1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুনিয়ায় বসবাসের সেরা শহর ‘ভিয়েনা’

৫ ডিসেম্বর ২০১১

দুনিয়ায় বসবাসের উপযোগী শহরগুলোর তালিকায় সবার উপরে অবস্থান অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা’র৷ আর সবচেয়ে অনুপযোগী শহরটি হচ্ছে ইরাকের রাজধানী বাগদাদ৷ মার্সার কনসাল্টিং প্রতিষ্ঠানের এই তালিকায় সেরা দশে আছে জার্মানির তিনটি শহর৷

https://p.dw.com/p/13MFB
ভিয়েনাছবি: DW

ভিয়েনা'র সুগঠিত নগর কাঠামো, নিরাপদ রাস্তাঘাট আর ভালো গণস্বাস্থ্য সেবা -- শহরটিকে বসবাসের জন্য করে তুলেছে অনন্য৷ অস্ট্রিয়ার এই রাজধানীর বাড়িঘরগুলো এখনো ঐতিহ্যের ছোঁয়া নিয়ে মাথা উঁচু করে আছে৷ শহরের বাসিন্দাদের একটি স্বাস্থ্যকর পরিবেশের নিশ্চয়তা দিচ্ছে নগর-উদ্যান৷ রয়েছে সাইকেল আরোহীদের জন্য বিশেষ রাস্তাঘাট৷ সম্প্রতি এই শহরের গণপরিবহণের ভাড়াও কমানো হয়েছে৷

ভিয়েনায় বড় ধরনের অপরাধ নেই বললেই চলে৷ শহরের বাসিন্দার সংখ্যা ১৭ লাখ, তাসত্ত্বেও নেই বাড়াবাড়ি রকমের কোলাহল, জটিলতা৷ এতসব গুনের অধিকারী ভিয়েনা তাই বসবাসের জন্য সবচেয়ে উপযোগী এক শহর৷ পরামর্শক প্রতিষ্ঠান মার্সার'এর বৈশ্বিক জরিপেও উঠে এসেছে সেটি৷ বিশ্বের ২০০টি শহরের উপর চালানো এই জরিপে, সবার উপরে অবস্থান ভিয়েনা'র৷

জার্মানির কোন শহর মার্সার'এর তালিকার সেরা আসনটি দখল করতে পারেনি৷ তবে সেরা দশে আছে তিনটি শহর -- মিউনিখ, ড্যুসেলডর্ফ এবং ফ্রাঙ্কফুর্ট৷ সুইজারল্যান্ডের তিনটি শহরও রয়েছে সেরা দশের তালিকায়৷ এগুলো হচ্ছে জুরিখ, জেনেভা এবং ব্যার্ন৷

Peterskirche in München
জার্মানির মিউনিখের নাম রয়েছে শীর্ষ দশেছবি: Flickr/1way2rock

ইউরোপের এসব শহর সবসময়ই যে বসবাসের জন্য খুব ভালোর তালিকায় থাকবে এমনটা অবশ্য মনে করছে না মার্সার৷ কেননা, আর্থিক মন্দার দরুণ বদলাতে পারে পরিস্থিতি, এমনটাই মনে করছে সংস্থাটির কর্তাব্যক্তিরা৷

মার্সার বসবাস উপযোগী শহরের তালিকা প্রস্তুতের পাশপাশি, নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা বিবেচনায়ও একটি তালিকা তৈরি করেছে৷ এই তালিকায় সবার উপরে অবস্থান লুক্সেমবুর্গের৷

অন্যদিকে, আর্থিক মন্দার কারণে গ্রিসের এথেন্স শহরে ব্যক্তিগত নিরাপত্তা কমে যাচ্ছে৷ বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, সঙ্গে রাজনৈতিক অস্থিরতা৷ সবমিলিয়ে এথেন্স মার্সার'এর তালিকার উপরের দিকে নেই৷ ব্যক্তিগত নিরাপত্তার বিবেচনায় ইউরোপের শহরগুলোর মধ্যে সবচেয়ে নিচে অবস্থান এথেন্সের৷ নরওয়ের রাজধানী অসলো'র অবস্থানও আগের চেয়ে নিচের দিকে৷ সাধারণত বিশ্বের বসবাস উপযোগী দেশের তালিকার সেরা পনেরতো থাকে অসলো'র নাম৷ এবছর সেটি ২৪ নম্বরে৷

ইরাকের রাজধানী বাগদাদ মার্সার'এর তালিকায় সবচেয়ে নিচে অবস্থান করছে৷ শহরটিতে রয়েছে রাজনৈতিক অস্থিরতা, সেখানকার নিরাপত্তা ব্যবস্থা খুবই দুর্বল৷ তাছাড়া বাগদাদে স্থানীয় নাগরিক এবং বিদেশিদের উপর হামলা হচ্ছে হরহামেশাই৷ ফলে বসবাসের উপযোগিতা এবং নিরাপত্তা - দুই হিসেবেই সবার নিচে অবস্থান বাগদাদ'এর৷

বলাবাহুল্য, মার্সার'এর বসবাস উপযোগী শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা'র অবস্থান ২০৪ নম্বরে৷ গত বছরের তুলনায় ঢাকা'র অবস্থান দুই পয়েন্ট বেড়েছে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক