1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফুটবল মাঠে আসছে নতুন প্রযুক্তি

২৪ নভেম্বর ২০১১

রেফারির ভুল কাটাতে, সঠিক সিদ্ধান্ত নিতে তাকে সাহায্য করতে ৯টি বিভিন্ন প্রযুক্তির পরীক্ষা চলছে৷ চূড়ান্ত সিদ্ধান্তের পর ইংলিশ প্রিমিয়ার লিগ দ্রুত সেই প্রযুক্তি কাজে লাগাতে চায়৷

https://p.dw.com/p/13GbD
ছবি: dapd

খেলার মাঠে অনেক সময় এত দ্রুত কিছু ঘটে যায়, যা রেফারি বা আম্পায়ারের নজর এড়িয়ে যেতে পারে৷ অথবা দেখলেও ঠিকমতো বুঝে ওঠা কঠিন হতে পারে৷ টেলিভিশনের পর্দায় ‘অ্যাকশন রিপ্লে'এর মাধ্যমে দর্শকরা বিভিন্ন দিক থেকে গোল, ফাউল বা অন্যান্য চমকপ্রদ দৃশ্য দেখে নিতে পারেন৷ কিন্তু রেফারি বা আম্পায়ার মাঠে দাঁড়িয়ে সেই সুযোগ পান না৷ তাছাড়া ক্যামেরার অবস্থানের উপরও নির্ভর করে, কোনো ঘটনা কতটা স্পষ্ট করে দেখা যাচ্ছে৷ দর্শক ভুল দেখলেও রেফারি'কে পুরোপুরি নিশ্চিত হতেই হবে৷

খেলার মাঠে প্রযুক্তির ব্যবহার ইতিমধ্যেই শুরু হয়ে গেছে৷ ফুটবল জগতে এনিয়ে বিশেষ তৎপরতা দেখা যাচ্ছে৷ বিশেষ ধরণের ক্যামেরা, রাডার ইত্যাদি নানা প্রযুক্তি কাজে লাগিয়ে গোল, অফসাইড, ফাউল ইত্যাদি নানা ঘটনা সম্পর্কে রেফারি যাতে সম্পূর্ণ নিশ্চিত হতে পারেন, তার ব্যবস্থা চলছে৷ এবার ইংলিশ প্রিমিয়ার লিগ আনুষ্ঠানিকভাবে এই পথে অগ্রসর হতে চায়৷ বৃহস্পতিবার ইংল্যান্ডের ফুটবল সংগঠনের সাধারণ সম্পাদক অ্যালেক্স হর্ন বলেছেন, সবকিছু ঠিকমতো চললে আগামী মরশুমেই মাঠে ‘গোল-লাইন' প্রযুক্তি কার্যকর করা হবে৷

Goal Line Technology Flash-Galerie
ফুটবল মাঠে আসছে নতুন প্রযুক্তিছবি: CAIROS

আপাতত ফিফা এক নিরপেক্ষ আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে দিয়ে ৯টি বিভিন্ন প্রযুক্তি পরীক্ষা করাচ্ছে৷ ২০১২ সালের জুলাই মাসে এক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে ধরে নেওয়া হচ্ছে৷ ফিফা'র যে বোর্ড ফুটবলের নিয়ম-কানুন স্থির করে, মার্চ মাসে তারা বর্তমান পরীক্ষার ফলাফল মূল্যায়ন করে দেখবে৷ এরপর মার্চ থেকে জুন পর্যন্ত দ্বিতীয় দফায় পরীক্ষা পর্ব চলবে৷ যেসব সংস্থা ফিফা'র কড়া শর্ত পূরণ করতে পারবে, তারাই দ্বিতীয় পর্যায়ে অংশ নিতে পারবে৷

ফুটবল জগতের অনেকে মনে করছেন, ফুটবল মাঠে এত দ্রুত এত বড় পরিবর্তন কার্যকর করা সম্ভব হবে না৷ কারণ শুধু ফিফা বা জাতীয় ফুটবল কর্তৃপক্ষ সন্তুষ্ট হলে চলবে না, খেলার মাঠে যারা বিভিন্ন ভূমিকা পালন করেন, তাদেরও নতুন কাঠামোর সঙ্গে নিজেদের মানিয়ে নিতে হবে৷ খেলোয়াড়, রেফারি থেকে শুরু করে সবাইকেই এই প্রযুক্তি সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে হবে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য