1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিদ্রোহীদের সঙ্গো আলোচনার এটাই উত্তম সময়: লংগ্

১১ জুলাই ২০১১

লিবিয়ার বিদ্রোহীদের সঙ্গে গাদ্দাফি সরকারের সমঝোতার আলোচনা শুরুর এখনই সঠিক সময় বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী জেরার লংগ্৷ ওদিকে, ফ্রান্সের সঙ্গে তাদের আলোচনা শুরু হয়েছে বলে দাবি করেছেন গাদ্দাফি-পুত্র৷

https://p.dw.com/p/11t9Q
FILE - In this Friday, March 4, 2011 file photo, a demonstrator holds a sign expressing his feelings during a protest against Libyan leader Moammar Gadhafi, after Friday prayers in Benghazi, eastern Libya. The International Criminal Court prosecutor has asked judges to issue arrest warrants for Libyan leader Moammar Gadhafi, his son Seif al-Islam Gadhafi, and his intelligence chief for crimes against humanity, accusing them of deliberately targeting civilians in their crackdown against rebels. (AP Photo/Hussein Malla, File)
গাদ্দাফির ওপর চাপ অব্যাহত রাখবে ন্যাটো’ওছবি: AP

ফরাসি টেলিভিশন চ্যানেল বিএমএফ টিভি'কে দেওয়া এক সাক্ষাৎকারে লংগ্ বলেন, মুয়াম্মার গাদ্দাফির পরাজয়ের জন্য বিদ্রোহীদের অপেক্ষা করা একেবারেই উচিৎ নয়৷ তাই গাদ্দাফি এবং বিদ্রোহী – দু'পক্ষকেই পরস্পরের সঙ্গে আলাপ-আলোচনা করার জন্য আহ্বান জানিয়েছে ফ্রান্স৷ বলেন ফরাসি প্রতিরক্ষামন্ত্রী৷

শুধু তাই নয়, লিবিয়ার অন্তর্বর্তী জাতীয় পরিষদ বর্তমানে সমঝোতা থেকে বহু দূরে রয়েছে বলেও মন্তব্য করেন লংগ্৷ তাই লিবিয়া সমস্যার একটা বাস্তবসম্মত সমাধানে আসতে দু'পক্ষের জরুরি ভিত্তিতে এক টেবিলে বসাটা অত্যন্ত আবশ্যক হয়ে উঠেছে বলে জানান তিনি৷

খুব স্বাভাবিকভাবেই, ফরাসি প্রতিরক্ষামন্ত্রীর এ মন্তব্যকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র৷ সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে যে, গাদ্দাফিকে ক্ষমতা থেকে সরানোর প্রাসঙ্গিকতা দৃঢ়ভাবে বিশ্বাস করে যুক্তরাষ্ট্র৷ তাছাড়া, গাদ্দাফি যে আর বেশি দিন ক্ষমতায় থাকতে পারে না – সেই বিশ্বাসও অটল যুক্তরাষ্ট্রের৷ তবে ক্ষমতার এই পরিবর্তন ঠিক কীভাবে হবে – সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধুমাত্র লিবিয়ার নাগরিকদের, একথাও বলা হয়েছে বিবৃতিটিতে৷ এছাড়া, লিবিয়ার বেসামরিক নাগরিকদের রক্ষার জন্য সামরিক জোট ন্যাটোর অংশ হিসেবে যুক্তরাষ্ট্র তার দায়িত্ব পালন করে যাবে এবং ন্যাটো গাদ্দাফির ওপর চাপ অব্যাহত রাখবে বলেও জানিয়েছে ওবামা প্রশাসন৷

এদিকে, সোমবার আলজেরিয়ার একটি সংবাদপত্র গাদ্দাফি-পুত্র সেইফ আল-ইসলামের এক সাক্ষাৎকার প্রকাশ করেছে৷ সাক্ষাৎকারে সেইফ উল্লেখ করেন যে, তাঁর পিতার সরকার ইতিমধ্যেই ফরাসি সরকারের সাথে আলোচনা শুরু করেছে৷ অবশ্য সেই সমঝোতা আলোচনা বিদ্রোহীদের সঙ্গে নয়, মূলত ফ্রান্সের সঙ্গে বলেই জানিয়েছেন গাদ্দাফি-পুত্র সেইফ আল-ইসলাম৷ তিনি ফরাসি প্রেসিডেন্ট নিকেলা সার্কোজি'র নাম উল্লেখ করে জানান যে, ফ্রান্স বলেছে, ত্রিপোলির সাথে সমঝোতা হলে বিদ্রোহী পরিষদকে যুদ্ধ বিরতির জন্য চাপ দেবে তারা৷

Seif al-Islam Gadhafi, son of Libyan Leader Moammar Gadhafi, speaks to supporters and the media in Tripoli, Libya, Thursday, March 10, 2011. Seif al-Islam vowed to retake the eastern half of the country, which has been in the opposition's hands since early on in the 3-week-old uprising. (AP Photo/Ben Curtis)
গাদ্দাফি-পুত্র সেইফ আল-ইসলামছবি: ap

সেইফ আল-ইসলাম আরো জানান, ফরাসি প্রেসিডেন্টের কাছে পাঠানো তাদের এক দূত জানিয়েছে যে, এ বিষয়ে প্যারিসের দৃষ্টিভঙ্গি অত্যন্ত পরিষ্কার৷ সার্কোজির উদ্ধৃতি দিয়ে সেইফ বলেন, ফ্রান্সের কথায় তারা বিদ্রোহীদের জাতীয় পরিষদ তৈরি করেছে৷ তাই তাদের সমর্থন, টাকা ও অস্ত্র ছাড়া বিদ্রোহী পরিষদের কোন অস্তিত্বই থাকবে না৷

গাদ্দাফি-পুত্রের এ মন্তব্যের পর তাৎক্ষণিকভাবে ফ্রান্সের তরফ থেকে কোনোরকম প্রতিক্রিয়া পাওয়া না গেলেও, গাদ্দাফির সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ হয় নি বলেই সোমবার জানিয়েছে ফ্রান্স৷

প্রসঙ্গত, গাদ্দাফির বিরুদ্ধে সোচ্চার পশ্চিমা শক্তিগুলোর মধ্যে ফ্রান্স অন্যতম৷ তবে ফরাসি প্রতিরক্ষামন্ত্রীর এই মন্তব্য লিবিয়ার পরিস্থিতি নিয়ে পশ্চিমা শক্তির ক্রমবর্ধমান হতাশার ইঙ্গিত বলেই মনে করছেন বিশ্লেষকরা৷

প্রতিবেদন: দেবারতি গুহ

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান