1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বলিউড

১৮ জুলাই ২০১২

বলিউড জগতের প্রথম সুপারস্টার বলে পরিচিত অভিনেতা রাজেশ খান্না মারা গেলেন৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯৷ গত কয়েক মাসে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটছিল৷

https://p.dw.com/p/15ZUy
ছবি: AP

হাসপাতালে থাকতে চান নি তিনি৷ মাত্র দুই দিন আগে সেখান থেকে বাড়ি ফিরেছিলেন৷ অন্তিম মুহূর্তে মুম্বই শহরে নিজের পারিবারিক বাসভবনেই ছিলেন অতীতের এই তারকা৷ অভিনেত্রী স্ত্রী ডিম্পল কাপাডিয়া ও দুই কন্যা ডিম্পল ও রিঙ্কিও সেসময়ে উপস্থিত ছিলেন৷ তিন দশক ধরে প্রায় ১৭০টি বেশি হিন্দি ছবিতে অভিনয় করার পর অবসর জীবন যাপন করছিলেন রাজেশ খান্না৷ জনসমক্ষে তাঁকে বেশি দেখা যেত না৷

১৯৪২ সালে পাঞ্জাবের অমৃতসর শহরে জন্মগ্রহণ করেন রাজেশ খান্না৷ আসল নাম ছিল যতীন খান্না৷ কোনো তারকা-পরিবারের সদস্য না হয়েও বলিউড জগতে নিজস্ব স্থান করে নিতে পেরেছিলেন তিনি৷ ১৯৬৬ সালে ‘আখরি খত' বা শেষ চিঠি ছবি দিয়ে অভিনয় জীবন শুরু করেন রাজেশ খান্না৷ ১৯৬৯ থেকে ১৯৭২ পর্যন্ত পর পর তাঁর অভিনীত ১৫টি ছবি বক্স অফিসে যে বিপুল সাফল্য পেয়েছিল, তার তুলনা মেলা ভার৷ বিশেষ করে ‘আরাধনা', ‘অমর প্রেম', ‘হাতি মেরে সাথি' ও ‘আনন্দ' ছবির কারণে খ্যাতির শিখরে পৌঁছে যান তিনি৷ ‘আনন্দ' ছবিতে সহ অভিনেতা অমিতাভ বচ্চনের বাঙালি চরিত্রকে তিনি যেভাবে ‘বাবুমশাই' নামে সম্বোধন করেছেন, তা আজও ভোলেন নি অনেকে৷ পর্দায় রাজেশ খান্না ও তাঁর গানের কণ্ঠ কিশোর কুমার – এই জুটিও চলচ্চিত্র ভক্তদের মনে বিশেষ দাগ কেটেছিল৷

Indien Film Bollywood Schauspieler Rajesh Khanna
রাজেশ খান্নার মৃত্যুতে শোকাহত বলিউডছবি: AP

রোম্যান্টিক হিরো হিসেবে তিনি ভক্তদের মাঝে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন৷ তাঁকে ঘিরে বিশেষ করে নারী ভক্তদের উন্মাদনা ছিল তুলনাহীন৷ প্রিয় হিরো'কে নিজেদের রক্ত দিয়ে চিঠি লিখেছেন তাদের অনেকে৷ ‘কাকা' নামেই পরিচিত ছিলেন রাজেশ খান্না৷ ভারতীয় চলচ্চিত্র শিল্প জগতের অসংখ্য পুরস্কারও পেয়েছেন তিনি৷

রাজেশ খান্নার মৃত্যুতে শোকাহত বলিউড৷ বিশেষ করে টুইটারের মাধ্যমে জানা যাচ্ছে তাঁদের প্রতিক্রিয়া৷ অভিনেতা অনুপম খের লিখেছেন, ‘‘রাজেশ খান্না আমাদের রোম্যান্স'এ ক্র্যাশ কোর্স দিয়েছেন৷ তাঁর চোখের পলক ফেলার অনবদ্য ভঙ্গি আমাদের শিখিয়েছে, কীভাবে ভালো বোধ করতে হয়৷''

এসবি / ডিজি (এএফপি, রয়টার্স, পিটিআই)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য