1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তারেক মাসুদকে স্মরণ করলেন সামিয়া জামান

১৫ আগস্ট ২০১১

আদম-সুরত, মুক্তির গান, মাটির ময়না’র চলচ্চিত্রকার তারেক মাসুদ গত ১৩অ অগাস্ট চির বিদায় নেন৷ অত্যন্ত প্রতিভাবান এই চলচ্চিত্রকারকে বাংলাদেশ মনে রাখবে অনেক অনেক দিন৷

https://p.dw.com/p/12GuL
পরিচালক তারেক মাসুদ সঙ্গে মিশুক মুনীর–কেউই বেঁচে নেইছবি: DW/Samir Kumar Dey

তারেক মাসুদ আমাদের উপহার দিয়ে গেছেন মুক্তির গান, মাটির ময়নার মত অসাধারণ কিছু ছবি৷ ১৩ই অগাস্ট এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান এই চলচ্চিত্র পরিচালক৷ তাঁকে খুব কাছ থেকে দেখেছেন আরেক চলচ্চিত্রকার সামিয়া জামান৷ তারেক মাসুদের সঙ্গে পরিচয় প্রসঙ্গে তিনি জানালেন,‘‘ ৮৫'৮৬ সালে যখন চলচ্চিত্র আন্দোলনের সঙ্গে জড়িত হয়ে পড়লাম তখন সেই সময়েই তারেক মাসুদ এবং মিশুক মুনীরের সঙ্গে পরিচয়৷ তারা তখন ‘আদম সুরত' ছবির কাজ করছেন৷ এবং কী কাজ করছেন, কী বলছেন সেসব নিয়ে অনেক কিছু শুনতাম সবার মুখে৷ বিশেষ করে তারেক মাসুদের কথা শুনতাম সবচেয়ে বেশি৷ তিনি ছবি বানাচ্ছেন৷ আমি ছবি নিয়েই কাজ করি, করতে চাই৷ তাই এরকম করে একসময় পরিচয় হয়ে গেল৷ তবে সেই পরিচয় আরো গাঢ় হল যখন উনারা স্বামী-স্ত্রী নিউ ইয়র্কে এসে প্রায় পাঁচ বছর ছিলেন৷ সেই সময় আমিও দু'তিন বার নিউ ইয়র্কে এসেছিলাম৷ আসার পর প্রতিবারই দেখা হতো, কথা হতো, চলতো ঘন্টার পর ঘন্টা আড্ডা৷ তারেক মাসুদের বাসাতেই ‘মুক্তির গান' প্রথম দেখি৷ একেবারে আনকাট৷ অনেক ফুটেজ দেখেছি যেগুলো ‘মুক্তির গান' মূল ছবিতে এখন আর দেখা যাবে না৷''

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: রিয়াজুল ইসলাম