1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বক্স অফিস

২৯ অক্টোবর ২০১২

ইতিহাসের কোনো রোমাঞ্চকর ঘটনাকে রুপালি পর্দায় ঠিকমতো ফুটিয়ে তুলতে পারলে দর্শকরা দলে দলে সিনেমায় ছোটেন৷ ‘আর্গো’র ক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটে নি৷

https://p.dw.com/p/16YlD
***ACHTUNG: Das Bild darf nur Rezensionszwecken verwendet werden.*** Film Name: ARGO Copyright: (C) 2012 WARNER BROS. ENTERTAINMENT INC. Photo Credit: Claire Folger Caption: BEN AFFLECK as Tony Mendez in Warner Bros. Pictures' and GK Films' dramatic thriller “ARGO,” a Warner Bros. Pictures release.
ছবি: 2012 Warner Bros. Entertainment Inc.

১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের প্রেক্ষাপটে ইরানের রাজধানী তেহরান উত্তাল৷ বিক্ষোভকারীরা মার্কিন দূতাবাস দখল করে ফেলেছে৷ টানা ৪৪৪ দিন ধরে ৫২ জন মার্কিন নাগরিক পণবন্দি, যাদের মধ্যে রয়েছেন কূটনীতিক ও সরকারি কর্মকর্তা৷ এই অবস্থায় গোপন এক দুঃসাহসী অভিযানে ৬ জনকে উদ্ধার করা হয়েছিল৷ সেই অভিযানের কথা প্রথম জানা যায় ১৯৯৭ সালে, যখন এ সংক্রান্ত ফাইলটি ‘ডিক্লাসিফাই' করা হয়৷ মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ'র টোনি মেন্ডেস সেই অভিযানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন৷ তাঁর বয়ানের ভিত্তিতেই চিত্রনাট্য লেখা হয়েছে৷ হলিউডের তারকা বেন অ্যাফলেক ছবিটির পরিচালনা ও টোনি'র চরিত্রে অভিনয়ও করেছেন৷ পরিচালক হিসেবে এটা তাঁর তৃতীয় ছবি৷ তার উপর প্রযোজক জর্জ ক্লুনি৷

প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগে এই ছবির মুক্তির মধ্যে রাজনৈতিক গন্ধও দেখছেন অনেকে৷ ইরানে মার্কিন কূটনীতিকদের এমন করুণ ও অসহায় দশা অ্যামেরিকার মানুষ সহজে মেনে নিতে পারে নি৷ ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট জিমি কার্টার'কে সেই ঘটনার খেসারত দিতে হয়েছিল৷ এক বছর পর প্রেসিডেন্ট নির্বাচিত হন রিপাবলিকান দলের রোনাল্ড রেগান৷ কিন্তু কার্টার'এর আমলে সিআইএ'র সেই গোপন অভিযানের কথা জানাজানি হওয়ায় হয়তো এবারের ডেমোক্র্যাট প্রার্থী বারাক ওবামা'র লাভ হতে পারে৷

উত্তর অ্যামেরিকার বক্স অফিসে ব্যাপক সাড়া তুলেছে এই ছবি৷ পর পর দুই সপ্তাহ দ্বিতীয় স্থানে থাকার পর এবার তালিকার শীর্ষে উঠে পড়েছে ‘আর্গো'৷ তিনটি সপ্তাহান্তে ৬ কোটি ডলারেরও বেশি ব্যবসা করেছে এই ছবি৷ অথচ ছবির বাজেট ৪ কোটি ৪০ লক্ষ ডলার৷ বিপণনের বিশাল কর্মযজ্ঞের কারণে নয়, দর্শকদের মুখে মুখে ছড়িয়ে পড়ছি ছবির সুখ্যাতি৷

অস্কার পুরস্কারের দৌড়েও ‘আর্গো'র সম্ভাবনা বেশ উজ্জ্বল হয়ে উঠেছে৷ দর্শকরা ছবিটিকে সর্বোচ্চ গ্রেড – অর্থাৎ ‘এ প্লাস' দিয়েছেন৷

এসবি/ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য