1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন দিল্লিতে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০১১

১৪ নভেম্বর ২০১১

আজ থেকে নতুন দিল্লিতে শুরু হলো ৩১তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা৷ চলবে ২৭শে নভেম্বর অবধি৷ দেশবিদেশের ৬-হাজার কোম্পানি তুলে ধরেছে তাদের বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী৷

https://p.dw.com/p/13AIx
Pranab Mukherjee
ইউরোজোনের ঋণ সংকট নিয়ে চিন্তিত ভারতের অর্থমন্ত্রীছবি: UNI

মেলার থিম হলো ভারতীয় হস্তশিল্প: ঈশ্বরপ্রদত্ত হাতের যাদু৷ পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড্ হলো পার্টনার স্টেট৷

নতুন দিল্লির প্রগতি ময়দানে থেকে শুরু হলো এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা৷ উদ্বোধন করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় তাঁর ভাষণে উদ্বেগ প্রকাশ করে বললেন, ইওরোজোনের ঋণ সঙ্কটের ছায়া পড়েছে দেশের স্বল্প মেয়াদি প্রবৃদ্ধির ওপর৷ কিছু উন্নত দেশ নিজেদের মাথা বাঁচাতে সংরক্ষণবাদের আশ্রয় নিচ্ছে, যেটা দুশ্চিন্তার বিষয়৷ ভারত তা সত্বেও ২০১৫ সাল নাগাদ বিশ্বে তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে উঠে আসবে, এমনটাই বললেন অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়৷

মেলায় পার্টনার স্টেট হিসেবে পশ্চিমবঙ্গ প্যাভিলিয়ানের দিকে সকলের দৃষ্টি৷ অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তাঁর বক্তব্যে দেশবিদেশের মানুষের কাছে পশ্চিমবঙ্গকে তুলে ধরলেন আকর্ষণীয় পর্যটনস্থল হিসেবে৷ পশ্চিমবঙ্গ প্যাভিলিয়ানে তাই হস্তশিল্পের সঙ্গে স্থান পেয়েছে পাহাড়-ডুয়ার্স-দিঘা-সুন্দরবনের মত পর্যটকস্থল৷ প্রতি বছরের মত শিল্প ও তথ্য প্রযুক্তিক্ষেত্রে বিনিয়োগের পাশাপাশি জোর দেয়া হয়েছে পাট তথা কৃষি বিপণনের ওপর৷

পশ্চিমবঙ্গে শিল্পের পুনরুজ্জীবন প্রসঙ্গে ডয়চে ভেলেকে তিনি বললেন, রাজ্য সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে৷ যেমন, বণিক সভার সঙ্গে কথা বলে কোর কমিটি গঠন, তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বিশিষ্ট প্রযুক্তি বিশেষজ্ঞদের সাহায্য নেয়া ইত্যাদি৷ সাড়াও পেয়েছি ভালো৷ ১৭টি শিল্প তালুক স্থাপনের প্রস্তাব এসেছে৷ তারমধ্যে আছে টেক্সটাইল, জুয়েলারি, ভারি শিল্প৷ তথ্যপ্রযুক্তিকে আমরা নিয়ে যাচ্ছি মফস্বল শহরগুলিতে৷ পাট শিল্পকে বাঁচিয়ে তুলতে নেয়া হয়েছে একাধিক ব্যবস্থা৷ বেশ কিছু বন্ধ জুট মিল ইতিমধ্যেই খুলেছে৷ অন্যগুলি যাতে যৌথ মালিকানায় খোলা যায় সে চিন্তাও মুখ্যমন্ত্রীর মাথায় আছে৷

পাটশিল্প প্রসঙ্গে ডয়চে ভেলের কাছে পশ্চিমবঙ্গ থেকে আসা পাটজাত পণ্য সংস্থার প্রতিনিধি অজয় ভট্টাচার্য জানালেন, কেন্দ্র ও রাজ্য সরকার প্লাস্টিক নিষিদ্ধ করে দেয়ায় পাটের চাহিদা বেশ বেড়েছে৷

বিদেশের বড় বড় প্যাভিলিয়নগুলির মধ্যে আছে, দক্ষিণ আফ্রিকা, চীন, আফগানিস্তান ,তুরস্ক ইরাণ,পাকিস্তান৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য