1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলা ভাষা

২৪ মার্চ ২০১২

আইন করে প্রমিত বাংলা চালু সম্ভব নয়৷ এর জন্য প্রয়োজন চর্চা৷ কবি মহাদেব সাহা ডয়চে ভেলে’র কাছে এই অভিমত দিয়ে বলেছেন, প্রতিটি ভাষায়ই আঞ্চলিক বা উপভাষা আছে৷ তাকে ভাষার বিকৃতি বলা যাবেনা৷

https://p.dw.com/p/14Q0g
ছবি: AP

কবি মহাদেব সাহা মনে করেন, বাংলা ভাষার একটি প্রমিত রূপ থাকতে হবে৷ যাকে আমরা মান ভাষা বলব৷ গণমাধ্যম, সাহিত্য, নাটক, কবিতা বা আনুষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে এই মান ভাষার ব্যবহার আমরা আশা করি৷ কিন্তু এও মনে রাখতে হবে প্রত্যেক ভাষারই আঞ্চলিক এবং উপভাষা রয়েছে৷ তাকে বিকৃত বলা ঠিক হবেনা৷ তিনি মনে করেন, বিকৃতি বিষয়টি ইচ্ছাকৃত৷ কেউ বা কোন গোষ্ঠী যদি ইচ্ছে করে বাংলাকে বিদেশি ঢংয়ে উচ্চারণ করে অথবা বাংলার সঙ্গে ইংরেজি, হিন্দি বা অন্য কোন ভাষার মিশেলে ভাষাকে জগাখিচুড়ি এক ভাষা তৈরি করে, তা গ্রহণযোগ্য নয়৷

বাংলা ভাষার বিকৃতি ঠেকাতে আগের মাসে দেশের সর্বোচ্চ আদালত নির্দেশনা দিয়েছেন৷ বিশেষ করে গণমাধ্যমে বাংলা ভাষার বিকৃত উচ্চারণে আদালত উদ্বেগ প্রকাশ করেছেন৷ আদালত বাংলা ভাষার সঠিক উচ্চারণ এবং ব্যবহারের নির্দেশ দিয়েছেন৷ তবে কবি মহাদেব সাহা মনে করেন, আইন করে বা আদালতের নির্দেশে প্রমিত বাংলা চালু সম্ভব নয়৷ এর জন্য প্রয়োজন চর্চা৷ তিনি প্রশ্ন করেন, যারা আইন করবেন তারাই কি ঠিকমত বাংলা বলেন?

মহাদেব সাহা বলেন, সবাইকে চেষ্টা করতে হবে৷ লেখকরা যেমন চেষ্টা করবেন, তেমনি চেষ্টা করতে হবে গণমাধ্যম কর্মীদের৷ সবাই আন্তরিক হলে বাংলার ভাষার বিকৃতি আর থাকবেনা৷

তিনি বলেন, বাংলা ভাষা নিজেই অনেক শক্তিশালী ভাষা৷ এই ভাষার জন্য এদেশের মানুষ প্রাণ দিয়েছেন৷ তারা বাংলা ভাষার প্রতি আগ্রাসন ঠেকিয়েছেন৷ শেষ পর্যন্ত বাংলা ভাষারই জয় হয়৷ শত্রুরা পরাজিত হয়৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য