1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘তেল মারা’ বক্তব্যের সমালোচনা

সমীর কুমার দে, ঢাকা২২ ডিসেম্বর ২০১২

যশোরের জনসভায় প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের সমালোচনা করেছেন বিএনপি নেতারা৷ তাঁরা বলেন, কাউকে তেল মারার রাজনীতি বিএনপি করে না৷ বরং যাঁরা ক্ষমতায় আছেন তাঁরাই ক্ষমতায় থাকার জন্য তেল মারছেন, ভবিষ্যতেও মারবেন৷

https://p.dw.com/p/177mE
Indian finance minister Pranab Mukharjee called on Bangladeshi opposition leader Begum Khaleda Zia in Dhaka, on May 5, 2012. photo @ Harun Ur Rashid Swapan and DW is permited to use. Regards Swapan, Dhaka
ছবি: DW/Swapan

বিএনপি'র সমন্বয়কের দায়িত্ব পালন করা স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেছেন, তেল মারার জন্য বিএনপি ও খালেদা জিয়া রাজনীতি করে না৷ তাঁরা কখনোই দেশের স্বার্থ বিকিয়ে কোনো কাজ করেন নি৷ তাই তেল মারার প্রশ্নই ওঠে না৷ বরং যাঁরা ক্ষমতায় আছেন তাঁরাই ক্ষমতায় থাকার জন্য তেল মারছেন, ভবিষ্যতেও মারবেন৷ শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এমাজ উদ্দীন আহমেদ ও বিএনপি'র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দীন আলমকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন৷

The Bangladesh army has said on 19,01.2012 it has foiled a plot by some hardline officers to topple the Sheikh Hasina government and that the process to bring the culprits to justice has begun. unser Korrespondent in Dhaka, Herr Harun Ur Rashid Swapan hat die angehängten Bilder am 19.01.12 aufgenommen, und stellt sie der DW zur Verfügung.
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শালীনতা বজায় রেখে কথা বলার আহ্বান জানান তরিকুল ইসলামছবি: DW

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শালীনতা বজায় রেখে কথা বলার আহ্বান জানান তরিকুল ইসলাম৷ খালেদা জিয়ার ভারত সফর প্রসঙ্গে বৃহস্পতিবার যশোরের জনসভায় প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘‘ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ দেশটির গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক হয়েছে৷ এসব বৈঠকে বাংলাদেশ যেন ভারতের কাছে সমমর্যাদা পায়, সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে৷ তিনি বলেন, প্রধানমন্ত্রী কেন এ ধরনের বক্তব্য দিচ্ছেন তা জানি না৷''

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে বিএনপি'র স্থায়ী কমিটির আরেক সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘‘আমরা অপেক্ষায় আছি, পুলিশ ও প্রশাসন ধীরে ধীরে আর এই সরকারের নির্দেশ মানবে না৷ এ সরকারের সময় শেষ হয়ে এসেছে৷ লক্ষণ সে রকমই৷ একদলীয় সরকারের অধীনে নির্বাচন কোনোদিন জনগণ মানবে না৷ তাই তত্ত্বাবধায়ক সরকারের দাবি তাদের মানতেই হবে৷''

এদিকে, যারা যুদ্ধাপরাধী ও দুর্নীতিবাজদের বিচার বন্ধের ষড়যন্ত্র করছে তাদের ৭১'র মতো আত্মসমর্পণ করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী৷ শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর ১৪ দলের সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন৷ আর প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেন, দেশি ও আন্তর্জাতিকভাবে যুদ্ধাপরাধীদের বাঁচানোর যড়যন্ত্র শুরু হয়েছে৷ বিএনপি যুদ্ধাপরাধীদের পক্ষে থাকবে এতে অবাক হওয়ার কিছু নেই৷ তাই বিচার শেষ না হওয়া পর্যন্ত সবাইকে মাঠে থাকার অনুরোধ করেন তিনি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য