1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টেনিসে জকোভিচের বছর ২০১১

২৮ ডিসেম্বর ২০১১

সার্বিয়ার নোভাক জকোভিচ এখন টেনিসের জকোভিচ হয়ে গেছেন৷ এ বছর চারটির মধ্যে তিনটি গ্র্যান্ড স্লামই জিতে নিয়েছেন তিনটি৷ সঙ্গে পাঁচটি মাস্টার্স শিরোপা৷ মোট ৭৬টি ম্যাচ খেলে হেরেছেন মাত্র ছ’টিতে৷

https://p.dw.com/p/13acZ
Novak Djokovic of Serbia reacts after winning the men's championship match against Rafael Nadal of Spain at the U.S. Open tennis tournament in New York, Monday, Sept. 12, 2011. (Foto:Mike Groll/AP/dapd)
এ বছর দুর্দান্ত খেলা দেখিয়েছেন জকোভিচছবি: dapd

বছরের শুরু থেকে টানা ৪৩টি ম্যাচে অপরাজেয় থেকে করেছেন রেকর্ড৷ মোট আয় করেছেন ১২.৬ মিলিয়ন ডলার৷ সব মিলিয়ে ২০১১তে টেনিসের রাজা জকোভিচ৷ ব়্যাংকিং'এও নাদালকে টপকে এখন এক নম্বর তিনি৷

Spain's Rafael Nadal reacts after defeating Switzerland's Roger Federer during the men's final match for the French Open tennis tournament at the Roland Garros stadium, Sunday, June 5, 2011, in Paris. (Foto:Lionel Cironneau/AP/dapd)
প্রথম অবস্থানে আর নেই নাদালছবি: dapd

সাফল্যের শুরু গত বছর শেষের দিকে ডেভিস কাপে প্রথমবারের মত নিজের দেশকে শিরোপার স্বাদ এনে দিয়ে৷ এরপর ২০১১'র প্রথম গ্র্যাণ্ড স্লাম ‘অস্ট্রেলিয়ান ওপেন' জেতেন তিনি৷ সাফল্য আসে উইম্বলডন আর ইউএস ওপেন'এও৷ তবে বছরের শেষে এসে পিঠ ও কাঁধের ইনজুরির কারণে কিছুটা ম্লান হয়ে যেতে হয়েছিল তাঁকে৷

২০১১ সম্পর্কে সার্বিয়ান তারকা জকোভিচের মন্তব্য, ‘‘আমি এক অবিশ্বাস্য বছর পার করেছি৷ এখানে সবকিছুই অত্যন্ত আশ্চর্যের ছিল৷ সারাজীবন আমি এই বছরটাকে ক্যারিয়ারের সেরা বছর হিসেবেই মনে রাখব৷ এর থেকে ভাল একজন খেলোয়াড়ের জন্য আর কি হতে পারে৷''

Switzerland's Roger Federer waves after winning over Argentina's Juan Martin Del Potro in their Men's singles match at the Australian Open Tennis Championship in Melbourne, Australia, Tuesday, Jan. 27, 2009. ( (AP Photo/Shuji Kajiyama)
২০১১ ভাল যায়নি ফেডেরারছবি: AP

এদিকে সাবেক এক নম্বর রজার ফেদেরারের জন্য বছরটা সুখের ছিলনা৷ কেননা প্রায় আট বছর তিনি এ বছরই কোনো গ্র্যাণ্ড স্লামের দেখা পান নি৷ তবে শেষের দিকে এসে টানা তিনটি শিরোপা জিতে ফেদেরার বুঝিয়ে দিয়েছেন এখনো ফুরিয়ে যান নি তিনি৷ ৩০ বছর বয়সেও যে তিনি নাদাল, জকোভিচ, মারে'র মতো তরুণ খেলোয়াড়দের সামলাতে পারেন সেটা দেখেছে বিশ্ব৷ তাই নতুন বছর হয়তো আবারও নতুন করে শুরু করবেন ফেদেরার - এই আশা তাঁর ভক্তদের৷

এদিকে শীর্ষ খেলোয়াড় হিসেবে বছর শুরু করা স্প্যানিশ নাদালের বছরটা শেষ হয়েছে ব়্যাংকিং'এ দ্বিতীয় নম্বরে নেমে গিয়ে৷ বছরের মাঝে ফ্রেঞ্চ ওপেন আর শেষে এসে দেশের পক্ষে ডেভিস কাপ জয় - এই ছিল নাদালের ২০১১ সালের সেরা অর্জন৷

প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য