1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পশ্চিমবঙ্গে সরকার-তৃণমূল বৈঠক নিষ্ফল

শীর্ষ বন্দ্যোপাধ্যায়২০ আগস্ট ২০০৮

সিঙ্গুরে টাটাদের গাড়ি কারখানাকে কেন্দ্র করে রাজনৈতিক অচলাবস্থা কাটার লক্ষণ এখনো দেখা যাচ্ছে না৷ তবে বুধবারের বৈঠকের পরেও আলোচনা চালু থাকবে বলে জানিয়েছেন রাজ্যের শিল্পমন্ত্রী নিরুপম সেন৷

https://p.dw.com/p/F1t5
মমতা কি শেষ পর্যন্ত নমনীয়তা দেখাবেন?ছবি: AP

বুধবার প্রায় ২ ঘন্টার বৈঠকে দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড় ছিল৷ তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, সিঙ্গুরে টাটা প্রকল্পের সামনে ২৪শে অগাস্ট থেকে তাদের যে অবস্থান কর্মসূচির পরিকল্পনা রয়েছে, তা বহাল থাকছে৷

Tata Konzern Nano Auto Indien
টাটার বৈপ্লবিক উদ্ভাবন …ন্যানো–-র উত্‌পাদন থামানো অসম্ভব - প্রশ্ন হল, পশ্চিমবঙ্গে না অন্য কোথাও?ছবি: AP

প্রথমে কথা ছিল, সরকারের তরফে শিল্পমন্ত্রী নিরুপম সেন বিরোধী দলের নেতা পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করবেন৷ মঙ্গলবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরকার যে চিঠি পাঠিয়েছিল, তাতে সেরকমই উল্লেখ ছিল৷ তা নিয়ে মমতা এক দিন আগে কটাক্ষও করেছিলেন৷ বলেছিলেন, মুখ্যমন্ত্রী নিজে আলোচনা এড়িয়ে যাচ্ছেন৷ বুধবার মহাকরণে কিছুটা অপ্রত্যাশিতভাবেই মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য নিজেই বৈঠকে যোগ দেন৷ কিন্তু সামান্য এই অবস্থান বদল ছাড়া সরকারের দিক থেকে সিঙ্গুর নিয়ে আর কোনো নমনীয়তা এদিন দেখা যায় নি - যেকারণে ক্ষুব্ধ মমতা বৈঠকের পর ডাকা এক সাংবাদিক সম্মেলনে বললেন, শিল্পের স্বার্থে তাঁরা টাটাদের গাড়ি কারখানা নিয়ে কোনো আপত্তি তোলেন নি৷ তাঁরা কেবল বলেছিলেন, অনিচ্ছুক কৃষকদের কাছ থেকে একরকম জোর করে কেড়ে নেওয়া ৪০০ একর জমি ফেরত দেওয়া হোক৷ টাটা প্রকল্পের অনুসারী শিল্পের জন্য এই ৪০০ একরের পরিবর্তে অন্য কোনো জমি নেওয়া হোক৷ কিন্তু সরকার চাইছে, টাটাদের কারখানা তৈরী হয়ে যাক - কেড়ে নেওয়া জমি ফেরত দেওয়া যাবে না, বলেন মমতা৷

শিল্পমন্ত্রী নিরুপম সেন বুধবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে জানান, কেন এই ৪০০ একর জমি ফেরত দেওয়া যাবে না - সেটা তাঁরা বিরোধীদের বুঝিয়ে বলার চেষ্টা করছেন৷ তিনি বলেন, ……টাটা মোটরের মূল প্রকল্প যেটা, ওনারা বলেছেন সেটা হোক৷ কিন্তু ওনারা ৪০০ একর জমি ফেরত দেওয়ার কথা বলেছেন৷ আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে এই জমি ফেরত দেওয়ার ক্ষেত্রে কী সমস্যা আছে, কী কী অসুবিধা আছে, সেকথা ওনাদের আমরা ব্যাখ্যা করে বলেছি৷ আমাদের কথা শোনার পর ওনারা বলেছেন, ওনারা নিজেরা গিয়ে আলোচনা করবেন এবং কীভাবে সম্ভব সেবিষয়ে ওনাদের কাছে যে কাগজপত্র আছে, সেটা ওনারা আমাদের কাছে দেবেন৷ আমরা আবার আলোচনায় বসবো এবং একটা সমাধানে পৌঁছানোর চেষ্টা করবো৷