1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তরুণ এবং সংবেদনশীলদের জন্য নিনটেন্ডো

আরাফাতুল ইসলাম২৪ আগস্ট ২০০৮

জার্মানির লাইপসিশ শহরে অনুষ্ঠিত হয়ে গেলো ইউরোপের সবচেয়ে বড় কম্পিউটার গেমস প্রদর্শনী৷ নাম তার গেমস কনভেনশন৷ গত ২০ আগষ্ট থেকে শুরু হওয়া এই গেমস কনভেনশন চলে ২৪ আগস্ট পর্যন্ত৷

https://p.dw.com/p/F43o
গেমস কনভেনশনছবি: picture-alliance / dpa

৫৪৭টি কম্পিউটার গেমস নির্মাতা প্রতিষ্ঠান এই প্রদর্শনীতে অংশ নেয়৷ গেমস কনভেনশনে প্রদর্শিত হয় সর্বাধুনিক সব কম্পিউটার গেমস এবং একইসঙ্গে সেসব গেমস খেলার হার্ডওয়্যার৷ কম্পিউটার গেমসের বর্তমান ধারাটা ঠিক কোনদিকে?

Notebook "Qosmio" X300 auf der Games Convention in Leipzig 2008
গেমসের আদলে ল্যাপটপছবি: picture-alliance / dpa

জানালেন কমপিউটার গেইমস বিশেষজ্ঞ রেনে মেয়ার, এবছরের অন্যতম ট্রেন্ড হল রকমারি মিউজিক গেমস৷ অর্থাত্, এমন সব কমম্পিউটার গেমস যার মধ্যে বা যার সঙ্গে সঙ্গে গান গাওয়া যায়, নাচা যায়, এমনকি নানা ধরনের ইন্সট্রুমেন্টও বাজানো যায়৷ এই যেমন গিটার অথবা অত্যাধুনিক ড্রাম৷ তবে সবটাই ইমেজের মাধ্যমে৷ রিমোট কনট্রোল বা বোতাম টিপেই খেলতে হয় এইসব খেলা৷ এই মিউজিক গেইমস বা খেলাগুলিকে অনেক সময় রকব্যান্ডও বলা হয়৷ আর এই মুহূর্তে, এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল নিনটেন্ডো৷

লাইপসিশ গেমস প্রদর্শনী থেকে ৯টি ক্যাটাগরিতে এবছরের সেরা গেমস এবং হার্ডওয়্যার নির্বাচন করা হয়৷ বিশ্বখ্যাত গেমস নির্মাতা প্রতিষ্ঠান ইলেকট্রনিক আর্টস এর স্পোর গেমসটি সেরা কম্পিউটার গেমস এর অ্যাওয়ার্ড জেতে নেয়৷ এই গেমসটি মুলত স্ট্যাটেজি গেম যেখানে আপনি আপনার মতো করে বদলে দিতে পারবেন পুরো পৃথিবী বা সৌরজগতকে৷ হার্ডওয়্যার ক্যাটাগরিতে সেরা পুরষ্কারটি জিতে নেয় জার্মানির সনি কম্পিউটার এন্টারটেইনমেন্ট এর তৈরি প্লেটিভি৷ এই টিভিতে অনুষ্ঠান রেকর্ড করা যাবে এবং একইসঙ্গে সেটা পজ, ফেরায়ার্ড বা ব্যাকওয়ার্ডও করা যাবে৷ শুধু তাই নয় প্লেটিভিতে রেকর্ড করা টিভি অনুষ্ঠানগুলো চালানো যাবে পোর্টেবল প্লেস্টেশন বা পিএসপিতে৷

Games Convention Computerspiel Starcraft 2
হরেক রকম গেমসের প্রদর্শনীছবি: picture-alliance/ dpa

তবে এ্যাওয়ার্ড যারাই পাক না কেন বর্তমান তরুণ প্রজন্ম নাকি ছুটছে নিনটেন্ডোর দিকেই৷ জানালেন মাইক্রোসফ্ট-এর গেমস-মার্কেটিং বিভাগের প্রধান ইয়েন্স টিন্যাপ, নিনটেন্ডো নামের গেমসটা কিন্তু ইতিমধ্যেই নতুন একটি প্রজন্মকে আকৃষ্ট করতে সক্ষম হয়েছে৷ অল্পবয়সী ছেলেমেয়েদের মধ্যে দারুণ পপুলার এই খেলা৷ তুমি তরুণ এবং সংবেদনশীল? নিনটেন্ডো তাহলে তোমার জন্য৷ এটাই নিনটেন্ডোর মূল মন্ত্র৷

দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছে কম্পিউটার গেমস৷ আর এই গেমসকে কেন্দ্র করে বিশ্বব্যাপী গড়ে উঠেছে বিশাল বাজার৷ তবে ইদানিং নাকি কম্পিউটার গেমস নির্মাতাদের মধ্যে প্রতিযোগিতা বেড়ে গেছে ব্যাপক আকারে৷ আর তাই একেক দেশের বা একেক শ্রেনীর মানুষকে টার্গেট করে তৈরি হচ্ছে ভিন্ন ভিন্ন স্বাদের কম্পিউটার গেমস৷ এই প্রসঙ্গে কমপিউটার গেমস বিক্রেতা ওলাফ ওয়াল্টার্স জানালেন, ভিন্ন ধরনের মানুষদের আকৃষ্ট করার জন্য আমাদের নিত্যনতুন পণ্যের প্রয়োজন পরে৷ আর সে কারণেই আমাদের পণ্যসম্ভারও বেড়ে চলেছে, ক্রমশই৷ আমরা জেনে ফেলেছি যে এই মুহূর্তে গেমসের বাজার ঠিক কি চায়৷ কেনই বা হবে না? বাজারে যে দারুণ কম্পিটিশন! আমাদের মতো অন্যরাও জানে তাদের ক্রেতারা কি চায়৷ আর বর্তমানে গেমসগুলি সেভাবেই তৈরী হচ্ছে৷

Games Convention in Leipzig 2008
শুধুই গেমস খেলার জন্য এই কম্পিউটার ...ছবি: AP

লাইপসিসের এই গেমস কনেভেনশনে অংশ নিয়েছিলো কমপক্ষে একাশি হাজার গেমারস৷ লাইপসিসের ১৩ বছরের রেকর্ডে এত গেমারস এক জায়গায় জড়ো হওয়ার রেকর্ড এই প্রথম৷ আর তাই কনভেনশনের ভেন্যু অর্থাত্‌ লাইপসিস মেসের প্রধান কর্মকর্তা ওয়ল্ফগাং মারসিন স্বগর্বে জানালেন, কে, কখন, কোথায় স্থানান্তরিত হবে - সেটা দেখাই যাবে৷ কিন্তু, কমপিউটার গেমস-এর এই মেলা লাইপসিশেই থাকবে৷ লাইপসিশ হয়ে উঠবে কমপিউটার গেমসের শহর৷ আমাদের কাছে এ-সত্য জলের মতো পরিস্কার৷

আগামী বছর গেমস কনভেনশন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে শুরু হয়েছে টানাটানি৷ লাইপসিশ মেসে আগামী বছরও এই কনভেনশন আয়োজন করার আগ্রহ দেখিয়েছি৷ অপরদিকে জার্মানির আরেকটি শহর কোলনও চায় গেমস কনভেনশনের আয়োজন করতে৷ এখন দেখা যাক, মিলিয়ন ইউরোর এই বানিজ্য কার কোটে যায়৷