1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঝাড়খণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রীর ইস্তফা

অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি৮ জানুয়ারি ২০১৩

ইস্তফা দিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা৷ বিজেপি নেতৃত্বাধীন শাসক-জোটের শরিক দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা সরকার থেকে সমর্থন তুলে নেয়ায় সরকার এখন সংখ্যালঘু৷ এমনকি, বিকল্প সরকার গঠনের সুযোগও কার্যত নেই৷

https://p.dw.com/p/17Frg
RANCHI, INDIA: Mittal Steel chairman Lakshmi Niwas Mittal (R) shakes hands with Chief Minister of India's eastern state of Jharkhand Arjun Munda after the signing ceremony of a Memorandum of Understanding for an investment project of 400 billion Indian rupees (nine billion dollars) in a steel project, as Jharkhand's Chief Secretary P. P. Sharma (L) looks on, 08 October 2005 in Ranchi, capital of Jharkhand. The world's largest steelmaker, Mittal Steel, signed an agreement to invest 400 billion rupees in a steel project with India's Jharkhand state, a company statement said. The project will be the second biggest foreign investment in India's steel sector. AFP PHOTO (Photo credit should read STR/AFP/Getty Images)
ছবি: STR/AFP/Getty Images

ঝাড়খণ্ড রাজ্যের রাজনৈতিক সংকট ঘনীভূত৷ বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার থেকে শরিক দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা সমর্থন তুলে নেয়ায় মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডার ২৮ মাসের সরকার হয়ে পড়ে সংখ্যালঘু৷ বিকল্প সরকার গঠনের সুযোগও কম৷ তাই মুখ্যমন্ত্রী পরিস্থিতি বুঝে আজ রাজ্যপালের কাছে তাঁর ইস্তফা পত্র দিয়ে বিধানসভা ভেঙে দেবার সুপারিশ করেন৷ সংবাদমাধ্যমকে বলেন, ইস্তফা দিয়েছি৷ মন্ত্রিসভা চায় নতুন জনাদেশ এবং স্থির সরকার৷ নতুন জনাদেশই স্থির সরকার গঠনের একমাত্র বিকল্প৷

এই পরিস্থিতিতে সরকার গঠনের সমীকরণে ইতিমধ্যেই মেতে উঠেছে অন্য সব দল৷ কংগ্রেস পরিস্থিতির দিকে নজর রাখছে৷ ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএমএম এবং কংগ্রেস একে অপরের মন বোঝার চেষ্টা করছে৷ কারণ কংগ্রেসের মতে মুখ্যমন্ত্রীর সুপারিশ মেনে নেয়া রাজ্যপালের কাছে বাধ্যতামূলক নয়৷

Newly- elected leader of Jharkhand NDA Legislature party Arjun Munda addressing mediapersons at Ranchi on Wednesday. Der Politiker Arjun Munda im Gespräch mit der Presse in Ranchi, vor der Vereidigung als neuer Ministerpräsident von Jharkhand am 7.9.2010
ইস্তফা দিলেন ভারতের ঝাড়খন্ড রাজ্যের মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডাছবি: UNI

সমর্থন তুলে নেবার কারণ হিসেবে জেএমএম নেতৃত্ব বলছে যে, ৮২ সদস্যের ঝাড়খণ্ড বিধানসভায় বিজেপি এবং জেএমএম, প্রত্যেকের বিধায়ক সংখ্যা ১৮ করে৷ তাই সরকার গঠনের সময় বোঝাপড়া হয়েছিল মুখ্যমন্ত্রী হবে পালা করে, অর্থাৎ ২৮ মাস থাকবে বিজেপির মুখ্যমন্ত্রী এবং ২৮ মাস জেএমএমের৷ কিন্তু বিজেপি সেই কথার খেলাপ করায় এই সংকট সৃষ্টি হয়েছে, এমনটাই তাদের অভিযোগ৷

বিজেপি অবশ্য তা অস্বীকার করে পাল্টা তোপ দেগেছে৷ বলেছে, জেএমএম একটা দুর্নীতিগ্রস্ত দল৷ সেই দলের হাতে রাজ্যকে ছেড়ে দিতে পারিনা, যা হয়েছে তা বিজেপি এবং রাজ্যের পক্ষে ভালোই হয়েছে৷

বিজেপি নেতার মতে, ঝাড়খণ্ড সমস্যার সমাধান করতে হবে বিজেপির নীতি ও কর্মসূচির ভিত্তিতে৷ বিজেপির যেহেতু প্রয়োজনীয় সংখ্যা নেই, তাই সরকার ভেঙে দিতে হবে, যাতে সরকার গঠনে বিধায়ক বেচাকেনা না হয়৷

ঝাড়খণ্ড বিকাশ মোর্চার প্রধান বলেছেন, রাজ্যপালের উচিত এই পরিস্থিতিতে বিধানসভা ভেঙে দিয়ে নতুন নির্বাচনের আদেশ দেয়া৷ তাঁর মতে, রাজ্যের ৮০ শতাংশ মানুষ তাই চায়৷ দু-এক দিনের মধ্যেই রাজ্যপাল তাঁর সিদ্ধান্ত জানাবেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য