1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্লিন চলচ্চিত্র উৎসব

১৬ ফেব্রুয়ারি ২০১৩

বুড়ো হওয়া নিয়ে চিলির ছবি, ইরানের ভিন্নমতাবলম্বী চিত্রপরিচালক জাফর পানাহি'র ছবি, রোমানিয়ার উঠতি বড়লোকদের নিয়ে ছবি: এরাই এখন বার্লিন চলচ্চিত্র উৎসবে গোল্ডেন বেয়ার জেতার হট ফেভারিট৷

https://p.dw.com/p/17fMO
ছবি: Berlinale

বার্লিনালে চিরকালই কান চলচ্চিত্র উৎসবের তুলনায় একটু বেশি সিরিয়াস, সমাজমুখী ও রাজনৈতিক৷ তবে এবার ৬৩তম বার্লিনালে'তে প্রতিযোগিতাকে ‘ভালো থেকে মাঝারি' আখ্যা দিয়েছেন পণ্ডিতমহল৷ আরেকটা দিকও চোখে পড়ার মতো: বিশ্বের নানা কোণে এখন মাঝবয়সী মহিলাদের নিয়ে ছবি করার একটা প্রবণতা দেখা দিয়েছে৷

Berlinale 2013 Filmstill Pardé
জাফর পানাহি'র ছবি – পর্দেছবি: Berlinale 2013

যৌবন পার হওয়ার পরেও যে জীবনের অনেকটাই পড়ে থাকে, এবং সেই জীবন দিয়েও যে নতুন করে যাত্রা শুরু করা সম্ভব, এই উপলব্ধিটা যেন চারদিকে ছড়িয়ে পড়েছে৷ ‘হলিউড রিপোর্টার' নামধারী ম্যাগাজিনটি লিখেছে: ‘‘চিত্রপরিচালকরা যেন পরিপক্কতা ও অভিজ্ঞতার মূল্য বুঝতে পেরেছেন৷ মহিলাদের যখন বয়স হচ্ছে, তখন তাদের চেহারা ও মনের ছবিটা তারা দেখাতে চেয়েছেন - তা সে সুন্দরই হোক আর অসুন্দরই হোক৷''

চিলির ছবি ‘‘গ্লোরিয়া''-য় অভিনয় করেছেন পাউলিনা গার্সিয়া, যিনি প্রধানত টেলিভিশনেই অভিনয় করতেন৷ ছবিতে তিনি ষাটের কাছাকাছি এক ডিভোর্সি৷ জীবন তাঁকে যতোই ধাক্কা দিক না কেন, তিনি ঠিক গা ঝেড়ে উঠে দাঁড়ান৷ ছবির পরিচালক ৩৮-বছর-বয়সী সেবাস্টিয়ান লেলিও বলেছেন, তিনি নাকি তাঁর মায়ের বন্ধুদের দেখে এই ছবি করার প্রেরণা পান, সেই সব মহিলারা, যারা পিনোচেট'এর নির্মম শাসনকাল দেখেছেন৷

Berlinale Goldene Bär
গোল্ডেন বেয়ার জেতার লড়াইয়ে অনেক ছবিছবি: AP

রোমানিয়ার ‘‘চাইল্ডস পোজ'' ছবিটিতে এক ধনী ও জাঁদরেল মা তাঁর ছেলেকে শাস্তি পাওয়া থেকে বাঁচানোর চেষ্টা করছেন৷ ইতিপূর্বে ছেলে এক দরিদ্র কিশোরকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছে৷ লুমিনিটা গেয়রগিউ মায়ের ভূমিকায় অসাধারণ অভিনয় করেছেন৷ এমনকি সেরা অভিনেত্রীর পুরস্কারটি পাউলিনা গার্সিয়া না পেয়ে, তিনিই পেতে পারেন, এমন জল্পনা চলেছে৷

ইরানের জাফর পানাহি'র বস্তুত ছবি করা নিষিদ্ধ৷ কিন্তু তিনি তার পরোয়া না করে ‘‘ক্লোজ্ড কার্টেন'' নামের একটি মনোমুগ্ধকর ফিচার ফিল্ম করেছেন, যা জার্মান ফিল্ম সমালোচকদের জরিপে এই ফেস্টিভালের সেরা ছবি - যা খানিকটা বার্লিনালে'র সুনামের সঙ্গেও মেলে৷ বছরের প্রথম বড় ইউরোপীয় চলচ্চিত্র উৎসবে বার্লিনালে'তে ছবি শুধু ছবি হলে চলে না, খানিকটা রাজনৈতিক বিবৃতি হতে হয়৷

এসি / এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য