1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অলিম্পিকে মিসাইল দেবে নিরাপত্তা

৪ মে ২০১২

অলিম্পিকের নিরাপত্তা৷ দুনিয়া জুড়ে সন্ত্রাসী তাণ্ডবের মধ্যে ব্রিটেনের মত দেশের কাছে সেটা তো বড় বিষয় বটেই৷ অলিম্পিকে মিসাইল প্রতিরক্ষা ব্যবহার করবে ব্রিটেন৷ সেটাই দেখা গেল অবশেষে৷

https://p.dw.com/p/14pXF
ছবি: AP

লন্ডন থেকে খানিক দূরে কাদায় ভরা একটা মাঠের মধ্যে ব্রিটিশ মিলিটারির বাঘা বাঘা অফিসার আর সেনাদের জটলা৷ সঙ্গে অবশ্যই হাজির মিডিয়া৷ ব্যাপারটা তো আর যে সে নয়, যাকে বলে অলিম্পিকের নিরাপত্তা৷ আর যে অলিম্পিকের ওপর যদি কোন সন্ত্রাসবাদী গোষ্ঠী একখানা হামলা চালাতে সফল হয়, তাহলে আর দেখতে হবে না! ব্রিটেন পড়বে মহা সমস্যায়৷ বদনামের শেষ থাকবে না তাদের৷

তাই প্রতিরক্ষার ব্যাপক ব্যবস্থা৷ একেবারে মিসাইল বা ক্ষেপণাস্ত্র প্রস্তুতি৷ মিসাইলের নাম ব়্যাপিয়ার৷ এই র়্যাপিয়ার অবশ্যই কোন ছোটখাটো ক্ষেপণাস্ত্র নয়৷ যাকে বলে দুর্ধর্ষ তার ক্ষমতা৷ ভূমি থেকে আকাশে চলতে পারা এই মিসাইল দিয়ে যাত্রীবোঝাই একখানা বোয়িং ৭৪৭ বিমানকে মাটিতে পেড়ে ফেলা যায়৷ অর্থাৎ, সন্ত্রাসবাদী হামলাটা যদি ৯/১১ স্টাইলে চালানো হয়, তবে আগেভাগেই সেটাকে বুঝে নিয়ে এই মিসাইল সচল হয়ে যাবে৷ যাতে সন্ত্রাসীরা অলিম্পিকের কোন একটা স্টেডিয়ামে, যেখানে ৮০ হাজার মানুষ রয়েছে, সেখানে হামলা চালিয়ে মানুষ হত্যা করার আগেই এই মিসাইল দিয়ে তাদের অপচেষ্টা রুখবে ব্রিটেন৷

Für die Sicherheit der Olympischen Spiele in London sollen im Notfall auch Abwehrraketen eingesetzt werden
লন্ডনের অলিম্পিক স্টেডিয়ামছবি: Reuters

সে কারণেই শুক্রবার লন্ডন থেকে খানিক দূরে এই ব়্যাপিয়ার মিসাইলের প্রদর্শনী করল ব্রিটিশ সেনা৷ বলা হল, ভূমি থেকে ৫ মাইল বা ৮০০০ ফিট ওপরের লক্ষ্যবস্তুকে টার্গেট করে শেষ করে ফেলার ক্ষমতা সম্পন্ন এই মিসাইল হল লন্ডন অলিম্পিকের সর্বশেষ প্রতিরক্ষা লাইন৷ মানে এখানেই প্রতিরক্ষার চূড়ান্ত৷

তবে এই বিধ্বংসী মিসাইল ব্যবহার করার প্রয়োজন পড়বে না বলেই বিশ্বাস বিশেষজ্ঞদের৷ কারণ, ধরা যাক, এই মিসাইল ব্যবহার হল, তারপরেও অনেক প্রশ্ন থেকে যায়৷ বিমানকে বা অন্য কোন উড়ুক্কু হামলা রুখতে যদি এই মিসাইল চালানোও হয়, সেই বিমানের ভেঙে পড়া অংশ যেখানে পড়বে, সেখানেও তো মানুষ মারা যাবে৷ বিমানের যাত্রীদের নিরাপত্তা? তারই বা কী হবে? এসব প্রশ্ন নিয়ে এখন মিডিয়ার মাথা ঘামানো চলছে৷ অলিম্পিকের আসরে ঠিক কতটা হামলার আশঙ্কা রয়েছে, তাও মিডিয়া জানতে চায় খোলাখুলি৷ ব্রিটিশ সেনাবাহিনীর জবাব, ৯/১১ পরবর্তী বিশ্বে এ ধরণের বড় কোন আন্তর্জাতিক আসরে মিসাইল প্রতিরক্ষা সব সময়েই করা হচ্ছে৷ তাই এ কোন নতুন কথা নয়৷

নতুন কথার দরকারটাই বা কী? অলিম্পিকে সন্ত্রাসী হামলা হোক, সেটা কারওই প্রত্যাশা হতে পারেও না৷ তাই অলিম্পিক ভালোয় ভালোয় মিটুক, তৈরি হোক অনেক নতুন রেকর্ড৷ দেখা যাক প্রচুর চোখ ধাঁধানো খেলোয়াড়ি কৃতিত্ব৷ মিসাইল সেসবের পাহারায় থেকে আরাম করে খেলা দেখুক৷ এবং পরে আবার তার গোপন অস্ত্রাগারে ফিরে যাক৷ একটাই প্রত্যাশা, ব়্যাপিয়ারকে যেন কাজে না নামতে হয়!

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য