1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিএনপি অফিসের নিরাপত্তা জোরদার

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৭ অক্টোবর ২০১৩

ঈদের পরদিন সকাল থেকেই ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে পুলিশ৷ বিএনপি দাবি করেছে, কোনো নেতা-কর্মীকে কার্যালয়ের ভিতরে ঢুকতে বা বের হতে দেয়া হচ্ছে না, অবরুদ্ধ করে রাখা হয়েছে৷

https://p.dw.com/p/1A1Ux
Police cordon the office of the main opposition party BNP in Naya Paltan, Dhaka, Bangladesh. Aufnahmeort: Dhaka, Afnahmedatum: 11.03.2012 Copyright: DW
ছবি: DW

বৃহস্পতিবার সকাল থেকেই বিএনপি কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়৷ বাড়ানো হয় গোয়েন্দা নজরদারি৷ বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু ডয়চে ভেলেকে জানান, বিএনপির কোনো নেতা-কর্মীকে কার্যালয়ের ভেতরে ঢুকতে বা বের হতে দেয়া হচ্ছে না৷ তাঁদের কাছে খবর আছে যে, বিএনপির কোনো নেতা কার্যালয়ের সামনে গেলেই নাকি তাঁকে গ্রেপ্তার করা হবে৷

এদিকে, বিএনপি অফিসে তালা লাগানো৷ দু'জন সার্বক্ষণিক কর্মচারি থেকেও নেই৷ ঈদের পর নেতা-কর্মীরা সাধারণত শুভেচ্ছা বিনিময়ে কার্যালয়ে আসলেও এবার তার ব্যতিক্রম হয়েছে৷

ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম ডয়চে ভেলেকে জানিয়েছেন, বিএনপি অফিসের নিরপত্তা বাড়ানো হয়েছে৷ তাই কোনো নেতা-কর্মীকে বিএনপি অফিসে ঢুকতে বা বের হতে বাধা দেয়ার অভিযোগ সত্য নয়৷

কিন্তু হঠাত্‍ করে ঈদের পরদিনই বিএনপি অফিসের নিরপত্তা বাড়ানোর প্রয়োজন দেখা দিল কেন? জানতে চাইলে যুগ্ম কমিশনার জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই নিরাপত্তা বাড়ানো হয়েছে৷ এখনো কোনো খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়নি৷ তবে তেমন কিছু হলে নাগরিকদের জান-মালের নিরাপত্তায় ব্যবস্থা নেয়া হবে৷

ওদিকে, পুলিশের মতিঝিল জোনের উপ-কমিশনার আশরাফুজ্জামান জানিয়েছেন, বিএনপি নেতারা দা-কুড়ালের যে প্রস্তুতির কথা বলেছেন, তার জন্যই নিরাপত্তা বাড়ানো হয়েছে৷

তবে বিএনপির পক্ষ থেকে কার্যালয়ের নিরাপত্তা বাড়ানোর কোনো আবেদন করা হয়নি৷ শামসুজ্জামান দুদু বলেন, তাঁরা পুলিশের কাছে ২৫শে অক্টোবরের জনসভার অনুমতি চেয়েছেন৷ কিন্তু পুলিশ এখনো সে ব্যাপারে কোনো সাড়া না দিয়ে কথিত নিরপত্তার নামে বিএনপি কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে৷ তিনি বলেন, বিএনপি পুলিশের কাছে কোনো নিরাপত্তা চায় না৷ যারা দেশের মানুষের নিরাপত্তা দিতে পারে না তাদের কাছে বিএনপিও নিরপত্তা চায় না৷

শামসুজ্জামান দুদু দাবি করেন, ২৫শে অক্টোবর থেকে যে চূড়ান্ত আন্দোলন শুরু হবে তাতে ভীত হয়ে পড়েছে সরকার৷ তাই পুলিশকে ব্যবহার করে দমন-পীড়ন চালানোর পায়তারা করছে৷ কিন্তু তাদের এই চেষ্টা সফল হবে না৷ জনগণ তাদের প্রত্যাখ্যান করবে৷

অন্যদিকে, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতা সাদেক হোসেন খোকা দা-কুড়ালের যে হুমকি দিয়েছে তার জন্য প্রস্তুত পুলিশ প্রশাসন৷ ২৫শে অক্টোবরকে সামনে রেখে কোনো বিশৃঙ্খলা বা নাশকতা সৃষ্টির সুযোগ দেয়া হবে না৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য