1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বায়ার্ন এখনও টপে

অরুণ শঙ্কর চৌধুরী (রয়টার্স)২১ জানুয়ারি ২০১৩

সপ্তাহান্তে গ্রয়থার ফ্যুর্থ-এর বিরুদ্ধে খেলা দেখে বর্তমান কোচ ইয়ুপ হাইনকেস-এর মুখ হাঁড়ি৷ পরে যিনি আসছেন, সটাং বার্সা থেকে, সেই পেপ গুয়ার্দিওলা যে কি বলতেন, ভাবা শক্ত৷

https://p.dw.com/p/17O2h
Fußball Bundesliga 18. Spieltag: FC Bayern München - SpVgg Greuther Fürth am 19.01.2013 in der Allianz Arena in München (Bayern). Mario Mandzukic von München jubelt über sein Tor zum 1:0. Foto: Sebastian Gabriel/dpa (Achtung: Hinweis zur Bildnutzung! Die DFL erlaubt die Weiterverwertung von maximal 15 Fotos (keine Sequenzbilder und keine videoähnlichen Fotostrecken) während des Spiels (einschließlich Halbzeit) aus dem Stadion und/oder vom Spiel im Internet und in Online-Medien. Uneingeschränkt gestattet ist die Weiterleitung digitalisierter Aufnahmen bereits während des Spiels ausschließlich zur internen redaktionellen Bearbeitung (z.B. via Bilddatenbanken).) +++(c) dpa - Bildfunk+++
ছবি: picture-alliance/dpa

বায়ার্ন এখন পয়েন্টের তালিকার শীর্ষে৷ দ্বিতীয় স্থানে থাকা লেভারকুজেনের চেয়ে ন'পয়েন্টে এগিয়ে৷ ওদিকে গ্রয়থার ফ্যুর্থ সবে ফার্স্ট ডিভিশনে ওঠার পর মরশুমের গোটা প্রথমার্ধে সাকুল্যে ন'টি পয়েন্ট সংগ্রহ করেছে৷ কাজেই গ্রয়থার ফ্যুর্থ পয়েন্টের তালিকায় একেবারে তলানিও বটে৷

GettyImages 159716148 Bayern Munich's Croatian striker Mario Mandzukic (L) shoots against Fuerth's striker Christopher Noethe (R) during the German first division Bundesliga football match FC Bayern Munich vs Greuther Fuerth in Munich, southern Germany, on January 19, 2013. AFP PHOTO / CHRISTOF STACHE RESTRICTIONS / EMBARGO - DFL RULES TO LIMIT THE ONLINE USAGE DURING MATCH TIME TO 15 PICTURES PER MATCH. IMAGE SEQUENCES TO SIMULATE VIDEO IS NOT ALLOWED AT ANY TIME. FOR FURTHER QUERIES PLEASE CONTACT DFL DIRECTLY AT + 49 69 650050 (Photo credit should read CHRISTOF STACHE/AFP/Getty Images)
সপ্তাহান্তে গ্রয়থার ফ্যুর্থ-এর বিরুদ্ধে খেলা দেখে বর্তমান কোচ ইয়ুপ হাইনকেস-এর মুখ হাঁড়িছবি: AFP/Getty Images

নিজেদের মাঠে সেই দীন-হীন গ্রয়থার ফ্যুর্থকে উড়িয়ে দেবার কথা বায়ার্নের, বিশেষ করে প্লেমেকার ফ্রঙ্ক রিবেরি যখন গোলগেটারদের বলের পর বল যুগিয়ে গেছেন পেনাল্টি এরিয়ার ভিতরেই৷ কিন্তু বায়ার্ন যেন সুযোগ নষ্ট করার চ্যাম্পিয়ন৷ মারিও মাঞ্চুকিচ দু'বার বল নেটে না ঢোকালে বায়ার্নের মুখে চুনকালি পড়ত৷ অবশ্য চার সপ্তাহ বড়দিনের বিরতির পর আবার বুন্ডেসলিগা শুরু হয়েছে৷ ওদিকে মাঠের তাপমাত্রা ছিল মাইনাস পাঁচ ডিগ্রি৷ বায়ার্নের হর্তাকর্তারা কম্বলে পা ঢেকে খেলা দেখেছেন৷

অর্থাৎ বায়ার্নকে এবার ক্ষমা করে দেওয়া চলে৷ অন্যদিকে গতবারের চ্যাম্পিয়ন বোরুসিয়া ডর্টমুন্ড দেখিয়েছে আগ্রাসী ফুটবল কাকে বলে: ব্রেমেনকে ৫-০ গোলে হারিয়েছে৷ তবুও তারা বায়ার্নের চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে, তৃতীয় স্থানে৷ ফুটবলে হারজিত তো থাকবেই৷ যেমন সপ্তাহান্তে খোদ বার্সেলোনা হেরেছে রেয়াল সোসিয়েদাদের কাছে ২-৩ গোলে৷

বার্সা যে এখন লা লিগার পয়েন্টের তালিকার শীর্ষে, তা চোখ বুজে বলে দেওয়া যায়, কেননা তাদের একটি ব্রহ্মাস্ত্র আছে, যার নাম লিওনেল মেসি৷ সেই মেসি এই নিয়ে পর পর দশটি লিগ ম্যাচে গোল করলেন, যা কিনা তাঁর আগে একমাত্র রোনাল্ডো করেছিলেন ১৯৯৬-৯৭-এর সিজনে৷ কিন্তু দু'গোলে এগিয়ে থেকেও বার্সার তিন গোলে হার? এমন ঘটনা রোজ ঘটে না৷

ইংল্যান্ডেও ঠিক অঘটন না ঘটলেও, বরফের মধ্যে ফুটবল খেলার বিভ্রাট তো থাকবেই৷ ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টটেনহ্যাম হটস্পারদের সঙ্গে খেলায় এক গোলে এগিয়ে থেকেও বিপক্ষের শেষ মুহূর্তের গোলে ড্র করেছে৷ শুধু ইটালিতে যে দল হালের চ্যাম্পিয়ন এবং পয়েন্টের তালিকার শীর্ষে, সেই ইউভেন্তুস তুরিন নিজেদের নাম রেখেছে উদিনেজেকে ৪-০ গোলে হারিয়ে৷ সেটা কি ইটালিতে ঠাণ্ডা কিছুটা কম বলে?

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য