amid fears the murder of the 48-year-old opposition figure could reignite nationwide violence, as the ruling Islamists broke ranks over how to defuse the crisis. AFP PHOTO / KHALIL (Photo credit should read KHALIL/AFP/Getty Images)
ছবি: AFP/Getty Images

শোকরিবেলাইদ-এর অন্ত্যেষ্টির দিনেই দেশব্যাপী হরতালের ডাক দিয়েছিল টিউনিশিয়ার সবচেয়ে শক্তিশালী শ্রমিক সংগঠন৷ রাজধানী টিউনিস কার্যত স্তব্ধ হয়ে গেছে৷ শহরের প্রধান বিমানবন্দরেও বিমান চলাচল বন্ধ ছিল৷

বেলাইদ-কে শেষ বিদায় জানাতে প্রায় দশ হাজার মানুষ পথে নেমেছে৷ সারা দেশ থেকে মানুষ রাজধানীতে আসে৷ প্রয়াত নেতার মরদেহ নিয়ে প্রায় সাড়ে তিন কিলোমিটার তারা হেঁটেছে৷ অনেকে কবরখানার বাইরে সরকারের পতনের ডাক দিচ্ছিল৷ কিছু তরুণ আশেপাশে গাড়ি ভাঙচুর করছিল৷ পুলিশ প্রথমে শূন্যে গুলি চালায় ও তারপর বিক্ষোভকারীদের দিকে লক্ষ্য করে কাঁদানে গ্যাসও ছুঁড়েছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনীও মোতায়েন করা হয়৷ আকাশে হেলিকপ্টার টহল দিতে দেখা গেছে৷ শোকরি বেলাইদ-এর শোকগ্রস্ত মা নিজের ছেলেকে শহিদ হিসেবে বর্ণনা করেন৷

A relative of slain opposition leader Chokri Belaid cries over his coffin at his parents' home near Tunis, Thursday, Feb. 7, 2013. The Islamist party dominating Tunisia's ruling coalition on Thursday rejected its own prime minister's decision to form a non-partisan technocratic government to try to appease critics, signaling that the political crisis brought on by the assassination of Belaid, a prominent leftist politician, is far from over. (AP Photo/Amine Landoulsi)
শোকরি বেলাইদ-এর অন্তেষ্টির দিনেই দেশব্যাপী হরতালের ডাক দিয়েছে টিউনিশিয়ার সবচেয়ে শক্তিশালী শ্রমিক সংগঠনছবি: picture-alliance/AP

বুধবার নিজের বাসভবনের সামনে তাঁকে গুলি করে হত্যা করা হয়৷ ধর্মনিরপেক্ষ এই আইনজীবী ও রাজনীতিক ক্ষমতাসীন ইসলামপন্থি এনাদা পার্টির কঠোর সমালোচক ছিলেন৷ ৪৮ বছর বয়স্ক বামপন্থী জোটের এই নেতার পরিবার সরাসরি এনাদা পার্টিকেই এই হত্যাকাণ্ডের জন্য দায়ী করছে৷

বেলাইদ-এর হত্যাকাণ্ডের জের ধরে রাজধানী টিউনিস ও দেশের কেন্দ্রস্থলে গাফসা-য়খনি এলাকায় সবচেয়ে বড় প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি দেখা গেছে৷ রাজনৈতিক অচলাবস্থা কাটাতে প্রধানমন্ত্রী হামাদি জেবালি বুধবারই এক টেলিভিশন ভাষণে আমলাদের নিয়ে নতুন প্রশাসন গঠনের অঙ্গীকার করেছিলেন৷ কিন্তু তাঁর এনাদা পার্টির মধ্যেই এই পরিকল্পনার বিরোধিতা দেখা যাচ্ছে৷ বৃহস্পতিবার সংসদীয় দলের নেতা সাহবি আতিগ সরাসরি প্রধানমন্ত্রীর সমালোচনা করেছেন৷ ফলে দলের মধ্যে বিভাজন আরও স্পষ্ট হয়ে উঠছে৷ রাজনৈতিক অচলাবস্থা কাটাতে নানা রকম উদ্যোগ দেখা যাচ্ছে৷

টিউনিশিয়ার রাজনৈতিক আঙিনা বহু বছর ধরে ধর্মনিরপেক্ষ থাকার পর ইসলামি ভাবধারায় অনুপ্রাণিত কিছু দলের শক্তি বেড়ে গেছে৷ বেন আলি-র পতনের পর গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমেই তারা ক্ষমতা বাড়াতে পেরেছে বটে, কিন্তু দেশের সব মানুষ তাদের সব কার্যকলাপ মেনে নিতে পারছে না৷ শোকরি বেলাইদ-এর হত্যাকাণ্ডের জের ধরে সেই ক্ষোভ আরও প্রবল হয়ে উঠেছে, শুক্রবারের হরতালেও যার বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে৷ তবে কোনো পক্ষই যাতে ব্যাপক হিংসার পথে না যায়, তার জন্য দেশে-বিদেশে আবেদন শোনা যাচ্ছে৷

এসবি/ডিজি(এপি, রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য