1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে গণতন্ত্র বিকশিত হওয়ার সব লক্ষণ বিদ্যমান: জার্মান প্রেসিডেন্ট

২৯ নভেম্বর ২০১১

ঢাকা সফররত জার্মান প্রেসিডেন্ট ক্রিস্টিয়ান ভুল্ফ বলেছেন, বাংলাদেশ উন্নয়নের মডেল হতে পারে৷ এখানে গণতন্ত্র বিকশিত হওয়ার সব লক্ষণ বিদ্যমান৷ এদেশের প্রধান শক্তি তরুণ সমাজের প্রত্যাশা পুরণে রাজনীতিবিদদের ভূমিকা নিতে হবে৷

https://p.dw.com/p/13IwJ
German president Christian Wulff with Bangladesh´s Prime Minister Sheikh Hasina. Foto: Harun Ur Rashid Swapan, 29.11.2011, Dhaka
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জার্মান প্রেসিডেন্ট ভুল্ফছবি: DW

সফরের দ্বিতীয় দিনে সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন জার্মানির প্রেসিডেন্ট ক্রিস্টিয়ান ভুল্ফ৷ তিনি জাদুঘর ঘুরে দেখেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন৷

এরপর তিনি গোয়েটে ইন্সটিটিউটে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করেন৷ মত বিনিময় সভায় বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, নারীর ক্ষমতায়ন, ধর্মীয় সাম্য প্রভৃতি বিষয় উঠে আসে৷

দুপুরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঢাকার একটি হোটেলে বৈঠক করেন জার্মান প্রেসিডেন্ট৷ বৈঠকে তারা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লষ্ট বিষয়ে কথা বলেন৷ প্রধানমমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়ন এবং ব্যবসা বাণিজ্যে জার্মানির অব্যাহত সমর্থন আশা করেন৷ জার্মান প্রেসিডেন্ট বাংলাদেশকে একটি স্থিতিশীল দেশ হিসেবে অভিহিত করে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন৷ বেঠক শেষে তিনি তার সম্মানে দেয়া প্রধানমন্ত্রীর ভোজ সভায় যোগ দেন৷

বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেনেট হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্রদের এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন জার্মান প্রেসিডেন্ট ক্রিস্টিয়ান ভুল্ফ৷ তিনি তার বক্তৃতায় বলেন, বাংলাদেশ উন্নয়নের মডেল হতে পারে৷ এখানে গণতন্ত্র বিকশিত হওয়ার সব লক্ষণ বিদ্যমান৷ এদেশের প্রধান শক্তি হল তার তরুণ সমাজ৷ এই তরুণ সমাজের প্রত্যাশা পুরণে রাজনীতিবিদদের ভূমিকা পালন করতে হবে৷

Auf dem Bild: Das Gebäude des Goethe-Institus in Bangladesh von außen. Copyright: Harun Ur Rashid Swapan
গোয়েটে ইন্সটিটিউটের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করেন জার্মান প্রেসিডেন্টছবি: Rashid Swapan

তিনি বলেন, ধর্ম নিরপেক্ষ এই দেশটির ক্ষুদ্র ঋণ ব্যবস্থা সারাবিশ্বে সমাদৃত৷ অনেক প্রতিকূলতার মাঝেও দেশটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে৷ তবে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের শিকার৷ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জার্মানি বাংলাদেশের পাশে আছে৷

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক তার শুভেচ্ছা বক্তব্যে বাংলাদেশ ও জার্মানির ঐতিহাসিক সম্পর্কের কথা বলেন৷ ঢাকা বিশ্ববিদ্যালেয়র শিক্ষার্থীরা জার্মান প্রেসিডেন্টকে ফুল, গান আর নৃত্যের তালে তালে বরণ করে নেন৷

ঢাকা বিশ্বদ্যালয়ের অনুষ্ঠান শেষে জার্মান রাষ্ট্রপতি বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন৷ রাতে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে বেঠক করেন বঙ্গবভনে৷ বৈঠক শেষে তিনি তার সম্মানে দেয়া নৈশভোজে যোগ দেন৷   

কাল জার্মান প্রেসিডেন্ট ক্রিস্টিয়ান ভুল্ফ-এর ৩ দিনের বাংলাদেশ সফর শেষ হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য