1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্বস্তি ক্রিকেটে

১০ মার্চ ২০১২

ফিরে এলেন আকরাম খান৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে আবারও বাংলাদেশ ক্রিকেটের প্রধান নির্বাচকের দায়িত্ব কাঁধে তুলে নিলেন তিনি৷ শনিবার দুপুরে পদত্যাগপত্র প্রত্যাহার করেন তিনি৷

https://p.dw.com/p/14IeJ
ছবি: picture-alliance/dpa

এরপর সাংবাদিকদের তিনি বলেন, ফিরে এলেও পদত্যাগের সিদ্ধান্ত সঠিক ছিল৷ স্বাধীনভাবে কাজ করতে পারছিলাম না বলে পদত্যাগ করেছিলাম৷ দেশের ক্রিকেটের স্বার্থে ঐ সিদ্ধান্ত নেয়ার দরকার ছিল৷

আকরাম বলেন, ‘ক্রিকেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যথেষ্ট আগ্রহ রয়েছে৷ ৫০ মিনিটের বেশি সময় ধরে তিনি আমার সঙ্গে ক্রিকেট নিয়ে কথা বলেছেন৷ যে সমস্যাগুলো হচ্ছে সেটা আর হবেনা বলে প্রধানমন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন৷''

এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা নিয়ে বিসিবির সঙ্গে দ্বন্দ্বের জেরে বুধবার পদত্যাগ করেছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক৷ পরে বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী আকরামকে গণভবনে ডেকে নিয়ে দায়িত্বে ফিরতে বলেন৷

Ehemaliger Cricket-Spieler Akram Khan mit dem Pokal des International Cricket Council
আকরাম খান ফিরলেনছবি: AP

১৯৯৭ সালে বাংলাদেশের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জয়ের অন্যতম নায়ক ছিলেন তৎকালীন অধিনায়ক আকরাম৷ ২০০৩ সালে টেস্ট ও ওয়ানডে থেকে অবসর নেওয়ার পর ২০০৪ সালে প্রথম শ্রেণির ক্রিকেট থেকেও বিদায় নেন তিনি৷ এরপর ২০১১ সালের এপ্রিলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাঁকে প্রধান নির্বাচকের দায়িত্ব দেয়৷

এদিকে আগামীকাল রবিবার থেকে ঢাকায় শুরু এশিয়া কাপ ক্রিকেট৷ প্রথম ম্যাচ হবে বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে৷ মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর দুইটায়৷ পরের ম্যাচটি হবে ভারত আর শ্রীলঙ্কার মধ্যে, ১৩ তারিখে৷ আর বাংলাদেশের পরবর্তী খেলা ভারতের সঙ্গে, ১৬ তারিখ৷ শ্রীলঙ্কার সঙ্গে খেলা ২০ তারিখ৷

এশিয়া কাপের ফাইনাল হবে ২২ তারিখ৷ সবগুলো খেলাই হবে দিবারাত্রির৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য