1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

থাকসিনের সমর্থনে ২১৭তম লাল জামার গ্রাম

২০ জুন ২০১১

দেশের নেতার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানানোর ক্ষেত্রে উপমা সৃষ্টি করছে থাইল্যান্ডের মানুষ৷ তাদের প্রাক্তন প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার প্রতি সমর্থন জানাতে একে একে ২১৭টি গ্রামকে ঘোষণা করল ‘লাল জামার গ্রাম’ হিসেবে৷

https://p.dw.com/p/11fHe
A woman leader of anti-government protesters and supporters of ousted Prime Minister Thaksin Shinawatra or Red Shirt group, Thida Tojirakarn, center with microphone, addresses a rally marking the country's Constitution Day at the Democracy Monument in Bangkok Friday, Dec. 10, 2010. (AP Photo/Apichart Weerawong)
লাল জামা পরিহিত থাকসিনের ভক্তদের একাংশছবি: AP

বহুদিন ধরেই বিশ্ববাসী দেখেছে থাইল্যান্ডের রাজপথে লাল জামা পরিহিত বিক্ষোভকারীদের মহড়া৷ দেশটির দূর দূরান্তের গ্রাম থেকে এতোদিন লাল জামা পরে রাজধানী ব্যাংককে এসে প্রিয় নেতার পক্ষে আন্দোলনে যোগ দিয়েছেন হাজার হাজার কৃষক, শ্রমিক জনতা৷ তবে এবার রাজপথে না এসেও নিজের গ্রামে থেকেই প্রিয় নেতার পক্ষে কাজ করে যাচ্ছেন তারা৷ একের পর এক গ্রামকে ঘোষণা করে চলেছে ‘লাল জামার গ্রাম' হিসেবে৷

এবার উত্তর-পূর্বাঞ্চলের শহর উদোনথানির উপকণ্ঠের গ্রাম নংবুয়া সংযোজিত হলো লাল জামার গ্রামের তালিকায়৷ মাত্র একশ' পরিবার নিয়ে গড়ে ওঠা ছোট্ট গ্রাম নংবুয়া৷ সেই গ্রামকে লাল মার্কা দিতে আয়োজন করা হয়েছিল বিশাল উৎসব৷ লাল জামার গ্রাম হিসেবে নংবুয়ার উদ্বোধন করেন বৌদ্ধ ভিক্ষুদের শ্রদ্ধাভাজন প্রতিনিধিরা৷ এরপর অনুষ্ঠিত হয় গণতন্ত্রের পক্ষে আলোচনা সমাবেশ এবং স্কুল শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান৷

Mourners gather during ceremonies Sunday, April 10, 2011, in Bangkok, marking the one year anniversary of a military crackdown against Red Shirt demonstrators that left at least 25 dead. Thailand today is expecting an election within the next few months that will test the political strength of the Thaksin Shinawatra backed movement. (Foto:David Longstreath/AP/dapd)
লাল জামা পরিহিত থাকসিনের ভক্তদের একাংশছবি: dapd

গ্রামের প্রধান মিলনায়তনের এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অর্ধ শতাধিক প্রবীণ ব্যক্তিত্ব৷ তাদের অধিকাংশই লাল জামা পরে এসেছিলেন৷ আর জামায় লেখা ‘আমরা থাকসিনকে ভালোবাসি৷' তাদের সামনেই বসানো রয়েছে একটি বিশাল বিলবোর্ড৷ সেখানে ২০০৬ সালের সেনা অভ্যুত্থানে বিদায় নেওয়া প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার হাস্যোজ্জল ছবি৷ সাথে বেশ বড় করে লেখা ‘গণতন্ত্রের জন্য লাল জামার গ্রাম'৷ লাল জামার গ্রাম আন্দোলনের অন্যতম প্রবক্তা ডন চায়নাপুন বললেন, ‘‘এভাবে লাল জামার গ্রাম গঠন করার ফলে গ্রামের সকল মানুষ আরো বেশি ঐক্যবদ্ধ এবং একই দর্শনমুখী হয়ে ওঠে৷''

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: রিয়াজুল ইসলাম