1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশ-এইচআরডাবলিউ

২৭ এপ্রিল ২০১২

বাংলাদেশে বিরোধী দলীয় নেতা-কর্মীসহ নিখোঁজ অপহরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ৷ তারা এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছে৷

https://p.dw.com/p/14ltl

হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে বিরোধী দলীয় নেতা এবং রাজনৈতিক নেতা-কর্মীদের নিখোঁজ হওয়ার ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে গেছে৷ ১৭ই এপ্রিল মধ্যরাতে বিএনপি নেতা ইলিয়াস আলীর অন্তর্ধান এমনই একটি ঘটনা৷ একইভাবে শ্রমিক নেতা আমিনুল হকের নিখোঁজ বা গুমের ঘটনাও উদ্বেগজনক৷ ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ঘটনায় বাংলাদেশ সরকারকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে৷

তারা বিবৃতিতে বাংলাদেশের মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যানের বরাত দিয়ে বলেছে, ২০১২ সালেই অন্তত ১২ জন নিখোঁজ বা গুম হয়েছেন৷ আর আরেকটি মানবাধিকার সংগঠন ‘অধিকার'এর পরিসংখ্যান অনুযায়ী ২০১০ সাল থেকে এ পর্যন্ত গুম হয়েছেন ৫০ জন৷

হিউম্যান রাইটস ওয়াচ-এর এশীয় অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস বিবৃতিতে বলেন, ক্রমবর্ধমান হারে এই নিখোঁজ হওয়া – বিশেষ করে বিরোধী দলের সদস্যদের উধাও হয়ে যাওয়ার গ্রহণযোগ্য এবং স্বাধীন তদন্ত হওয়া প্রয়োজন৷

আর বাংলাদেশের মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক নূর খান ডয়চে ভেলেকে জানান, ইলিয়াস আলীকে উদ্ধারে সরকার এখন পর্যন্ত কোন কার্যকর পদক্ষেপ নিয়েছে বলে তাদের মনে হয়না৷ তার কথা, এসব অপহরণ ও গুমের কোন কোনটির পিছনে আইন-শৃঙ্খলা বাহিনীর হাত আছে বলে তারা নিশ্চিত হয়েছেন৷ তিনি বলেন, আইন ও সালিশ কেন্দ্র এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত চায়৷ আর এজন্য তারা বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন৷

এদিকে ইলিয়াস আলীকে উদ্ধারের বিএনপির ৪ দিনের আল্টিমেটামের শেষ দিন কাল শনিবার৷ শনিবারের মধ্যে সরকার যদি ইলিয়াস আলীকে তার পরিবারের কাছে ফিরিয়ে না দেয় তাহলে রোববার থেকে কঠোর আন্দোলন শুরু করবে বিএনপি৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য