1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফুটবলে সার্টিফিকেট

৬ ফেব্রুয়ারি ২০১২

ফুটবল অত্যন্ত জনপ্রিয় খেলা৷ খেলোয়াড়দের পাশাপাশি ইদানিং কোচ এবং ম্যানেজারও লাইমলাইটে চলে আসছেন৷ মোটা অঙ্কের অর্থ দিয়ে বিভিন্ন ক্লাবের সঙ্গে ম্যানোজাররাও চুক্তিবদ্ধ হচ্ছেন৷ কিন্তু কীভাবে একজন সফল ফুটবল ম্যানেজার হওয়া যায়?

https://p.dw.com/p/13xgN
ফুটবল জগতেও সার্টিফিকেটের দাম আছেছবি: picture-alliance / Sven Simon

জার্মানিতে হেনেস-ভাইসভাইলার অ্যাকাডেমি চালু করেছে নতুন একটি কোর্স৷ ফাখহোখশুলে এর্ডিং -এর অন্তর্ভুক্ত এই কোর্স৷ এর সুবাদে যে কেউ হতে পারবে ‘সার্টিফাইড ফুটবল ম্যানেজার'৷

ফুটবল ম্যানেজার বা ট্রেনার হতে চাইলে হেনেস-ভাইসভাইলার অ্যাকাডেমি'তে একটি কোর্স করা প্রয়োজন৷ পড়াশোনার পাশাপাশি থাকবে বিভিন্ন সেমিনার এবং ওয়ার্কশপে অংশগ্রহণ৷ কোন ফুটবল দলের ট্রেনার হতে হলে বন শহরের কাছে হেনেফ'এর হেনেস-ভাইসভাইলার অ্যাকাডেমিতে কিছুদিন সময় কাটাতে হবে৷ এতদিন পর্যন্ত এই বিষয়টি নিয়ে পড়াশোনার কোন সুযোগ ছিল না৷ এই প্রথম পেশাদার ফুটবল ম্যানেজার তৈরি করার দায়িত্ব নিয়েছে হেনেস-ভাইসভাইলার অ্যাকাডেমি৷ কোর্সের মেয়াদ ১০ মাস৷

Frank Wormuth Hennes-Weisweiler-Akademie
হেনেস-ভাইসভাইলার অ্যাকাডেমির প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন ফ্রাঙ্ক ভরমুটছবি: picture alliance/dpa

ডিসেম্বর মাস৷ বৃষ্টি পড়ছে৷ ফ্রাঙ্কফুর্টে জার্মান ফুটবল সংগঠন ডিএফবি-তে ছয়জন ‘সার্টিফাইড ম্যানেজার' দাঁড়িয়ে আছে৷ আজকে তাদের কাজ হচ্ছে ফুটবল টিমের জন্য একটি ‘ফাইন্যান্স' প্ল্যান তৈরি করা৷ কোর্সের শেষে ফুটবল টিমের সঙ্গে কাজ করতে হয়৷ ফ্রাঙ্কফুর্টে তিনদিন ডিএফবি'র সঙ্গে কাটানোর পর আবারো বিশ্ববিদ্যালয়ে ফেরা৷ কী শেখা হল, সমস্যা কোথায়, সময়মত প্ল্যান দাঁড় করানো গেছে কিনা – এসব নিয়ে আলোচনা করা হবে৷ যারা কোর্স করছে তাদের মধ্যে রয়েছেন ৩১ বছর বয়স্ক রোলান্ড বেনস্নাইডার৷ একসময়ের ফুটবলার তার পেশা পাল্টাচ্ছেন৷ তবে খুব সহজেই সব কিছু করা সম্ভব হচ্ছে না৷ রোলান্ড জানান,‘‘আমি এসভি এলভ্যার্সব্যর্গ থেকে একটি অফার পেয়েছি৷ সেখানে খেলাধুলা বিভাগের ডিরেক্টর হয়ে কাজ করার৷ সেখানে তাত্ত্বিক অনেক কিছু আমাকে শেখাতে হবে৷ তাই আমি দশ মাসের এই কোর্স করছি৷ সকার ম্যানেজার হতে চাচ্ছি৷''

