1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চলচ্চিত্র উৎসব

১৪ ফেব্রুয়ারি ২০১২

বার্লিন প্রাচীর পতনের প্রায় ২৩ বছর পরেও শহরের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সাবেক পূর্ব জার্মানির ছায়া দূর হয় নি৷ এবারেও একঝাঁক ছবিতে ফুটে উঠেছে লুপ্ত কমিউনিস্ট রাষ্ট্রের জীবনযাত্রার কিছু ঝলক৷

https://p.dw.com/p/142un
Filmstill Barbara (Berlinale 2012), Wettbewerb, DEU 2012, REGIE: Christian Petzold, Ronald Zehrfeld, Nina Hoss; Copyright: Piffl Medien***Das Bild darf nur im Rahmen einer Filmbesprechung benutzt werden
জার্মান ছবি ‘বারবারা’র একটি দৃশ্যছবি: Piffl Medien

সাবেক পূর্ব জার্মানির বদ্ধ পরিবেশে রাষ্ট্রের ইচ্ছা অমান্য করা সহজ ছিল না৷ জীবনের প্রায় প্রতিটি ধাপেই সরকার স্থির করে দিত, নাগরিকরা কী করবে বা করবে না৷ কিন্তু তা সত্ত্বেও গোপনে অনেকেই পছন্দ অনুযায়ী নিজেদের জীবনকে সাজিয়ে নিতে পেরেছিল৷ এবারের বার্লিন চলচ্চিত্র উৎসবে দেখা গেল তারই কিছু নমুনা৷ যেমন ‘দিস এন্ট ক্যালিফোর্নিয়া' তথ্যচিত্রের কথাই ধরা যাক৷ কর্তৃপক্ষের নজর এড়িয়ে কিছু তরুণ কীভাবে তাদের স্কেটবোর্ড নিয়ে মেতে ছিল, তা দেখানো হয়েছে এই ছবিতে৷ মার্কিন মুলুক থেকে ইউরোপের বাকি দেশ হয়ে স্কেটবোর্ড কীভাবে আদৌ পূর্ব জার্মানিতে প্রবেশ করতে পেরেছিল, সেবিষয়ে কোনো তথ্য নেই৷ ‘সুপার এইট' ভিডিও ক্যামেরায় তোলা কিছু বিরল ভিডিও ব্যবহার হয়েছে এই ছবিতে৷ ‘অ্যামাং মেন – গে ইন ইস্ট জার্মানি' ছবিতে ফুটে উঠেছে কমিউনিস্ট কাঠামোর মধ্যেও সমকামীদের বেঁচে থাকার সংগ্রাম৷

পূর্ব জার্মান রাষ্ট্র, কমিউনিস্ট পার্টি, সরকার ও কুখ্যাত গোয়েন্দা পুলিশ ‘স্টাসি'র কার্যকলাপের উপর ভিত্তি করে এতকাল ধরে অনেক চলচ্চিত্র ও তথ্যচিত্র তৈরি হয়েছে৷ কিন্তু এবারের উৎসবে যেসব ছবি দেখা যাচ্ছে, সেগুলির মাধ্যমে সাধারণ মানুষের প্রতিবাদের নানা পদ্ধতি দেখা যাচ্ছে, যাকে সীমিত অর্থে রাজনৈতিক বলা চলে না৷ অনেক সময়ে টিন-এজ বা কিশোর-কিশোরীদের বিদ্রোহের হাতিয়ার ছিল উদ্দাম পার্টি, বিশেষ ধরণের গান, মদের ফোয়ারা ইত্যাদি৷ ‘মার্কিন বুর্জোয়া' সংস্কৃতির এই সব দিকের সঙ্গে সমকামীদেরও বিরোধিতা করে এসেছে কমিউনিস্ট পার্টি৷ ফলে সাবেক পূর্ব জার্মানির প্রতিবাদী নাগরিকদের যথেষ্ট ঝুঁকি নিয়েই সেই পথে এগোতে হতো৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য