1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নায়াগ্রা জলপ্রপাত

১৬ জুন ২০১২

কাজটা সেরে ফেললেন নিক ওয়ালেন্ডা৷ দড়ির ওপর হেঁটে নায়াগ্রা ফলস পেরিয়ে ইতিহাসে জায়গা করে নিলেন তিনি৷ এখন অভিনন্দনের বন্যা৷ এর পরের গন্তব্য গ্র্যান্ড ক্যানিয়ন৷ যা আরও কঠিন কাজ৷

https://p.dw.com/p/15GR6
Tightrope walker Nik Wallenda walks the high wire from the U.S. side to the Canadian side over the Horseshoe Falls in Niagara Falls, Ontario, June 15, 2012. REUTERS/Mark Blinch (CANADA - Tags: SOCIETY)
ছবি: Reuters

নায়াগ্রা জলপ্রপাতের নাম কে না জানে৷ মার্কিন যুক্তরাষ্ট্র আর ক্যানাডার সীমান্তের এই বিশ্বখ্যাত জলপ্রপাতের আকার আকৃতি বিশাল৷ সেই নায়াগ্রার সবচেয়ে কঠিন জায়গায়, তীব্র বুনো বাতাস আর প্রবল জলের ছাঁট সামলাতে সামলাতে দড়ির ওপর দিয়ে হেঁটে সেটাকে পেরিয়ে গেল একজন মানুষ৷ হাজার হাজার দর্শক তার সাক্ষী৷ আয়োজক এবিসি টিভি চ্যানেলের অনুরোধে অ্যাক্রোব্যাট নিক ওয়ালেন্ডা শরীরে একটা আলাদা দড়ি বেঁধেছিলেন, যাতে করে পা পিছলিয়ে গেলে প্রাণে না মারা যান৷ কিন্তু একবারের জন্যও পা পিছলোয় নি৷ মাত্র পঁচিশ মিনিটে সেই ভয়ংকর পথ পেরিয়ে গেছেন নিক৷ বিশ্বরেকর্ড এখন তাঁর দখলেই৷ কারণ এর আগে কেউই নায়াগ্রার সবচেয়ে বিপদসংকুল জায়গাটি পেরোনোর চেষ্টাই করেন নি দড়ির ওপরে হেঁটে৷

গত শতকে অন্তত ১৪ জন এই নায়াগ্রাকে দড়ির ওপরে হেঁটে পেরোনোর চেষ্টা করেছিলেন৷ তাঁদের মধ্যে কেউ কেউ সফল হয়েছেন৷ তবে সেসবই করা হয়েছে অপেক্ষাকৃত শান্ত এলাকায়৷ যেখানে বাতাসের হামলা বা জলকণার হামলা এতটা তীব্র নয়৷ দু'একটি দুর্ঘটনার পর নায়াগ্রাকে এভাবে পারাপার করা নিষিদ্ধ ঘোষণা করা হয়৷ নিকের ক্ষেত্রে অবশ্যি অনুমতি মিলতে দেরি হয়নি৷ কারণ এমনিতেই তিনি নামজাদা অ্যাক্রোব্যাট৷ আর কাজটা সাফল্যের সঙ্গে করে নিক ওয়ালেন্ডা প্রমাণ করে দিয়েছেন, একাগ্রতা আর চেষ্টায় সবকিছুই করা যায়৷

Tightrope walker Nik Wallenda waves as he nears the end of his walk on the high wire from the U.S. side to the Canadian side over the Horseshoe Falls in Niagara Falls, Ontario, June 15, 2012. REUTERS/Mike Cassese (CANADA - Tags: SOCIETY)
দড়ির ওপর হাটছেন নিক ওয়ালেন্ডাছবি: Reuters

নিকের স্ত্রী এবং দুই সন্তান ঘটনাস্থলেই ছিলেন৷ ৮৪ বছরের বৃদ্ধ বাবার সঙ্গে সারাক্ষণ হেডফোনে যোগাযোগ রেখেছিলেন নিক নায়াগ্রা পার করার সময়৷ বলেছেন, ‘আমার বাবাই আমার প্রেরণা৷' নিক ওয়ালেন্ডার পরিবারকে অ্যাক্রোব্যাট দুনিয়া ফ্লাইং ওয়ালেন্ডা পরিবার নামেই জানে৷ সাত পুরুষ ধরে এই দড়ির ওপরে চলাফেরা করছে ওয়ালেন্ডা পরিবার৷ নিকের বাবা টেরি ট্রোফার ওয়ালেন্ডাও যৌবনে নামজাদা অ্যাক্রোব্যাট ছিলেন৷

নায়াগ্রাকে জয় করেই নিকের ঘোষণা ‘এবার গ্র্যান্ড ক্যানিয়ন পেরোব৷ অনুমতি আমার নেওয়া আছে৷' জেনে রাখা ভালো, নায়াগ্রার থেকেও সে কাজ অনেক বেশি বিপদসংকুল এবং অনেক দীর্ঘ৷ তবে, নায়াগ্রাকে যেভাবে সহজে জয় করেছেন নিক ওয়ালেন্ডা, তাতে গ্র্যান্ড ক্যানিয়নটাও তিনিই জয় করতে পারবেন বলে মনে করছে নিকের ভক্তকূল৷

এসইউবি(এএফপি,এপি)/আরআই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য