1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফেসবুক বন্ধ করেনি বাংলাদেশ

আরাফাতুল ইসলাম২৮ ফেব্রুয়ারি ২০১৩

বাংলাদেশ থেকে বৃহস্পতিবার ফেসবুকে প্রবেশ করতে গিয়ে সমস্যায় পড়েন ব্যবহারকারীরা৷ গুজব ছড়িয়ে পড়ে, সরকার ফেসবুক বন্ধ করে দিয়েছে৷ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি অবশ্য এই গুজব উড়িয়ে দিয়ে দাবি করেছে কারিগরী সমস্যার কারণে এটা হয়েছে৷

https://p.dw.com/p/17naI
ছবি: picture-alliance/dpa

যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে এখন উত্তপ্ত বাংলাদেশ৷ গত পাঁচ ফেব্রুয়ারি ব্লগারদের এ সংক্রান্ত আহ্বানে রাজপথে নামে সাধারণ জনতা৷ শাহবাগের প্রজন্ম চত্বরে এখনো হাজারো জনতার ভিড়, তাদের মূল দাবি, ‘যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই৷' তাদের এই আন্দোলনকে এগিয়ে নিতে সহায়তা করছে ফেসবুক, ব্লগ৷

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দেলাওয়ার হোসাইন সাঈদীকে বৃহস্পতিবার ফাঁসির আদেশ দিয়েছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল৷ এই রায় প্রদানের আগে ইন্টারনেটে অনেকে জানাতে থাকেন বাংলাদেশ থেকে ফেসবুকে প্রবেশ করতে অসুবিধা হচ্ছে তাদের৷ একটি ইংরেজি জাতীয় দৈনিকও ফেসবুক বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানায়৷

Local people gather as they watch a protest rally near police standing guard during a nationwide strike in Dhaka September 23, 2012. The day-long strike called by 12 Islamist groups are protesting against a U.S.-made anti-Islam film and a cartoon published in a French weekly on Saturday that they say insults the Prophet Mohammad, local media reported. REUTERS/Andrew Biraj (BANGLADESH - Tags: POLITICS CIVIL UNREST RELIGION)
গত বছর ধর্মীয় অবমাননাকর ভিডিও ধারনের দায়ে বাংলাদেশে ইউটিউব বন্ধ করে দেয় বিটিআরসিছবি: Reuters

ডয়চে ভেলের ফেসবুক পাতায় এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে এক ঘণ্টার মধ্যে মন্তব্য করেছেন শতাধিক ব্যক্তি৷ তাদের অধিকাংশই জানিয়েছেন, স্বাভাবিকভাবে বিশেষ করে কম্পিউটার ব্যবহার করে ফেসবুকে প্রবেশ করতে পারছেন না তারা৷ কয়েকজন পাঠক লিখেছেন, মোবাইল ফোন থেকে ফেসবুকে প্রবেশ করা যাচ্ছে৷ আর অল্প কিছু পাঠক, কোন সমস্যা ছাড়াই ফেসবুকে প্রবেশ করতে পারার কথা লিখেছেন৷

বিষয়টি নিয়ে ডয়চে ভেলের পক্ষ থেকে যোগাযোগ করা হয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির সঙ্গে৷ সংস্থাটির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ বৃহস্পতিবার বিকেলে ডয়চে ভেলেকে বলেন, ‘‘সরকার ফেসবুক বন্ধ করেনি৷ তবে কারিগরী সমস্যার কারণে বাংলাদেশ থেকে কিছুক্ষণ ফেসবুকে প্রবেশ করা যায়নি৷''

কী ধরনের কারিগরী সমস্যার কারণে ফেসবুকে প্রবেশ করা যায়নি? এই প্রশ্নের উত্তরে আহমেদ বলেন, ‘‘সম্ভবত সাবমেরিন কেবলে সমস্যা হয়েছিল৷ এই সমস্যা এখন আর নেই৷ ফেসবুকে প্রবেশে কোন বাধা নেই৷''

তবে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ জাকারিয়া স্বপন বিটিআরসির এই বক্তব্যের বিরোধীতা করেছেন৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘সাবমেরিন কেবলে সমস্যার কারণে শুধু ফেসবুক বন্ধ হওয়া মোটেও সম্ভব নয়৷ যেটা হয়েছে, তাহচ্ছে তারা (বিটিআরসি) কিছুক্ষণের জন্য ফেসবুক বন্ধ করে দিয়েছিল এবং পুনরায় আবারো চালু করেছে৷ কয়েকটি আইএসপির সঙ্গে কথা বলে আমরা এটা জেনেছি৷ সকাল এগারোটা থেকে মোটামুটি বিকেল পাঁচটা পর্যন্ত ফেসবুক বন্ধ ছিল৷’’

উল্লেখ্য, গত বছর ধর্মীয় অবমাননাকর ভিডিও ধারনের দায়ে বাংলাদেশে ইউটিউব বন্ধ করে দেয় বিটিআরসি৷ এছাড়া সাম্প্রতিক সময়ে একাধিক ফেসবুক পাতা এবং ওয়েবসাইটও বন্ধ করে দেওয়া হয়েছে একই ধরনের অভিযোগে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য