1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাপেক্স এর উদ্যোগে গ্যাস অনুসন্ধান শুরু

২৪ ডিসেম্বর ২০১১

তিতাস গ্যাসক্ষেত্রে ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ কাজ শুরু করেছে বাপেক্স৷ তারা অনুসন্ধানের পর আরো অন্তত দুই ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ পাওয়ার আশা করছে৷

https://p.dw.com/p/13Ypv
Petrobangla (Bangladesh Oil, Gas & Mineral Corporation) is a government-owned national oil company of Bangladesh. Quelle: Sanjiv Burman, DW Bengali-Programm
ছবি: DW

সেটা হলে তিতাস গ্যাসক্ষেত্র এশিয়ার সর্ববৃহৎ গ্যাসফিল্ড হিসেবে পরিচিতি পাবে বলে জানালেন পেট্রোবাংলার চেয়ারম্যান৷

তিতাস গ্যাসক্ষেত্রে প্রথম ও সারা দেশে বাপেক্সের চতুর্থ ত্রিমাত্রিক ভুকম্পন জরিপ কাজ শুরু হয়েছে৷ আগের তিনটির মত এটিও চলবে বাপেক্সের নিজস্ব জনবল ও যন্ত্রপাতি দিয়ে৷ জরিপের আওতায় থাকছে ৩৩৫ বর্গকিলোমিটার এলাকা৷ বাপেক্স আশা করছে এই অনুসন্ধানের পর তিতাস গ্যাসফিল্ডে আরো অন্তত দুই ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ নিশ্চিত হওয়া যাবে৷ যা গোটা বাংলাদেশের মোট চাহিদার তিন বছরের সমান৷ শুধু তাই নয়, পেট্রোবাংলার চেয়ারম্যান ড. হোসেন মনসুর আশা করছেন, আগামী বছরের মাঝামাঝি নাগাদ তিতাস গ্যাসক্ষেত্র এশিয়ার সর্ববৃহৎ গ্যাসফিল্ড হিসেবে পরিচিতি পেতে যাচ্ছে৷

দেশে গ্যাসের মোট মজুদ কত, আর কতটুকুই বা উত্তোলনযোগ্য তা নিয়ে নানা মত আছে৷ কারো মতে ১৫ ট্রিলিয়ন ঘনফুট, আবার কারো মতে ২০ টিসিএফেরও বেশী৷ তবে প্রতিদিন আড়াই কোটি ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও মোট উৎপাদন দুই কোটির বেশী না হওয়ায় গ্যাস সংকট নিয়ে উদ্বিগ্ন অনেকেই৷

বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মতুর্জা আহমেদ ফারুক জানালেন, এর আগে ১৯৯৮ সালে দু'দশমিক এক ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের ধারণা করা হলেও এর দশ বছর পর দেখা যায় মজুদের পরিমান আড়াই গুন বেশী৷ অবশ্য এর অর্ধেকেরও বেশী ইতোমধ্যে খরচ হয়ে গেছে৷ তিনি মনে করেন, এবারের জরিপ অনেক বেশী বিজ্ঞান ভিত্তিক হওয়ায় আগের চেয়ে সঠিক ধারণা পাওয়া যাবে৷ ইতোমধ্যে এই এলাকায় কূপ খননের কাজ শরু করা হয়েছে বলেও জানালেন মতুর্জা আহমেদ ফারুক৷

তিতাসে ত্রিমাত্রিক ভুকম্পন জরিপ কাজ সুষ্ঠুভাবে শেষ হলে এরপর বাখরাবাদ গ্যাসফিল্ডে ত্রিমাত্রিক ভুকম্পন জরিপ কাজ শুরু করবে বাপেক্স৷ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সর্বপ্রথম প্রয়োজন দেশে গ্যাসের মোট মজুদ কত তা নিরুপণ করা৷ আর সেই কাজে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে এই ত্রিমাত্রিক ভুকম্পন জরিপ৷ এই জরিপ শেষ হলে জানা যাবে, দেশে গ্যাসের মোট মজুদ কত, আর তার কতটুকুই বা উত্তোলনযোগ্য৷ তার ওপর ভিত্তি করেই নেয়া হবে ভবিষ্যত কর্মপরিকল্পনা৷

প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা
সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য