1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশ-ভারত

৪ এপ্রিল ২০১২

ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি ৫ই মে বাংলাদেশে আসছেন৷ তাঁর এই সফরে তিস্তার পানিবণ্টন নিয়ে অগ্রগতির খবর জানতে চায় বাংলাদেশ সরকার৷ আর ভারতের আন্তঃনদী সংযোগের বিষয়টি নিয়েও উদ্বেগ আছে সরকারের৷

https://p.dw.com/p/14XBg
ছবি: AP

এবার প্রণব মুখার্জি ঢাকা আসছেন বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের আমন্ত্রণে৷ তাঁর সফরের মূল উদ্দেশ্য ঢাকায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকীর সমাপনী অনুষ্ঠানে যোগ দেয়া৷ বাংলাদেশ-ভারত মিলে গত এক বছর ধরে যে অনুষ্ঠানমালার আয়োজন করেছে তা শেষ হবে ৬ই মে – জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী৷

তিনি ডয়চে ভেলেকে জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে প্রণব মুখার্জি দেখা করবেন৷ বৈঠক হবে অর্থমন্ত্রীর সঙ্গে৷ সেই বৈঠকে দ্বিপাক্ষিক অর্থ আর বাণিজ্য সম্পর্ক নিয়ে কথা হবে৷ তবে সেই সাথে প্রণব মুখার্জির কাছ থেকে তিস্তার পানি চুক্তি নিয়ে সর্বশেষ অগ্রগতি সম্পর্কে জানতে আগ্রহী সরকার৷

ডয়চে ভেলের ভিন্ন এক প্রশ্নের জবাবে ড. গওহর রিজভী বলেন, ভারতের আন্তঃনদী সংযোগ যদি বাংলাদেশের জন্য কোন ক্ষতির কারণ হয় তাহলে বাংলাদেশ অবশ্যই তার প্রতিবাদ জানাবে৷ তবে তার আগে আমাদের জানতে হবে, ভারত আসলে কী করতে যাচ্ছে৷

প্রণব মুখার্জি'র পরিচিতি ‘বাংলাদেশের বন্ধু' হিসেবে৷ ২০১০ সালের আগস্টে এই ‘বন্ধু' বাংলাদেশে ছুটে এসেছিলেন ঢাকা-দিল্লি চুক্তি'র বাস্তবায়নে ধীর গতির কারণে ক্ষুব্ধ ঢাকাকে আশ্বস্ত করতে৷ সেই যাত্রায় তিনি বরফ গলাতে সক্ষম হন৷ আর এবার তিস্তা চুক্তি নিয়ে দীর্ঘসূত্রতার ফলে আবার কালো মেঘ জমেছে৷ বিশ্লেষকরা দেখতে চান প্রণবের ঢাকা সফরে সেই মেঘ সরে যাওয়ার কোন বার্তা আসে কিনা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য