1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুর্যোগ পীড়িত জাপানের পাশে লেডি গাগা

২২ জুন ২০১১

ভয়াবহ ভূমিকম্প ও সুনামি বিধ্বস্ত জাপানের সাহায্যার্থে সংগীতানুষ্ঠান করতে জাপান পৌঁছেছেন ফোর্বস ম্যাগাজিনের বিবেচনায় চলতি বছরের সবচেয়ে ক্ষমতাধর তারকা লেডি গাগা৷ আগামী শনিবার টোকিও মাতাবেন ২৫ বছর বয়সি এই তারকা৷

https://p.dw.com/p/11h0I
Die Sängerin Lady Gaga tritt am Freitag (20.02.2009) in der TUI Arena in Hannover bei der 49. Ausgabe der RTL II-Show "The Dome" auf. Laut Veranstalter werden mehr als 10.000 Fans zu der Musik-Show erwartet. Foto: Peter Steffen dpa +++(c) dpa - Report+++
লেডি গাগাছবি: picture-alliance/ dpa

পা থেকে মাথা পর্যন্ত সবুজ পোশাকে ঢাকা৷ হাতের কব্জিতে ১১ মার্চের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত জাপানের সাহায্যার্থে তাঁর তৈরি বিশেষ হাতবালা৷ তাতে জাপানি এবং ইংরেজি ভাষায় লেখা ‘জাপানের জন্য প্রার্থনা করুন'৷ মঙ্গলবার নারিতা বিমানবন্দরে পৌঁছে উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে সেই হাতবালা পরা বাম হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করলেন৷ বিমানবন্দরে হাজির ছিলেন দুই শতাধিক ভক্ত এবং অর্ধ শতাধিক গণমাধ্যম কর্মী৷

জাপানের ভূমিকম্প এবং সুনামির পরপরই লেডি গাগাসহ বেশ কিছু তারকা তাঁদের ভক্তদের কাছে আবেদন জানিয়েছিলেন নিজেদের সাধ্যমতো সহায়তা করার৷ জাপানের জন্য তৈরি এই তহবিলকে সমৃদ্ধ করতে এক বিশেষ হাতবালা তৈরি করেছিলেন গাগা৷ কারিশমাটিক এই সংগীত তারকা তাঁর তৈরি বিশেষ হাতবালা ভক্তদের কাছে বিক্রি করে এবং নিজের তহবিল থেকে এপর্যন্ত প্রায় ৩০ লাখ ডলার দান করেছেন জাপানের দুর্যোগ পীড়িত মানুষের সহায়তায়৷

এবার একেবারে দুর্যোগ পীড়িত অঞ্চলে স্বশরীরে হাজির হলেন গাগা৷ টোকিও'র নিকটবর্তী শিবা শহরের বিশাল মিলনায়তনে ‘এমটিভি ভিডিও মিউজিক এইড জাপান' শীর্ষক অনুষ্ঠানে নেচে গেয়ে দর্শক আর ভক্তদের নাচাবেন তিনি, বলে খবর দিচ্ছে বার্তা সংস্থা কিওডো৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: জাহিদুল হক