1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে সংস্কৃতি

আশীষ চক্রবর্ত্তী১৮ অক্টোবর ২০১২

বাংলাদেশে সংস্কৃতিচর্চার পরিবেশ সব সময় অনুকুল ছিল না৷ মেয়েরা বাইরে নাচবে – এটা তো একসময় ভাবাই যেত না৷ শুক্লা সরকার জানালেন প্রতিবন্ধকতা এখনো আছে, তবে এটাও ঠিক, দেশে নাচ অনেক এগিয়েছে৷

https://p.dw.com/p/16RYY
ছবি: Getty Images

ধ্রুপদী নাচে বাংলাদেশে পুরোধাদের একজন শুক্লা সরকার৷ ছিলেন খেলাধুলায় দক্ষ৷ বৃত্তি পেলেন নাচ শেখার৷ চলে গেলেন শান্তি নিকেতনে৷ কবিগুরুর হাতে গড়া বিদ্যাপীঠে ৩৬ বছর আগে গিয়ে সেই যে নাচের পাঠ নেয়া শুরু, এখনও ছাড়েননি৷ ডয়চে ভেলেকে দেয়া এ সাক্ষাৎকারেও বরাবরের মতোই শুক্লা সরকার বলেছেন, ‘‘নাচ আমার ধ্যান-জ্ঞান, নাচই আমার সব৷''

Eine Tänzerin aus Bangladesch Karneval der Kulturen in Berlin Bild 2
‘প্রতিবন্ধকতা সত্ত্বেও দেশে নাচ অনেক এগিয়েছে’ছবি: AP

তাঁর শুরুর সময়টায় বাংলাদেশে ধ্রুপদী নাচ ছিল অনেকটা উদ্দেশ্যহীন শিশুর মতো৷ সেই শিশু এখন বেশ বড়৷ তাই শুক্লা সরকার মনে করেন দেশে নাচ অনেক এগিয়েছে৷ অনেকে দীর্ঘকাল নাচ শিখেছেন, এখন তাঁরা ভালো শেখাচ্ছেন – এমন কয়েকজনের নামও বললেন তিনি৷ জানালেন, তরুণদের অনেকেই খুব ভালো নাচেন৷ কিন্তু তাঁদের নিয়ে আফসোসও আছে৷ ‘‘তরুণরা খুব তাড়াতাড়ি খ্যাতি চায়'' – এ কথা বলরর পর এর দায় কিছুটা অবশ্য নিজের কাঁধেও নিয়েছেন শুক্লা সরকার৷ ‘‘আমরা ভালো করে শেখাতে বা বোঝাতে পারিনা বলেই হয়ত এমন হচ্ছে'' – এই তাঁর যুক্তি৷

নাচ শেখানো অনেক বছর ধরেই শুক্লা সরকারের জীবন এবং জীবিকা৷ স্বামী মারা যাওয়ার পর নাচের স্কুল নিয়ে কঠিন একটা সময় পেরিয়ে আসতে হয়েছে তাঁকে৷ আজ নৃত্যশিল্পী হিসেবে নিজেকে সফল বলতে বিন্দুমাত্র দ্বিধা জাগেনা মনে৷ এখানে খুবই আত্মবিশ্বাসী শুক্লা সরকার৷ কিন্তু নাচে মেয়েদের সামনে যে এখনো সামাজিক প্রতিবন্ধকতা রয়ে গেছে – এ সত্যিকে মেনে নেয়ার সময় আত্মবিশ্বাসী কন্ঠেও যেন নেমে আসে রাজ্যের হতাশা৷ ‘‘অনেক মেয়ে বিয়ে হলেই নাচ ছেড়ে দেয়'', ‘‘নাচকে একক পেশা ভাবার সময় এখনো বাংলাদেশে আসেনি'' – একজন শুক্লা সরকারের জন্য এ বাস্তবতা মেনে নেয়া তো কঠিনই৷ অনেক বেশি প্রতিকুল পরিবেশেও নিজেকে যিনি সফল নৃত্যশিল্পী হিসেবে তিলে তিলে গড়ে তুলেছেন, তাঁর হতাশা লাঘব হতে পারে সম্ভবত একটা উপায়েই৷ তরুণরা তাঁর মতো যাঁরা নাচ-অন্তপ্রাণ, তাঁদের দৃষ্টান্ত সামনে রেখে এগোলে৷ নাচে বাংলাদেশের এগিয়ে চলা সার্থক তো তখনই হবে!

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য