1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ড্র করলো শালকে

২৭ আগস্ট ২০১২

রবিবার বুন্ডেসলিগার একমাত্র খেলায় শালকের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে হানোফার৷ খেলাটি হয়েছে হানোফারের মাঠে৷ গত ১৮ মাসে নিজেদের মাঠে হারেনি হানোফার৷

https://p.dw.com/p/15xBJ
ছবি: picture-alliance/dpa

খেলার ৪৩ মিনিটে গোল করে এগিয়ে যায় হানোফার৷ গোলটি করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার ফেলিপে৷ কিন্তু ৫২ ও ৬৪ মিনিটে পরপর দুটি গোল করে এগিয়ে যায় শালকে৷ শালকের পক্ষে প্রথম গোলটি করেন গত মরসুমের সর্বোচ্চ গোলদাতা ক্লাস-ইয়ান হুন্টেলার৷ দ্বিতীয় গোলটি করেন মিডফিল্ডার লুইস হোল্টবি৷

বুন্ডেসলিগার ম্যাচে হানোফারকে খেলায় ফিরিয়ে আনেন তাদের নতুন খেলোয়াড় আদ্রিয়ান নিক্কি৷ খেলা শেষের ১০ মিনিট আগে তিনি গোলটি করেন৷

খেলার পর শালকের গোলদাতা হোল্টবি ফলাফল নিয়ে হতাশা ব্যক্ত করেন৷ তিনি বলেন, ‘‘আমরা ভাল খেলেছি৷ খেলার নিয়ন্ত্রণ আমাদের হাতেই ছিল৷''

Real Madrid Olympic Lyon Champions League
এদিকে স্প্যানিশ লিগে হেরে গেছে গতবারের চ্যাম্পিয়ন দল রেয়াল মাদ্রিদছবি: dapd

উল্লেখ্য, হোল্টবির হতাশ হওয়ারই কথা৷ কেননা হানোফারের চেয়ে শালকে ভাল দল৷ তারা এবার ইউরোপীয় চ্যাম্পিয়নস লিগে খেলবে৷

এর আগে শুক্রবার বর্তমান চ্যাম্পিয়ন বরুসিয়া ডর্টমুন্ড ২-১ গোলে ভ্যার্ডার ব্রেমেনের বিপক্ষে জিতে মৌসুম শুরু করে৷ আর শনিবার বায়ার্ন মিউনিখ ৩-০ গোলের জয় পায় নতুন দল গ্রয়টার ফ্যুয়র্ট'এর বিপক্ষে৷

এদিকে স্প্যানিশ লিগে হেরে গেছে গতবারের চ্যাম্পিয়ন দল রেয়াল মাদ্রিদ৷ খেটাফের কাছে তারা ২-১ গোলে হেরেছে৷ যদিও প্রথম গোল করে এগিয়ে গিয়েছিল রেয়াল৷ গোলটি করেছিলেন গঞ্জালো ইগুয়াইন৷

এর আগে নিজেদের মাঠে ভ্যালেন্সিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করায় পয়েন্ট তালিকায় বার্সেলোনার চেয়ে পাঁচ পয়েন্টে পিছিয়ে গেল রেয়াল৷

এই অবস্থায় আগামী বৃহস্পতিবার রেয়াল মুখোমুখি হচ্ছে বার্সেলোনার৷ খেলাটা হলে স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় লেগের খেলা৷ প্রথম লেগে বার্সেলোনা রেয়ালের বিরুদ্ধে ৩-২ গোলে জিতেছিল৷

জেডএইচ / এসবি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য