1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে ভোগ্যপণ্যের উপর জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব

১২ নভেম্বর ২০১১

বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর দুই দিনের মাথায় জনজীবনে তার প্রভাব পড়তে শুরু করছে৷ ইতিমধ্যেই শাকসব্জিসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে শুরু করছে৷ আর কাল যানবাহনে যাত্রীভাড়া বাড়ার সিদ্ধান্ত আসতে পারে৷

https://p.dw.com/p/139e0
ছবি: DW/Harun Ur Rashid Swapan

ঢাকায় শাকসব্জিসহ নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের সব চেয়ে বড় বাজার কারওয়ান বাজার৷ কারওয়ান বাজারের ব্যাবসায়িরা জানান, তাদের জ্বালানি তেলের দাম বাড়ার কারণে পণ্য পরিবহনের খরচ ইতিমধ্যেই বেড়ে গেছে৷ তাই তাদের পণ্যের দাম বাড়ান ছাড়া আর কোন উপায় নেই৷

ব্যবসায়িরা জানান, পাইকারি বাজারে এরই মধ্যে পণ্যের দাম বেড়ে গেছে৷ বিশেষ করে শাকব্জিসহ যেসব পণ্য প্রতিদিন ঢাকার বাইরে থেকে আনেতে হয় তার দামে প্রভাব পড়েছে৷ আর সাধারণ ক্রেতাদের পকেট থেকে ইতিমধ্যেই খসতে শুরু করেছে বাড়তি পয়সা৷

এদিকে যাত্রী পরিবহণে আনুষ্ঠানিকভাবে ভাড়া বাড়ার ঘোষণা এখনো না আসলেও বাড়তি ভাড়া আদায় শুরু হয়ে গেছে৷ বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতির নেতা কামাল হোসেন জানিয়েছেন, কাল থেকে বাড়তি ভাড়ার ঘোষণা আসতে পারে৷

আর সাধারণ মানুষের কথা তাদের আয় বাড়ছে না অথচ জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে৷ যা তাদের জীবনযাত্রাকে অসহনীয় করে তুলেছে৷ অর্থনীতিবিদ ড. আনু মুহাম্মদ জ্বালানি তেলের দাম বাড়ানোর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন৷

এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ এক প্রতিবাদ সমাবেশে বলেছেন সরকার জ্বালানি তেলসহ সবকিছুর দাম বাড়িয়ে মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই