1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুর্নীতি ইস্যুতে ফের সংসদ উত্তাল

৮ আগস্ট ২০১১

গত বছর দিল্লি কমনওয়েলথ গেমসে নানা অনিয়ম হয়েছে বলে অডিটর জেনারেলের রিপোর্টে যে সব অভিযোগ করা হয়েছে, তাই নিয়ে সংসদে আজ তুমুল হৈ হট্টগোল৷ বিরোধী পক্ষ একযোগে দিল্লির মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের ইস্তফা দাবি করে৷

https://p.dw.com/p/12D0M
Artists perform as lights are projected skywards over an aerostat during the closing ceremony of the Commonwealth Games at the Jawaharlal Nehru Stadium in New Delhi, India, Thursday, Oct. 14, 2010. (AP Photo/Lee Jin-man)
ফাইল ফটোছবি: AP

দুর্নীতি ইস্যুতে সংসদের ভেতরে ও বাইরে সরকার ও বিরোধীদের লড়াই তীব্রতর হচ্ছে৷ টেলিকমের পর এবার দিল্লি কমনওয়েলথ গেমসে দুর্নীতির অভিযোগ নিয়ে আজ সংসদ তোলপাড়৷ বিজেপি, বামদল ও অন্যান্য দল একযোগে দিল্লির মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের পদত্যাগ দাবি করে৷ কমনওয়েলথ গেমস অর্গানাইজিং কমিটির প্রধান হিসেবে সুরেশ কালমাডির নিয়োগ নিয়ে সংসদে ক্রীড়ামন্ত্রী অজয় মাকেন বিবৃতির জন্য তাঁর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনে বিজেপি৷ ঐ বিবৃতিতে ক্রীড়ামন্ত্রী বলেছিলেন কালমাডিকে নিয়োগ করা হয়েছিল বিজেপি-জোট সরকারের আমলে৷

শেষপর্যন্ত সংসদের অধিবেশন সারাদিনের জন্য মুলতুবি রাখতে হয়৷ কম্পট্রোলার ও অডিটর জেনারেল সংক্ষেপে সিএজি রিপোর্টে কমনওয়েলথ গেমসের আয়োজক কমিটির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তোলা হয়৷ যেমন, বেশি দামে টেন্ডার দেয়া হয় এমন ঠিকাদারকে যাঁর ভাবমুর্তি স্বচ্ছ নয়৷

বিজেপি নেতা তরুণ বিজয় বলেন, শীলা দীক্ষিতের এক মুহূর্ত আর মুখ্যমন্ত্রীপদে থাকা উচিত নয়৷ তাঁর জায়গা এখন এ.রাজা আর কালমাডির পাশে৷ দুজনেই এখন জেলবন্দি৷ দুর্নীতির প্রশ্নে কংগ্রেস কর্নাটকের পূর্বতন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার ইস্তফার দাবি তুলেছিল অথচ কংগ্রেস মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরকার চুপ৷ এটা দ্বিচারিতা ছাড়া আর কী ? অভিযোগ বিজেপি'র৷

সিএজির রিপোর্ট সম্পর্কে কংগ্রেসের বক্তব্য,মুল রিপোর্টে শীলা দীক্ষিতের বিরুদ্ধে বিরুপ মন্তব্য করা হয়নি, সারাংশে এক লাইন ছাড়া৷ আইনমন্ত্রী সলমাল খুর্শিদ বলেন, সিএজি রিপোর্ট পরীক্ষা করবে সংসদীয় কমিটি, তারপর সরকার তাঁর অবস্থান স্থির করবে৷

বামদলের পক্ষে সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি সংবাদ মাধ্যমকে বলেন, সিএজি রিপোর্টে যে সব কথা বলা হয়েছে, তাতে স্বাভাবিকভাবে সন্দেহের উদ্রেক হয়৷ দিল্লির মুখ্যমন্ত্রীর নামও তাতে আছে কাজেই এবিষয়ে তদন্তের অবকাশ আছে৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য