1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারত

১৩ সেপ্টেম্বর ২০১২

ভারতের তামিলনাড়ু রাজ্যে কুড়ানকুলাম পরমাণু বিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ ছড়িয়ে পড়ছে৷ প্রতিবাদকারীরা সমুদ্রে নেমে জল সত্যাগ্রহ শুরু করে৷ সরকারের অভিযোগ, এই আন্দোলনের পেছনে বিদেশি সংস্থার মদত আছে৷

https://p.dw.com/p/167xh
A woman living near Kudankulam atomic plant holds a placard as she participates in an anti-nuclear protest in New Delhi, India, Thursday, Dec. 8, 2011. The protesters demanded scrapping of projects that endanger people's safety and threaten livelihoods, according to a press release. (AP Photo/ Manish Swarup)
ছবি: AP

দক্ষিণী রাজ্য তামিলনাড়ুর কুড়ানকুলাম পরমাণু বিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ ক্রমশই ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকায়৷ প্রতিবাদকারীরা বৃহস্পতিবার পরমাণু কেন্দ্রের কাছে সমুদ্রে বুক জলে নেমে মানব শৃঙ্খল তৈরি করে৷ এদের মধ্যে বেশিরভাগ মহিলা ও শিশু৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কড়া পুলিশ পাহারা রাখা হয়৷ কুড়ানকুলাম শহর কার্যত সিল করে দেয়া হয়৷ বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালানো হয় নেতাদের গ্রেপ্তার করতে৷

এই আন্দোলন যেভাবে ছড়িয়ে পড়ছে, তাতে সরকারের সন্দেহ, এর পেছনে বিদেশি এনজিওগুলির হাত আছে৷ প্রধানমন্ত্রী দপ্তরের প্রতিমন্ত্রী নারায়নস্বামী সংবাদ মাধ্যমকে বলেন, ঐ এলাকায় ৬টি এনজিও সক্রিয়৷ তারা বিদেশ থেকে টাকা পায়৷ স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয়৷ একজন জার্মান নাগরিককে ঐ এলাকায় অকারণে ঘোরাফেরা করতে দেখা যায়৷ তাঁকে ফেরৎ পাঠানো হয়৷ কাজেই বিদেশি এজেন্সিগুলির কায়েমি স্বার্থ জড়িত বলে মনে করা হচ্ছে৷ তাঁরা পরমাণু কেন্দ্র চাইছেনা বলে বিক্ষোভে মদত দিচ্ছে, বলেন প্রধানমন্ত্রী দপ্তরের প্রতিমন্ত্রী৷

A scientific officer works in the control room of the Kalpakkam Atomic Center at Kalpakkam, around 65 kilometers (41 miles) south of Madras, India, Tuesday Dec. 28, 2004. India's government said Tuesday that the nuclear power plant that was damaged by tidal waves on Sunday in southern India was safe and there was no threat of radiation. (AP Photo/M. Lakshman)
ভারতের কালপাকাম পরমাণু কেন্দ্রের ভেতরের দৃশ্যছবি: AP

উল্লেখ্য, মধ্যপ্রদেশে নর্মদা নদীর ওপর ওঙ্কারেশ্বর ও ইন্দিরা সাগর বাঁধের জলের মাত্রা কম করার দাবিতে জল সত্যাগ্রহ করে প্রতিবাদকারীরা সরকারকে তাঁদের দাবি মানতে বাধ্য করে৷ এটাকেই এবার হাতিয়ার করেছে কুড়ানকুলাম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বিরোধী আন্দোলনকারীরা৷ গত এক বছর ধরে চলা এই গণ আন্দোলন এক নতুন মাত্রা পেল৷

আন্দোলনকারীদের দাবি চারটি৷ পরমাণু চুল্লিতে ইউরেনিয়াম জ্বালানি ভরার কাজ বন্ধ রাখা, আন্দোলনের নেতাদের গ্রেপ্তার না করা, যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের মুক্তি দেয়া এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়া৷

এদিকে কুড়ানকুলাম পরমাণু কেন্দ্রে জ্বালানি ভরার কাজ স্থগিত রাখার আর্জি বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যায়৷ আন্দোলনকারীদের আইনজীবী প্রশান্তভূষণ যথেষ্ট সুরক্ষাকবচ নেই – এই যুক্তিতে জ্বালানি ভরা বন্ধ রাখার এই আর্জি জানান৷ আদালত সরকারকে বলেছেন, পরমাণু নিয়ন্ত্রক পর্ষদের সুপারিশ করা ১৭টি রক্ষাকবচ এখনো কার্যকর হয়নি৷

সরকারের তরফে বলা হয়, এইসব সুরক্ষাকবচ মৌলিক নয়, অতিরিক্ত৷ মূল সুরক্ষা ব্যবস্থা উন্নত৷ বিপর্যয়ের আশঙ্কা নেই৷ রাশিয়ার সহায়তায় নির্মিত কুড়ানকুলাম পরমাণু কেন্দ্রের দুটি ইউনিটে ২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

সম্পাদনা: সঞ্জীব বর্মন