1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টয়লেটে ব্রুস লি-র মৃত্যুবার্ষিকী

২২ জুলাই ২০১৩

হংকংয়ের উত্থানে ব্রুস লি-র ভূমিকা অনেক৷ চলচ্চিত্র দুনিয়ায় মার্শাল আর্টস নায়ক হিসেবে সুপরিচিত লি পূর্ব এবং পশ্চিমের সংস্কৃতির মধ্যে সেতুবন্ধন রচনা করেছিলেন৷ বিশ্ব সিনেমার মানচিত্রে হংকং-কে প্রতিষ্ঠিতও করেছেন তিনি৷

https://p.dw.com/p/19Bgu
Bildnummer: 55205771 Datum: 01.01.1973 Copyright: imago/EntertainmentPictures 1973 - Enter The Dragon - Movie Set PICTURED: BRUCE LEE, Composer: Lalo Schifrim, Director: Robert Clouse, IN CAST: Bruce Lee, John Saxon, Jim (M Kelly, Ahna Capri, Bob Wall, Jackie Chan, Chuck Norris, Shih Kien 1973; Enter The Dragon. Original Film Title: Enter The Dragon, !ACHTUNG NUTZUNG NUR BEI FILMTITEL-NENNUNG! PUBLICATIONxINxGERxONLY People Entertainment Film kbdig 1973 quer
ব্রুস লিছবি: imago/EntertainmentPictures

গত বিশ জুলাই ছিল এই কুং ফু তারকার চল্লিশতম মৃত্যুবার্ষিকী৷ কিছু হংকংবাসী লি-এর মৃত্যুবার্ষিকী নাকি পালন করেছেন টয়লেটে৷ কেনো? উত্তরটা দিলেন ভং ইউ-কেউং৷ ব্রুস লি ক্লাবের এই চেয়ারম্যান বলেন, ‘‘১৯৫৮ সালে সেন্ট ফ্রান্সিস জাভিয়ার কলেজের শিক্ষার্থী ছিলেন ব্রুস লি৷ সেখানে একদিন টয়লেটে লড়াইরত অবস্থায় এক ফাদারের কাছে ধরা পড়েন তিনি৷''

তবে ‘ফাদার' তাঁকে শাস্তি দেননি৷ কেননা তিনি নিজেও একসময় বক্সার ছিলেন৷ বরং ফাদার লি-কে বক্সিং ক্লাসে যোগ দিতে বলেন৷ ইউ-কেউং বলেন, ‘‘পরবর্তীতে লি আন্তঃস্কুল প্রতিযোগিতায় অংশ নেন এবং বিজয়ী হন৷''

এই ঘটনার কিছুদিন পর যুক্তরাষ্ট্রে মার্শাল আর্ট স্কুল চালু করেন লি৷ কার্যত টয়লেট থেকে শুরু হয়েছিল তাঁর কুং ফু চর্চা৷ তবে হংকং-এ টয়লেট ছাড়াও আরো অনেক স্থানে লিকে স্মরণ করা হচ্ছে৷ তাঁর ভক্তরা ঘুরে দেখছেন সাবেক ব্রিটিশ কলোনি, যেখানে লি ছোটবেলায় বসবাস করেছেন৷ এছাড়া ব্রুস লি ক্লাব এবং লিয়ের মূর্তি রাখা অ্যাভেনিউতেও যাচ্ছেন অনেকে৷

এদিকে, হংকং হেরিটেজ মিউজিয়ামে ব্রুস লি-র স্মরণে একটি পাঁচ বছর মেয়াদী প্রদর্শনীর আয়োজন করেছে৷ প্রদর্শনীতে লি-র জীবনের বিভিন্ন উল্লেখযোগ্য দিক এবং তাঁর প্রতীকী হলুদ জাম্পস্যুটও স্থান পাচ্ছে৷ লির কন্যা শানোন লি গত শুক্রবার বলেছেন, ‘‘আমি মিডিয়ার মাধ্যমে আমার বাবার সম্পর্কে জানিনি৷ আমি তাঁকে ভিন্নভাবে জেনেছি৷''

বাবার মৃত্যুর সময় শানোন-এর বয়স ছিল মাত্র চার বছর৷ তিনি বলেন, ‘‘আমি আমার পরিবার, বাবার বন্ধুদের আর বাবার কাছের মানুষদের কাছ থেকে বাবার সম্পর্কে জেনেছি৷

শানোন বলেন, ‘‘হংকং-এ বাবার অন্ত্যেষ্টিক্রিয়ার কথা আমার মনে আছে, কেননা সেটা অত্যন্ত বিশৃঙ্খল ছিল৷ অনেক মানুষ এসেছিল৷''

উল্লেখ্য, চীনা-মার্কিন মার্শাল আর্ট শিল্পি ব্রুস লি ১৯৪০ সালের ২৭ নভেম্বর সান ফ্রান্সিসকোতে জন্ম নেন৷ ১৯৭৩ সালে মাত্র ৩২ বছর বয়সে একটি বেদনানাশক ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় তাঁর মৃত্যু ঘটে বলে ধারণা করা হয়৷ লি অভিনীত মার্শাল আর্ট ছবিগুলো আন্তর্জাতিক দর্শক টানতে সক্ষম হয়, যা তাঁকে খ্যাতির শীর্ষে নিয়ে যায়৷

এআই/ডিজি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য