চাই অনেক সময়, করতে হবে অনেক পরিশ্রম

একটি টিমকে ফাইন্যান্স করা বা আর্থিক বিভিন্ন বিষয়ের দিকে নজর রাখার পাশাপাশি আইনগত বিভিন্ন দিকও শিখতে হচ্ছে৷ রয়েছে রিক্রুটিং এবং মার্কেটিং এর মত বিষয়৷ যেকোন ফুটবল টীমের সঙ্গে কাজ করতে হবে কিছুদিন – এরপরেই কোর্স শেষ হবে৷ তবে অনেকেই এই কোর্সের পাশাপাশি কাজ করছেন৷ এটা একটু সমস্যার সৃষ্টি করছে৷ রোলান্ড আক্ষেপ করলেন সময় না পাওয়ার জন্য,‘‘ মাঝে মাঝে মন হয় খুবই কম সময় পাচ্ছি কাজ করার, পড়াশোনা করার৷ বলা যেতে পারে আমি ২৪ ঘণ্টাই কাজ করছি৷ অনেক কিছু করতে হয়, পড়তে হয়৷ তাত্ত্বিক বিষয়গুলো সম্পর্কে খুব ভাল জ্ঞান থাকা প্রয়োজন৷ বেশ কঠিন কাজ৷ কেউ যদি একটু সময় বের করতে পারে এসবের জন্য তাহলে কিন্তু খুব বেশি চাপ পড়বে না৷''

Roland Benschneider Certified Soccer Manager
‘সার্টিফাইড ফুটবল ম্যানেজার' হিসেবে স্বীকৃতি পেয়েছেন রোলান্ড বেনশ্নাইডারছবি: DW

এই কোর্স দেউলিয়া হওয়ার হাত থেকে ক্লাবগুলোকে রক্ষা করবে

ফাখহোখশুলে এর্ডিং এই কোর্সের সুযোগ দিচ্ছে তবে এর পাশাপাশি বিভিন্ন ফুটবল ক্লাবও কাজ করছে৷ কারণ গত কয়েক বছরে বেশ কিছু ক্লাব নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে, হারাতে হয়েছে লাইসেন্স৷ এসব প্রতিহত করতে ক্লাবগুলোও চাচ্ছে এমন কেউ ক্লাবের হাল ধরুক যার অর্থনীতি এবং ব্যবস্থাপনা সম্পর্কে স্পষ্ট এবং ভাল ধারণা রয়েছে৷ এসব কারণে ক্লাবগুলোও বলছে যে পেশাদার ম্যানেজার এবং ট্রেনারের প্রয়োজন৷ তাই কোর্সের প্রয়োজনে যখন কাউকে ক্লাবে পাঠানো হয় তখন ক্লাবগুলো পূর্ণ সহযোগিতা করে৷ অধ্যাপক অলিভার হাস জানান,‘‘ ফুটবল জনপ্রিয় খেলা৷ বলা যেতে পারে একটি ক্লাবের সবকিছুই রয়েছে৷ খেলার সরঞ্জাম রয়েছে, খেলোয়াড়ও রয়েছে৷ এসব নিয়ে আমরা মাথা ঘামাই না৷ ফুটবল দারুণ খেলা৷ এটাকে বেশ গুরুত্ব সহকারে দেখা হয়৷ তাই আমরাও চাই আর্থিকভাবে একটি ক্লাব সচ্ছল থাকুক৷''

আগে দেখা যেত ১৫ বা ২০ বছর ফুটবল খেলার পর একজন খেলোয়াড় ম্যানেজারের দায়িত্ব পালন করছেন৷ আর্থিক লেনদেন নিয়ে তার কোন ধরণের ধারণা নেই৷ অথচ ফুটবল ম্যানেজার হিসেবে ক্যারিয়ার শুরু করে দিয়েছেন৷ তবে ইদানিং দেখা হয় ব্যবস্থাপনা বিষয় নিয়ে পড়াশোনা করা হয়েছে কিনা, কোন ধরণের কাজের অভিজ্ঞতা রয়েছে কিনা৷ অধ্যাপক হাস আরো জানান,‘‘আমার মনে হয় প্রতিটি ক্লাবের ওপর এই চাপটি আছে৷ এর পাশাপাশি প্রতিটি ব্যাংকও সাবধান হয়ে গেছে৷ চাইলেই এখন আর এত সহজে ক্লাবগুলোকে টাকা ধার দিচ্ছে না৷ তারা অনেক কিছু দাবি করে, অনেক কিছু খতিয়ে দেখতে চায়৷ আগের চেয়ে সবকিছু এখন অনেক জটিল হয়েছে৷ ক্লাবগুলোও আর্থিক যোগানের জন্য হিমশিম খাচ্ছে৷ ব্যাংক প্রায়ই প্রশ্ন করে,‘‘ক্লাবের ফাইন্যান্স ডিপার্টমেন্টের দায়িত্বে কে? তার অভিজ্ঞতা কেমন? আগে কোথায় কাজ করেছে?'' আর এসব কারণেই ফুটবল টীমের জন্য যোগ্য ম্যানেজার খুঁজতে উঠে পড়ে লেগেছে ক্লাবগুলো৷ দশ বছর আগেও তা দেখা যায়নি৷''

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য