1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জ্যাকসনের মৃত্যুরহস্য নিয়ে জল্পনা-কল্পনা তুঙ্গে

২৭ জুন ২০০৯

ঠিক কী কারণে মৃত্যু হল পপসম্রাট মাইকেল জ্যাকসনের? রহস্য ঘনীভূত হচ্ছে ক্রমশ৷ শোনা যাচ্ছে, মৃত্যুর কিছুক্ষণ পূর্বে যন্ত্রণা কমানোর মাদক নিয়েছিলেন তিনি৷ করোনার কিন্তু বলছেন তেমন কোন ব্যাপার ঘটেনি৷

https://p.dw.com/p/IcKm
রহস্য ঘেরা বিদায় জ্যাকসনেরছবি: AP

ঠিক কী কারণে মৃত্যু হল পপসম্রাট মাইকেল জ্যাকসনের? রহস্য ঘনীভূত হচ্ছে ক্রমশ৷ শোনা যাচ্ছে, মৃত্যুর কিছুক্ষণ পূর্বে যন্ত্রণা কমানোর মাদক নিয়েছিলেন তিনি৷ করোনার কিন্তু বলছেন তেমন কোন ব্যাপার ঘটেনি৷

মাত্র পঞ্চাশ বছর বয়সে অকস্মাৎ মৃত পপস্টার মাইকেল জ্যাকসনের মরদেহের ময়নাতদন্তের কাজ শেষ৷ কিন্তু আগামী বেশ কিছুদিন জানা যাবে না কী ছিল তাঁর মৃত্যুর কারণ৷ লস অ্যাঞ্জেলেস কাউন্টি করোনারের মুখপাত্র ক্রেইগ হার্ভে জানাচ্ছেন, মৃত্যুর কারণ ঘোষণার সময়সীমা পিছিয়ে দেওয়া হয়েছে৷ যার অর্থ, সম্ভবত আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হতে চাইছেন ময়নাতদন্তকারীরা৷ এই পরীক্ষানিরীক্ষা করার অর্থ, সম্ভবত টক্সিকোলজি টেস্ট করা হবে জ্যাকসনের মরদেহের৷ যাতে জানা যাবে তাঁর শরীরে কোনরকম বিষাক্ত রাসায়নিক দ্রব্য থাকায় তাঁর মৃত্যু হয়েছিল কিনা৷

Trauer um Michael Jackson
সাংবাদিকদের মুখোমুখি জ্যাকসন পরিবারের মুখপাত্রছবি: AP

ওদিকে, যুক্তরাষ্ট্রের নামজাদা সেলিব্রিটি ওয়েবসাইট, টি এম জেড জানাচ্ছে, মৃত্যুর অব্যবহিত পূর্বে নাকি ব্যাথা উপশমের জন্য নারকোটিক ইঞ্জেকশন নিয়েছিলেন জ্যাকসন৷ জ্যাকসন পরিবারের নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্যের সাক্ষাত্কারের ভিত্তিতেই টি এম জেড-এর এই দাবি৷ বলা হয়েছে, পপসম্রাট ডেমেরল নামের নারকোটিক নিয়েছিলেন৷ আর এই মাদকটি শরীরে প্রবেশ করার আধঘন্টার মধ্যে তাঁর হৃদযন্ত্রের কাজ বন্ধ হয়ে যায়৷ এর থেকেই জ্যাকসনের মৃত্যু হয়েছে বলে দাবি করছে টি এম জেড৷

ওদিকে, দুনিয়ার বিভিন্ন প্রান্তে সদ্যমৃত জনপ্রিয় পপের রাজা মাইকেল জ্যাকসনের স্মরণে অজস্র অনুষ্ঠানের খবর আসছে৷ জ্যাকসনের নাচগান যাঁরা ভালোবাসতেন, তাঁর সৃষ্টির মাধ্যমেই জ্যাকসনকে স্মরণ করছেন কোটি কোটি জ্যাকসন অনুরাগী৷ এরমধ্যে থাইল্যান্ডের একটি কারাগারের খবরটি চমকপ্রদ৷ সেখানে কয়েকশো কয়েদী জ্যাকসনের সঙ্গীত আর নাচের অনুষ্ঠান করে স্মরণ করেছেন প্রিয় পপসম্রাট মাইকেল জ্যাকসনকে৷

প্রতিবেদক: সুপ্রিয় বন্দোপাধ্যায়, সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান