1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আগামী জামিন

১২ মে ২০১২

বাংলাদেশে হরতালের মামলায় শেষ পর্যন্ত বিএনপিসহ বিরোধী ১৮ দলের ৪৫ নেতা-কর্মীকে নিম্ন আদালতেই আত্মসমর্পণ করতে হচ্ছে৷ চার্জশিট দাখিলের পর আগাম জামিন আর কোন কাজে আসছে না বলে মনে করেন আইনজ্ঞরা৷

https://p.dw.com/p/14uId
Bangladesh opposition party BNP observes Hartal (strike ) on April 21, 2012. Dhaka Correspondent Samir Kumar Dey has taken the photos and he gave DW the permission to use
ছবি: DW/S.K.Dey

গত ২৯শে এপ্রিল হরতালের রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপিসহ ১৮ দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়৷ সেই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগিরসহ ১৮ দলের ৪৫ জন নেতা-কর্মীর বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়৷ এর আগেই নেতারা হাইকোর্টে গিয়ে ৭ দিনের আগাম জামিন পান৷ হাইকোর্টের বিভক্ত রায়ে আরেকজন বিচারপতি অবশ্য পুলিশ রিপোর্ট দেয়া পর্যন্ত তাদের জামিন দিয়েছেন৷ আইনজ্ঞ এ্যাডভোকেট আনিসুল হক মনে করেন চার্জশিট দেয়ার পর এখন আর হাইকোর্টের আদেশের কার্যকারিতা নেই৷ নেতাদের নিম্ন আদালতেই আত্মসমর্পণ করতে হবে৷

বিএনপিসহ ১৮ দলের নেতাদের আইনজীবী এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনও মনে করেন হাইকোর্টের আদেশ থেকে এখন আর সুবিধা নেয়ার আইনগত সুযোগ নেই৷ কারণ আগাম জামিনের ৭ দিন শেষ হয়ে গেছে৷ আর পুলিশ রিপোর্ট দেয়া পর্যন্ত জামিন এখন আর কার্যকর নয়৷ কারণ পুলিশ এরিমধ্যে চার্জশিট দিয়েছে৷ তাই কাল তারা তৃতীয় বিচারপতির কাছে নিম্ন আদালতে আত্মমর্পণের সময় চাইবেন৷

আইনজ্ঞরা মনে করেন কাল যদি তৃতীয় বেঞ্চ বিএনপিসহ ১৮ দলের নেতাদের নিম্ন আদালতে আত্মসমর্পণের জন্য কোন বাড়তি সময় না দেন তাহলে তারা গ্রেফতার ঝুঁকির মধ্যে পড়ে যাবেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য