1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তরুণ মেধার সন্ধান করে ‘আবিষ্কারের খোঁজে’

২৪ জানুয়ারি ২০১২

সফটওয়্যারের সবচেয়ে বড় মেলা ‘সফটএক্সপো’ শুরু হচ্ছে আগামী মাসে৷ মেলা উপলক্ষ্যে প্রতিবছর আয়োজন করা হয় বিভিন্ন প্রতিযোগিতার৷ এর মধ্যে একটি ‘আবিষ্কারের খোঁজে’৷

https://p.dw.com/p/13odV
ফাইল ছবিছবি: WCG

প্রতিযোগিতার উদ্দেশ্য সম্পর্কে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিস'এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফাহিম মাশরুর বলছেন, ‘‘আমাদের তরুণদের উদ্ভাবনী শক্তি বেশ ভাল৷ কিন্তু অনেক সময় দেখা যায়, সঠিক প্লাটফরমের অভাবে সেই উদ্ভাবনগুলো আলোর মুখ দেখতে পায়না৷ আবিষ্কারের খোঁজে প্রতিযোগিতার মাধ্যমে এ ধরণের প্রকল্পগুলো সম্পর্কে সবার দৃষ্টি আকর্ষণের ব্যবস্থা করা হয়৷''

মাশরুর বলেন, গত ছয় বছর ধরে এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে৷ এবং দেখা গেছে, যে প্রকল্পগুলো সেরা বলে বিবেচিত হচ্ছে সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে এগিয়ে আসছে বিভিন্ন কোম্পানি৷ অর্থাৎ মেধাবী তরুণদের সঙ্গে বাণিজ্যিক কোম্পানিগুলোর একটা যোগসূত্র হিসেবে কাজ করছে এই প্রতিযোগিতা৷

এবারের প্রতিযোগিতায় আবেদন করার শেষ সময় জানুয়ারির ৩১ তারিখ৷

বেসিসের এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন, আবিষ্কারের খোঁজে ছাড়াও ফ্রিল্যান্সার ও প্রোগ্রামারদের নিয়েও প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে৷

সফটএক্সপো শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাসের ২২ তারিখ৷ চলবে ২৬ তারিখ পর্যন্ত৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য