1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দিল্লি হাইকোর্টে জমা পড়লো গণধর্ষণের ই-চার্জশিট

অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি২ জানুয়ারি ২০১৩

দিল্লি গণধর্ষণ কাণ্ডের অভিযুক্তদের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে ই-চার্জশিট জমা দিয়েছে পুলিশ৷ তাতে খুন, ধর্ষণ ও প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ৷ সাক্ষী থাকছে ৩০ জন৷ আর বৃহস্পতিবার ‘ফাস্ট ট্র্যাক কোর্ট’-এ শুরু হবে বিচার পর্ব৷

https://p.dw.com/p/17CLA
ছবি: Getty Images

গত ১৬ই ডিসেম্বর দিল্লির এক চলন্ত বাসে গণধর্ষণের ঘটনায় ছয়জন অভিযুক্তের বিরুদ্ধে বুধবার দিল্লি হাইকোর্টে চার্জশিট জমা দিয়েছে পুলিশ৷ গোপনীয়তার কারণে চার্জশিটের একটি ই-কপি বা ‘ইলেট্রনিক কপি' জমা দেয়া হয়৷ উল্লেখ্য, ধর্ষণকাণ্ডের পর এ বিষয়ে কী পদক্ষেপ নেয়া হয়েছে, তা জানতে চেয়ে দিল্লি পুলিশের কাছে রিপোর্ট তলব করেছিল দিল্লি হাইকোর্ট৷

আগামীকাল থেকে মামলার শুনানি শুরু হবে দিল্লির সাকেত ফাস্ট কোর্টে৷ শুনানি চলবে প্রতিদিন৷ হাজার পাতার এই চার্জশিটে অভিযুক্তদের বিরুদ্ধে রয়েছে ধর্ষণ, খুন এবং প্রমাণ লোপাটের অভিযোগ৷ সাক্ষী থাকছে ৩০ জন৷ প্রধান সাক্ষী ধর্ষিতা তরুণীর ছেলেবন্ধু, যিনি ঐ সময় তাঁর সঙ্গে ছিলেন৷ আর থাকছে মৃতা তরুণীর উদ্ধার করা ব্যক্তিগত জিনিসপত্র এবং সিঙ্গাপুর হাসপাতালের পোস্ট মর্টেম রিপোর্ট৷ বিচার পর্ব শেষ হবে ৩০ দিনের মধ্যে৷

এদিকে ধর্ষণ-বিরোধী আইন কতটা কী সংশোধন করা দরকার, সেবিষয়ে রাজনৈতিক দল এবং নাগরিক সমাজ তাদের মতামত জানিয়ে বলেছে যে, এই সংক্রান্ত আইন সংশোধনের পাশাপাশি পুলিশি ব্যবস্থারও সংস্কার জরুরি৷ তবে দোষীর কড়া শাস্তির পক্ষে সকলেই একমত৷ কংগ্রেস পার্টি এবং কেউ কেউ ধর্ষকের ফাঁসি এবং ‘কেমিক্যাল ক্যাস্ট্রেশন' অর্থাৎ ওষুধ প্রয়োগের মাধ্যমে ধর্ষকের যৌনক্ষমতা নষ্ট করার কথা বলছে৷

Indien Polizei Proteste Vergewaltigung
দিল্লি গণধর্ষণের প্রতিবাদ করেছে পুলিশ বাহিনীও...ছবি: picture-alliance/dpa

‘কেমিক্যাল ক্যাস্ট্রেশন' নিয়ে অবশ্য আইনজ্ঞদের মধ্যেই আছে মতভেদ৷ এ বিষয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এন.কে পাঁজা ডয়চে ভেলেকে বললেন, মুহূর্তের দুর্বলতায় ১৭/১৮ বছর বয়সের একটি ছেলে যে এ কাজ করে ফেলেছে, তাঁর ওপর এটা হবে মানবিকতার ওপর আঘাত৷ সে বেঁচে থাকবে কিন্তু তাঁর সহজাত প্রবৃত্তিকে নষ্ট করে দেয়া হবে৷ এর পার্শ্ব প্রতিক্রিয়া আছে৷ শারীরিক ও মানসিক৷ এটা একটা সামাজিক অবক্ষয়৷ বিরলতম ক্ষেত্রে আইনে ফাঁসির বিধান আছে, কিন্তু ওষুধ প্রয়োগে পুরুষত্বহীন করা অমানবিক৷

সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ভি.আর কৃষ্ণা আইয়ার ওষুধ প্রয়োগে কামোদ্দীপনা নষ্ট করাকে অসাংবিধানিক বলে মনে করেন৷ ধর্ষণ রোধে সম্ভাব্য সমাধান হলো, দেশের ক্রিমিনাল জাস্টিস সিস্টেম সংশোধন করে দ্রুত বিচার এবং ধর্ষিতার উপযুক্ত ক্ষতিপূরণ৷ তবে আসামির যদি সম্মতি থাকে, তাহলে তা করা যেতে পারে, জোর করে নয়৷ সুপ্রিম কোর্টের আইনজীবী রাজীব ধাওয়ানের মতে, এটা অমানবিক এবং নিষ্ঠুর শাস্তি যা গ্রহণযোগ্য নয়৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান