1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানে সাবেক গভর্নরের হত্যাকারীর ফাঁসির রায়

১ অক্টোবর ২০১১

পাকিস্তানের সাবেক গভর্নর সালমান তাসিরের হত্যাকারীকে মৃত্যুদণ্ড দিলো আদালত৷ অন্যদিকে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট বোরহান উদ্দিন রব্বানিকে হত্যার পরিকল্পনা করা হয়েছিলো পাকিস্তানের মাটিতে, দাবি আফগান গোয়েন্দা সংস্থার৷

https://p.dw.com/p/12kKE
A Pakistani greets, third from right, the alleged killer of Punjab's governor Salman Taseer, as he arrives at a court in Islamabad, Pakistan, Wednesday, Jan. 5, 2011. Lawyers showered rose petals over the suspected killer of a prominent Pakistani governor when he arrived at court Wednesday and an influential Muslim scholars group praised the assassination of the outspoken opponent of laws that order death for those who insult Islam. (AP Photo/B.K. Bangash)
মালিক মুমতাজ হুসাইন কাদরিছবি: AP

গত ৪ জানুয়ারি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গভর্নর এবং ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টি পিপিপি-র অন্যতম নেতা সালমান তাসির নিহত হন তাঁরই দেহরক্ষীর গুলিতে৷ ঘটনার পরপরই দেহরক্ষী মালিক মুমতাজ হুসাইন কাদরিকে আটক করা হয়৷ পুলিশের কাছে এই হত্যাকাণ্ডের দায়িত্ব স্বীকার করেন কাদরি৷ তিনি জানান, ব্লাসফেমি আইনের সংস্কারের পক্ষ নেওয়ায় সালমান তাসিরকে হত্যা করেছেন তিনি৷ উল্লেখ্য, পাকিস্তানে ব্লাসফেমি আইনের সংস্কারের পক্ষে জোরালো কণ্ঠ ছিলেন সালমান তাসির৷ এছাড়া তালেবান এবং ধর্মীয় চরমপন্থীদের বিরুদ্ধে তিনি ছিলেন বরাবরই সোচ্চার৷

সালমান তাসিরের হত্যাকাণ্ডের রায় দেওয়া হয় রাওয়ালপিন্ডির সন্ত্রাস বিরোধী আদালতে৷ রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বসানো এই আদালতের বিচারক সালমান তাসিরের হত্যাকারী মালিক মুমতাজ হুসাইন কাদরিকে মৃত্যুদণ্ড দেওয়ার ঘোষণা দেন৷ একই সঙ্গে তাকে দুই লাখ রুপি জরিমানা করা হয়েছে বলে কাদরির আইনজীবী সুজা উর রহমান জানান৷ তবে কাদরি এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করতে পারবে বলে জানা গেছে৷

Salman Taseer, governor of Pakistan's Punjab who was assassinated 4 January 2010 Tuesday. Foto: DW/Tanvir Shahzad
পাকিস্তানের সাবেক গভর্নর সালমান তাসিরছবি: DW

এদিকে এই রায়ের সময় কাদরির সমর্থনে প্রায় হাজার খানেক মানুষ কারাগারের বাইরে বিক্ষোভ করে৷ তারা সালমান তাসিরের হত্যাকারীর মুক্তি দাবি করে৷ এক পর্যায়ে তারা সেখানকার রাস্তা আটকে দেয়৷

এদিকে আফগানিস্তানের পক্ষ থেকে নতুন এক চাপ আসলো পাকিস্তানের ওপর৷ আত্মঘাতী হামলায় সাবেক প্রেসিডেন্ট বোরহান উদ্দিন রব্বানিকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল পাকিস্তানের কোয়েটাতে, এমন তথ্য জানিয়েছে আফগানিস্তানের গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ডিরেক্টরেট অব সিকিউরিটি বা এনডিএস৷ শনিবার এক সংবাদ সম্মেলনে এনডিএস এর মুখপাত্র লুতফুল্লাহ মাশাল জানিয়েছেন, ইতিমধ্যে তারা এই তথ্য পাকিস্তানের কর্তৃপক্ষকে জানিয়েছেন৷ কোয়েটার একটি উপশহরে রব্বানিকে হত্যার চক্রান্ত করেছিলো তালেবান নিয়ন্ত্রিত কোয়েটা শুরা৷ মাশাল আরও জানান, রব্বানিকে হত্যার পর গ্রেফতার হওয়া সন্দেহভাজন জড়িতদের কাছ থেকে এই তথ্য পাওয়া গেছে৷ দুই দেশের মধ্যে চুক্তি অনুযায়ী এখন এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব পাকিস্তানের৷

পাকিস্তান সরকার এখন পর্যন্ত কোয়েটাতে তালেবান গোষ্ঠীর কোন শুরার অস্তিত্ব নেই বলে দাবি করে আসছে৷ আফগান গোয়েন্দা সরকারের নতুন তথ্য এখন তাদের সেই দাবিকে প্রশ্নবিদ্ধ করে তুললো৷ উল্লেখ্য, গত মাসে এক আত্মঘাতী হামলায় প্রাণ হারান আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও শান্তি প্রক্রিয়ার অন্যতম মধ্যস্থতাকারী বোরহান উদ্দিন রব্বানী৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান