1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২২ জানুয়ারি ২০১৩

বাংলাদেশের পুলিশ বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে না বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী৷ আর জঙ্গি ও স্বাধীনতা বিরোধীদের দমনে পুলিশের একটি বিশেষ দল গঠনের কথাও জানান তিনি৷

https://p.dw.com/p/17OqX
Police arrest an activist of the Bangladesh Nationalist Party (BNP), suspected of vandalising a bus during a nationwide blockade in Kachpur near Dhaka December 9, 2012. Police fired rubber bullets and tear gas to disperse protesters staging blockades across Bangladesh on Sunday as part of an opposition campaign for an independent caretaker administration to oversee next year's national election. REUTERS/Andrew Biraj (BANGLADESH - Tags: POLITICS CIVIL UNREST)
ছবি: Reuters

পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ অনুষ্ঠান পরিদর্শন শেষে তিনি সমবেত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন৷ তিনি জানান, পুলিশের সুযোগ সুবিধা বাড়ানো হবে৷ পুলিশকে আনা হবে আধুনিক তথ্য প্রযুক্তির আওতায়৷ তবে পুলিশকেও পেশাদারিত্বের পরিচয় দিতে হবে৷ দেশের মানুষের সেবায় আত্মনিয়োগ করতে হবে৷ জঙ্গি দমনে পুলিশে নতুন একটি বিশেষ ইউনিট গঠনের কথাও জানান তিনি৷ তিনি আরও বলেন, পুলিশকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে৷ দায়িত্ব পালন করতে হবে রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে৷ তবে আইন অমান্যকারীকে কোনো ছাড় দেয়া যাবেনা৷

অন্যদিকে আলাদা একটি অনুষ্ঠানে বিএনপির মুখপাত্র এবং স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেছেন, পুলিশকে এখন বিরোধী দল দমনেই ব্যবহার করা হচ্ছে৷ তবুও যদি প্রধানমন্ত্রীর বোধোদয় হয় তাহলে তাকে তিনি স্বাগত জানান৷ তিনি দাবি করেন, পুলিশে একটি বিশেষ জেলার কর্মকর্তাদের দৌরাত্ম্য চলছে৷

এদিকে পুলিশে সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ৬৭ পুলিশ সদস্যকে পদক দেন প্রধানমন্ত্রী৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য