1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টিপাইমুখে সেচ প্রকল্প হবেনা

৪ আগস্ট ২০০৯

টিপাইমুখ বাঁধ প্রকল্পের তথ্য-উপাত্ত নিয়ে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধি দল মঙ্গলবার রাতে দেশে ফিরেছে৷ প্রকল্পটিতে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পাশাপাশি বন্যা নিয়ন্ত্রণের পরিকল্পনা থাকায় শুষ্ক মওসুমে বাংলাদেশ পানি পাবে৷

https://p.dw.com/p/J3bN
ফাইল ফটোছবি: AP

প্রতিনিধি দলের নেতা সাবেক পানি সম্পদ মন্ত্রী আব্দুর রাজ্জাক জানিয়েছেন, টিপাইমুখে পানি প্রত্যাহার বা সেচ প্রকল্প করা হবে না বলে ভারত প্রতিশ্রুতি দিয়েছে৷ প্রকল্পটিতে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পাশাপাশি বন্যা নিয়ন্ত্রণের পরিকল্পনা থাকায় এই বাঁধ নির্মাণ হলে শুষ্ক মওসুমে বাংলাদেশের সুরমা ও কুশিয়ারা নদী পর্যাপ্ত পানি পাবে৷

বাংলাদেশের উজানে ভারতের মনিপুর রাজ্যের টিপাইমুখে অভিন্ন নদী বরাকের উপর বাঁধ নির্মাণের প্রকল্প গ্রহণ করেছে ভারত৷ এই বাঁধ নির্মাণের উদ্দেশ্য নিয়ে দেশের ভেতর বিতর্ক ওঠায় প্রকল্প এলাকা পরিদর্শনে যায় সংসদীয় প্রতিনিধি দল৷ দেশে ফিরে প্রতিনিধি দলের নেতা আব্দুর রাজ্জাক জানালেন, হেলিকপ্টার থেকে তারা প্রকল্প এলাকায় কোন অবকাঠামো দেখতে পাননি৷

শুধু এলাকা পরিদর্শন নয় - ভারতের কাছ থেকে টিপাইমুখ বাঁধ সংক্রান্ত তথ্য উপাত্তও নিয়ে এসেছে প্রতিনিধি দল৷ আর এসময় ভারতীয় মন্ত্রীসহ কর্মকর্তারা তাদের জানিয়েছেন, টিপাইমুখে পানি প্রত্যাহার বা সেচ প্রকল্প নেয়া হবেনা৷

উল্লেখ্য, আব্দুর রাজ্জাক ভারতে থাকাকালে আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে৷ এতে সভাপতিমন্ডলী থেকে বাদ পড়েছেন তিনি৷

প্রতিবেদক: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক