1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিনামূল্য কোরান

১৬ এপ্রিল ২০১২

বিনামূল্যে আড়াই কোটি কোরান শরীফ বিতরণের লক্ষ্য নির্ধারণ করেছেন জার্মানিতে বসবাসকারী মুসলিম উগ্রবাদী সালাফিরা৷ মুসলমান নেতাদের আশঙ্কা, এর ফলে সাধারণ মুসলমানরা ভোগান্তিতে পড়তে পারেন৷

https://p.dw.com/p/14eUy
ছবি: dapd

জার্মানির মোট জনসংখ্যার প্রায় পাঁচ ভাগ ইসলাম ধর্মের অনুসারী৷ এদের বেশিরভাগই তুরস্ক সহ বিভিন্ন আরব দেশ থেকে আসা অভিবাসী৷ আর জার্মানিতে সালাফিদের সংখ্যা প্রায় আড়াই হাজার৷ এদের মধ্যে কিছু জার্মান নাগরিকও রয়েছেন, যারা খ্রিস্টান ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করেছেন৷

এই সালাফিরা গত বেশ কিছুদিন ধরে বিভিন্ন শহরের রাস্তায় তাঁবু খাটিয়ে পথচারীদের মধ্যে বিনামূল্যে কোরান শরীফ বিতরণ করছেন৷ গত অক্টোবর থেকে এই কাজ করছেন তারা৷ উদ্দেশ্য - জার্মানি, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডের প্রতিটি ঘরে কোরান শরীফ পৌঁছে দেয়া৷

Stand der Salafisten in Bonn
বিনামূল্যে কোরান বিতরণ করা হচ্ছেছবি: DW/J. Mahncke

জার্মানির আইন অনুযায়ী, এভাবে কোনো কিছু বিতরণ করা অপরাধ নয়৷ কিন্তু যেহেতু কাজটা করছেন উগ্রবাদীরা, তাই তাদের উপর কড়া নজর রাখছে পুলিশ৷ বিভিন্ন দলের রাজনীতিকরাও সালাফিদের এই কাজের সমালোচনা করেছেন৷

এদিকে সালাফিদের এই কর্মকাণ্ডে নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কা করা হচ্ছে৷ কেননা ইতিমধ্যে বিভিন্ন গোষ্ঠী এর বিরোধিতা শুরু করেছে৷ যেমন জার্মানির নিও নাৎসীরা ইন্টারনেটের মাধ্যমে সালাফিদের এই কাজে বাধা দেয়ার অঙ্গীকার করেছে৷ এছাড়া মুসলিম-বিরোধী একটি গোষ্ঠী ‘ইসলাম-বিরোধী কার্টুন প্রতিযোগিতা' আয়োজনের ঘোষণা দিয়েছে৷ এবং এর মাধ্যমে আঁকা কার্টুনগুলো আগামী মাস থেকে বিভিন্ন মসজিদে সাঁটানোর পরিকল্পনা করেছে৷

পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, রাস্তায় সালাফিদের সঙ্গে তাদের বিরোধীদের সংঘর্ষ হতে পারে৷

এসব ঘটনায় উদ্বিগ্ন হয়ে ‘সেন্ট্রাল কাউন্সিল অব মুসলিমস'-এর চেয়ারম্যান আইমান মাজেক বার্তা সংস্থা ডিপিএ'কে বলেছেন, এর ফলে সাধারণ মুসলমানরা ভোগান্তিতে পড়তে যাচ্ছে৷

জার্মান সরকার বিষয়টিকে বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে৷ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন সে কথা৷ এছাড়া দু'টো পত্রিকা নিয়ে সালাফিদের করা সাম্প্রতিক মন্তব্যেরও তদন্ত হচ্ছে বলে জানান তিনি৷ সরকারি ঐ কর্মকর্তা বলেন, এ ধরণের হুমকিমূলক সমালোচনা গ্রহণযোগ্য নয়৷ উল্লেখ্য, বিনামূল্যে কোরান বিতরণ কার্যক্রমের সমালোচনা করায় পত্রিকাগুলোর বিরুদ্ধে হুমকি দিয়ে বক্তব্য রাখেন সালাফিরা৷

কোলন শহরের ব্যবসায়ী সালাফি কর্মী ইব্রাহিম আবু নাগি কোরান দেয়ার এই প্রকল্প গ্রহণ করেছেন৷ তাঁর একটি গোষ্ঠী রয়েছে যার নাম ‘দি ভারে রেলিগিওন' বা ‘দ্য ট্রু রেলিজিওন'৷ এই গোষ্ঠীর কার্যক্রমের উপরও নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ৷

প্রতিবেদন: জাহিদুল হক (ডিপিএ)

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য