1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তামিল টাইগারদের বিরুদ্ধে যুদ্ধ বন্ধে রাজি নয় শ্রীলংকা

রিয়াজুল ইসলাম১৫ মে ২০০৯

বিদ্রোহী তামিল টাইগারদের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে আন্তর্জাতিক মহল যে আহ্বান জানিয়েছে তা প্রত্যাখ্যান করেছে শ্রীলংকার সরকার৷ উল্টো তামিল টাইগারদের বিরুদ্ধে হামলা আরো জোরদার করেছে তারা৷

https://p.dw.com/p/Hqnb
তামিল টাইগারদের বিরুদ্ধে আরো তীব্র হামলা চালাচ্ছে সরকারী বাহিনীছবি: picture-alliance / dpa

শ্রীলংকার যুদ্ধাঞ্চলে অব্যাহত বেসামরিক হতাহতের ঘটনায় ক্রমেই উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলের মধ্যে৷ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ছাড়াও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইতিমধ্যে বেসামরিক হতাহতের ঘটনা বন্ধের আহ্বান জানিয়েছেন৷ কিন্তু আন্তর্জাতিক মহলের এসব অনুরোধ উপেক্ষা করছে শ্রীলংকার সরকার৷ শ্রীলংকার সামরিক বাহিনী জানিয়েছে ছোট্র একটি এলাকায় কোনঠাসা হয়ে থাকা তামিল টাইগারদের পুরোপুরি শেষ করতে তারা হামলা আরো জোরদার করেছে৷ তবে সরকারী বাহিনী দাবি করছে যে তারা বেসামরিক লোকদের টার্গেট করছে না বরং যুদ্ধাঞ্চলে আটকে পড়া বেসামরিক লোকদের সেখান থেকে বের করে নিয়ে আসার চেষ্ট করছে৷ তাদের অভিযোগ বিদ্রোহী তামিল টাইগাররা সাধারণ মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করছে৷ সামরিক বাহিনীর মুখপাত্র উদয়া নানায়াক্কারার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে বৃহস্পতিবার দুই হাজার লোক যুদ্ধ এলাকা পার হয়েছে৷ আরো দুই হাজার লোক যুদ্ধ এলাকা ছাড়ার অপেক্ষায় রয়েছে৷ উদয়া নানায়াক্কারা জানান, কমপক্ষে চারজন বেসামরিক ব্যক্তিকে তামিল বিদ্রোহীরা গুলি করে হত্যা করেছে যারা নিরাপদ আশ্রয়ের জন্য সরে যাচ্ছিলো৷ এছাড়া আরো ১৪ জন বেসামরিক নাগরিক তামিল টাইগারদের গুলিতে আহত হয়েছে বলে জানিয়েছেন তিনি৷

Hillary Clinton.jpg
যুদ্ধ বন্ধে শ্রীলংকার ওপর অর্থনৈতিক চাপের রাস্তা বেছে নিলেন হিলারিছবি: AP

এদিকে শ্রীলংকার যুদ্ধাঞ্চলে সাধারণ নাগরিকদের অমানবিক পরিস্থিতিতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ব্রিটেন৷ বৃটিশ জুনিয়র পররাষ্ট্র মন্ত্রী বিল রামেল শ্রীলংকায় সকল ধরণের বেসামরিক হতাহতের ঘটনা তদন্তের দাবি জানিয়েছেন৷ এসব ঘটনায় যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে কিনা সেটাও খতিয়ে দেখার দাবি করেছেন তিনি৷ বিল রামেল বলেন, জাতিসংঘের হিসেব অনুযায়ী শ্রীলংকায় গত জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত সাড়ে ছয় হাজার বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে৷

এদিকে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার জন্য শ্রীলংকার সরকারকে চাপ দিতে উদ্যোগী হয়েছে যুক্তরাষ্ট্র৷ এজন্য আন্তর্জাতিক অর্থ তহবিল বা আইএমএফ এর পক্ষ থেকে শ্রীলংকাকে ঋণ দেওয়ার বিরোধীতা করেছে মার্কিন প্রশাসন৷ মার্কিন পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত ঋণ দেওয়ার উপযুক্ত সময় এটি নয়৷ উল্লেখ্য, আইএমএফ এর যে কোন ঋণদানে বাধা দেওয়ার এখতিয়ার রয়েছে যুক্তরাষ্ট্রের৷