1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বব্স ২০১২

১৩ ফেব্রুয়ারি ২০১২

বব্স, অর্থাৎ ডিডাব্লিউ’এর ব্লগ অ্যাওয়ার্ডস’এর অষ্টম সংস্করণ শুরু হচ্ছে ১৩ই ফেব্রুয়ারি৷ সেরা ব্লগ, ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া আন্দোলনের খোঁজে এবার বিশেষ গুরুত্ব দেওয়া হবে সংস্কৃতি ও জনশিক্ষার বিষয় দু’টিকে৷

https://p.dw.com/p/142Hi

বব্স'এর প্রথম কাজ: বিশ্বের ১১টি ভাষায় এবং প্রতিযোগিতার ১৭টি বিভাগে সেরা মনোনয়নগুলিকে বেছে বার করতে হবে৷ গতবছর যারা বব্স পুরস্কার পেয়েছেন, তাদের কর্মতৎপরতা প্রায় সব ক্ষেত্রেই কোনো না কোনো ভাবে আরব বিশ্বে আলোড়ন ও অভ্যুত্থানের সঙ্গে জড়িত৷ এবার কিন্তু জোর দেওয়া হবে সংস্কৃতি ও জনশিক্ষার উপর৷ ‘‘স্পেশাল টপিক অ্যাওয়ার্ড এজুকেশন অ্যান্ড কালচার'', এই বিভাগে সব ১১টি ভাষা বিভাগে শিক্ষা এবং নতুন ধরনের শিক্ষাপদ্ধতি মূলক পোর্টালের খোঁজ করা হবে৷ ডিডাব্লিউ'এর পরবর্তী গ্লোবাল মিডিয়া ফোরাম ২৫ থেকে ২৭ জুন বন'এ অনুষ্ঠিত হবে, এবং তারও মুখ্য আলোচ্য বিষয় হবে সংস্কৃতি ও শিক্ষা ক্ষেত্রে মিডিয়ার ভূমিকা৷

মতপ্রকাশের স্বাধীনতা

বব্স পুরস্কার চলতি বছর বিশেষ করে খুঁজছে এমন সব ওয়েবসাইট, যেগুলো ইন্টারনেটে মতপ্রকাশের স্বাধীনতাকে আরো জোরদার করেছে৷ মনোনীত প্রার্থীদের বৈচিত্র্যও যেমন, অনেক সময় পার্থক্যও তেমন৷ যে সব দেশে মিডিয়া কড়া সেন্সরের অধীন, সেখান থেকে অন্য ধরনের খবর ও বিবরণ প্রদান এর অঙ্গ৷ অথবা সুশীল সমাজ গড়ে তোলার কাজে সহায়ক ‘টুলস'৷ কিংবা গণতন্ত্র, স্বাধীনতা ও মানবাধিকারের সমর্থনে আন্দোলন৷

‘‘রিপোর্টার্স উইদাউট বর্ডার্স'' বিভাগের পুরস্কারটি সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংগঠনটির সঙ্গে সহযোগিতায় সৃষ্ট৷ যে সব ব্লগ ও ওয়েবসাইট মতপ্রকাশের স্বাধীনতার জন্য বিশেষভাবে সক্রিয়, তারাই এই পুরস্কারের জন্য বিবেচিত হবে৷

Dr. Shahidul Alam, BOBs Jury 2012.
বাংলা ভাষার বিচারক ড. শহীদুল আলমছবি: Shahidul Alam

অংশগ্রহণের বিভিন্ন পন্থা

বব্স'এর চলতি সংস্করণ থেকে বব্স'এর ওয়েবসাইটটি পুনরায় প্রতিযোগিতার সব ক'টি ভাষায়, অর্থাৎ ১১টি ভাষায় পাওয়া যাবে৷ ভাষাগুলি হল আরবি, বাংলা, চীনা, জার্মান, ইংরেজি, ফরাসি, ইন্দোনেশীয়, ফার্সি, পর্তুগিজ, রাশিয়ান এবং স্প্যানিশ৷

সব ইন্টারনেট ব্যবহারকারীদের প্রতি বব্স পুরস্কারের জন্য তাদের প্রস্তাব ও মনোনয়ন পেশ করার আহ্বান জানানো হচ্ছে৷ বব্স'এর ওয়েবসাইটে গিয়ে মনোনয়ন পেশ করার ব্যাপারটা অনেক সরল করা হয়েছে৷ সেজন্য প্রত্যেক ইউজারকে হয় ফেসবুক এবং টুইটারের মাধ্যমে, নয়তো - এই বছর থেকে এটা নতুন - রুশ নেটওয়ার্ক ভি-কনট্যাক্ট, চীনা টুইটার সেবা শিনা উইবো অথবা ওপেনআইডি'র মাধ্যমে লগ-ইন করতে হবে৷

আন্তর্জাতিক জুরি

সব ১১টি ভাষা অঞ্চলের সুপরিচিত নেট-আন্দোলনকারী, ব্লগার এবং ইন্টারনেট বিশেষজ্ঞদের নিয়ে আন্তর্জাতিক জুরি গঠন করা হয়েছে৷ এই বছর জুরিমণ্ডলীর জার্মান সদস্য হলেন প্যাট্রিসিয়া কামারাটা, যিনি বিগত সাত বছর ধরে তার ব্যক্তিগত ব্লগ লিখছেন এবং জার্মান ব্লগিং মহলে ‘ডাসনুফ' ছদ্মনামে খ্যাতি অর্জন করেছেন৷ জুরির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন বিশিষ্ট রুশ সাংবাদিক ও ব্লগার আলেক্সান্ডার প্লুশেভ, বাংলাদেশের বিশিষ্ট মানবাধিকার কর্মী, প্রখ্যাত আলোকচিত্রশিল্পী ও ব্লগার শহিদুল আলম এবং ‘‘চীনা ব্লগার সম্মেলন''-এর এক উদ্যোক্তা আইজ্যাক মাও৷

ইন্টারনেট ব্যবহারকারীরা ভোটিং'এর মাধ্যমে ‘ইউজার প্রাইজ' বিজয়ীদের নির্বাচন করবেন৷ অন্যদিকে মে মাসের শুরুতে জুরিমণ্ডলী বার্লিনে মিলিত হয়ে ‘জুরি অ্যাওয়ার্ড' বিজয়ীদের নির্ধারণ করবেন৷ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে ২৬শে জুন বন'এ, ডিডাব্লিউ'এর গ্লোবাল মিডিয়া ফোরামে৷ সেই পুরস্কার বিতরণী সভায় জুরিদের নির্বাচিত বিজয়ীরা উপস্থিত থাকবেন৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য