1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নারীর ক্ষমতায়নের বিকল্প নেই

হাফসা হোসাইন১২ ডিসেম্বর ২০০৮

সেই আদিকাল থেকেই নারী মানেই যেন সাজানো কোন এক জীবন্ত পুতুল৷ চার দেয়ালেই যার বিচরণ৷ ছোটবেলা থেকেই যার স্বপ্ন সুনিপুণা ঘরণী হওয়া৷ কিন্তু সময় এখন অনেক পাল্টেছে৷ পুরুষের পাশাপাশি নারীর বিচরণ এখন সবখানেই৷

https://p.dw.com/p/GFD7
সারা বিশ্বের মতো বাংলাদেশ কিংবা ভারতের মতো উন্নয়নশীল দেশগুলোতে নারীর ক্ষমতায়ন আজ একটি গুরুত্বপূর্ণ বিষয়৷ছবি: AP

শিক্ষা কিংবা যে কোন পেশাতেই আজ শানিত প্রতিভার স্বাক্ষর রাখছে নারী৷ পৃথিবীর গন্ডি পেরিয়ে আজ মহাকাশ জয়েও ছুটছেন নারীরা৷

কিন্তু নারীর এই জয় জয়কারের মাঝেও আর্থ- সামাজিক প্রেক্ষাপটে ক্ষমতার মূল কেন্দ্রটিতে নারীর অবস্থান আজ কতটুকু ? জীবনের নানা ক্ষেত্রে নিজের মতামত কিংবা সিদ্ধান্তকে কতটুকু প্রতিষ্ঠিত করতে পারছেন একজন নারী? নারীর প্রকৃত ক্ষমতায়নই বা কতটুকু প্রতিষ্ঠিত?

সারা বিশ্বের মতো বাংলাদেশ কিংবা ভারতের মতো উন্নয়নশীল দেশগুলোতে নারীর ক্ষমতায়ন আজ একটি গুরুত্বপূর্ণ বিষয়৷ কিন্তু তারপরও পারিবারিক, সামাজিক নানা স্তরে আজও তার পূর্ণ বাস্তবায়ন নেই৷

নারীর ক্ষমতায়ন ভারতের আর্থ সামাজিক বিকাশের ধারার একটি অবিচ্ছেদ্য অংশ হলেও শিক্ষা, স্বাধীনতা, কর্মসংস্থান এবং সমতার দিক থেকে আজও তা অনর্জিত৷ তা সে শহরেই হোক কিংবা গ্রামে৷ ভারত সরকারের নারী কল্যাণ কর্মসূচিতে অর্থনৈতিক স্বনির্ভরতা, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর যোগ্য ভূমিকা, নারী শিক্ষা, স্বাস্থ্য সুবিধা, সমান কাজে সমান পারিশ্রমিক, সামাজিক ও পারিবারিক নিরাপত্তা, জমি-জমা সম্পত্তির উপর মেয়েদের সমান অধিকারের কথা বলা হয়েছে৷ বলা হয়েছে নারীর প্রতি সব ধরনের বৈষম্য দূর করতে আইনী ব্যবস্থাকে শক্তিশালী করা এবং সামাজিক দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনার কথাও৷ কিন্তু তার সফল রূপায়ন আজও হয়নি৷ বিশেষ করে গ্রামীণ এবং দলিত বা আদিবাসী অধ্যুষিত এলাকাগুলোর কথা তো বলাই বাহুল্য৷ অশিক্ষা এবং দারিদ্র্যের কারণে নিজের পরিবারেই অবহেলার শিকার মেয়েরা৷ স্কুলের দরোজা তাদের জন্য একরকম বন্ধই বলা যায়৷ কাজের ন্যায্য মজুরি যেন স্বপ্নের মতো৷ সহিংসতা আর নিপীড়ন নিত্যসঙ্গী৷

ভারতের জাতীয় মহিলা কমিশনের সদস্য মঞ্জু হেমব্রম-এর মতে, ভারতে সংস্কৃতিই আসলে নারীর ক্ষমতায়নের পথে প্রধান বাধা৷ বাল্য বিবাহ, সিদ্ধান্ত গ্রহণে নারীদের যুক্ত না করা এর অন্যতম প্রধান কারণ৷ রাজনীতিতে নারীর অংশগ্রহণ আরো বাড়লে, পুরুষশাসিত সমাজের মানসিকতায় পরিবর্তন না এলে নারীর প্রকৃত ক্ষমতায়ন সম্ভব নয় বলে মন্তব্য মঞ্জু হেমব্রমের৷

একই মন্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রোবায়েত ফেরদৌসের৷ এর সঙ্গে তিনি নারীর ক্ষমতায়নের মূল কেন্দ্রবিন্দুতে যুক্ত করলেন অর্থনৈতিক স্বনির্ভরতার বিষয়টি৷