1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নভেম্বরে শুরু হচ্ছে চীনের প্রথম মঙ্গল অভিযান

২২ ফেব্রুয়ারি ২০১১

মহাকাশ গবেষণায় আরও এগিয়ে যেতে চায় চীন৷ তাই এ বছরের নভেম্বরে প্রথমবারের মত মঙ্গল গ্রহে অভিযান শুরু করতে যাচ্ছে দেশটি৷ তবে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ২০০৯ সালের অক্টোবরে অভিযান শুরু হবার কথা ছিল৷

https://p.dw.com/p/10LYF
মঙ্গলগ্রহের ছবিছবি: NASA /AP

রাশিয়ার তৈরি রকেটে করে মঙ্গলের দিকে ছুটে যাবে চীনের নভোযান ‘ইংহু-১'৷ মঙ্গলের পরিবেশ পরীক্ষা-নিরীক্ষা করে দেখবে সেটি৷ তবে মূল উদ্দেশ্য থাকবে পানি বিষয়ে৷ মানে, একসময় পৃথিবীর উপরিভাগে থাকা প্রচুর পানির পরিণতি কী হলো সেটা জানার চেষ্টা করবে ইংহু-১৷

বর্তমানে চাঁদে অভিযান চালাচ্ছে চীনের ‘চেঙ্গি-২' নভোযান৷ আর ২০১৩ সালে যাবে ‘চেঙ্গি-৩'৷

উল্লেখ্য, মঙ্গল গ্রহে প্রথম অভিযান চালায় মার্কিন মহাকাশ সংস্থা নাসা৷ ১৯৬৫ সালে৷ আর নভোযানটির নাম ছিল ‘মেরিনার-৪'৷

তবে ১৯৯৬ সালে ‘ মার্স পাথফাইন্ডার' নভোযান দিয়ে চালানো নাসা'র অভিযানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল৷ কারণ ঐ নভোযানে ‘সোজার্নার' নামক একটি রোবোটিক যান ছিল, যেটা মঙ্গল গ্রহের এরিস উপত্যকায় অবতরণ করে৷ এবং সেখান থেকে চমৎকার সব ছবি তুলে পাঠিয়েছিল৷ আর এসব ছবি দেখেই জনগণের মাঝে বেশ উৎসাহ দেখা দিয়েছিল৷

উল্লেখ্য, সৌরজগতের চতুর্থ গ্রহ হচ্ছে মঙ্গল৷ পৃথিবী থেকে দেখলে অনেকটা লাল মনে হয় মঙ্গলকে৷ তাই এর অপর নাম ‘লাল গ্রহ'৷ মঙ্গলে পৃথিবীর মত ভূ-ত্বক রয়েছে৷ যেখানে রয়েছে চাঁদের মত অসংখ্য খাদ, আর পৃথিবীর মত আগ্নেয়গিরি, মরুভূমি ও মেরুদেশীয় বরফ৷ সৌর জগতের সর্ববৃহৎ পাহাড়ও এই গ্রহে অবস্থিত৷ যার নাম অলিম্পাস মন্স৷ রয়েছে সর্ববৃহৎ গভীর গিরিখাত৷ যার নাম ভ্যালিস মেরিনারিস৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী