1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাল টাকা নিয়ে চিন্তিত গোয়েন্দারা

১৫ অক্টোবর ২০১১

জাল টাকা নিয়ে বেশ চিন্তায় পড়েছে আইন-শৃঙ্খলা কর্তৃপক্ষ৷ তাই কোরবানীর ঈদকে সামনে রেখে এই জাল টাকার ব্যবহার বন্ধে সিটি করপোরেশনকে পশুর হাটগুলোতে জাল টাকা শনাক্ত করার যন্ত্র বসানোর পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ৷

https://p.dw.com/p/12sh0
প্রতীকী ছবিছবি: Fotolia/Fälchle

পুলিশ জানিয়েছে নতুন ডিজাইনের টাকা বাজারে ছাড়া হলে সেগুলো জাল করতে সক্রিয় হয়ে ওঠে প্রতারক চক্র৷ গত এক সপ্তাহে জাল টাকা তৈরির অন্তত: ৫টি চক্রকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগ৷ তাদের কাছ থেকে আটক করা হয়েছে জাল টাকা তৈরির আধুনিক যন্ত্রপাতিসহ বিপুল পরিমান জাল টাকা৷ গোয়েন্দা কর্মকর্তরা জানান, এসব জাল টাকা কেনার আবার একটি চক্র রয়েছে৷ তারা বড় অঙ্কের টাকার বান্ডিলের মধ্যে জাল টাকা মিশিয়ে দেয়৷ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ পুলিশ কমিশনার মনিরুল ইসলাম জানান, আধুনিক শপিংমলগুলোতে জাল টাকা শনাক্ত করার যন্ত্র থাকায় সেখানে প্রতারক চক্র তেমন সুবিধা করতে পারেনা৷ তাই তারা কোরবানীর ঈদে পশুর হাটকে টার্গেট করে জাল টাকা তৈরি করছে বলে তার ধারণা৷ তাই এবার পশুর হাটে টাকা শনাক্ত করার যন্ত্র বসানোর অনুরোধ করা হয়েছে সিটি করপোরেশনেকে৷ আর পুলিশও সক্রিয় থাকবে প্রতারকদের ধরতে৷

মনিরুল ইসলাম জানান, নতুন জিজাইনের টাকার নোটই প্রতারকদের টার্গেট৷ এবার বাজারে ছাড়া নতুন ডিজাইনের ৫০০ ও ১০০০ টাকার নোট জাল করছে তারা৷ আটক প্রতারকরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে নতুন ডিজাইনের নোট মানুষের কাছে ভালোভাবে পরিচিত হয়ে ওঠার আগেই তারা সুযোগ নেয়৷ কারন তখন আসল নকল চেনা অত সহজ হয়না৷

উপ পুলিশ কমিশনার মনিরুল ইসলাম আরও জানান বাংলাদেশে বিদেশী মূদ্রা তেমন জাল হয়না৷ তবে ভারতীয় রুপি এখানে জাল হয় ৷ আর এই চক্রে বিদেশী নাগরিকদেরও জড়িত থাকার প্রমাণ আছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য