1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির সর্বোচ্চ আদালতের ৬০ বছর পূর্তি

২৭ সেপ্টেম্বর ২০১১

জার্মানির সর্বোচ্চ আদালতের নাম ‘জার্মান ফেডারেল কন্সটিটিউশনাল কোর্ট’ বা কেন্দ্রীয় সাংবিধানিক আদালত৷ আজ বুধবার পালিত হচ্ছে তার ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী৷

https://p.dw.com/p/12hZ8
Der Vorsitzende Richter des Bundesverfassungsgerichts, Andreas Vosskuhle (2.v.l.), verkuendet am Mittwoch (07.09.11) im Bundesverfassungsgericht in Karlsruhe neben den Richtern des Zweiten Senats des Bundesverfassungsgerichts, Udo di Fabio (v.l.), Rudolf Mellinghoff und Michael Gerhardt, das Urteil ueber die Verfassungsmaessigkeit der milliardenschweren Euro-Hilfen Deutschlands. Das Bundesverfassungsgericht hat die milliardenschweren Euro-Hilfen Deutschlands unter Auflagen gebilligt. Die Karlsruher Richter verwarfen am Mittwoch mehrere Verfassungsbeschwerden gegen die Massnahmen zur Griechenland-Hilfe und zum Euro-Rettungsschirm. (zu dapd-Text) Foto: Winfried Rothermel/dapd
জার্মানির সাংবিধানিক আদালতে কার্যক্রম চলছে...ছবি: dapd

ইউরোজোনের সংকট মোকাবিলায় অনেকটা বড় ভাইয়ের মতো কাজ করছে জার্মানি৷ কেননা এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশ জার্মানি৷ এছাড়া ‘ইউরো' নামের যে একক মুদ্রা এখন প্রচলিত রয়েছে, অর্থাৎ ইউরোপের ১৭টি দেশে তার স্বপ্ন যারা দেখেছিল, জার্মানি তাদের মধ্যে অন্যতম৷ তাই ইউরোজোনকে বাঁচাতে এবং গ্রিসকে অনেক বড় অংকের ঋণ দিয়ে বাঁচিয়ে রাখতে জার্মানি তৎপর৷ ইতিমধ্যেই ঐ ঋণের একটা বড় অংশ দিয়েছে জার্মানি৷ আর সামনে আরেক কিস্তি দেওয়া নিয়ে আলোচনা চলছে৷

এই যে জার্মানি এতো টাকা দিচ্ছে সেটা আসলে যাচ্ছে জার্মান করদাতাদের পকেট থেকে৷ কিন্তু অন্য একটা দেশের জন্য কেন জার্মান করদাতারা অর্থ দিতে যাবে? তাই অনেকেই সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযোগ জানাতে চেয়েছে৷ আর এক্ষেত্রে, অভিযোগ জানানোর সবচেয়ে উপযুক্ত জায়গা হচ্ছে জার্মানির সাংবিধানিক আদালত৷  এই আদালতে গ্রিসকে অর্থ সাহায্য দেওয়া নিয়ে জার্মান করদাতাদের পক্ষ থেকে বেশ কয়েকটি অভিযোগ আসার পর, বিষয়টি নিয়ে আলোচনায় বসেন সাংবিধানিক আদালতের বিচারকরা৷ পরে তাঁরা একটি রায় দেন৷ সেটা অবশ্য সরকারের পক্ষে যায়৷ আদালত বলে, ইউরো বাঁচাতে সরকার যেটা করছে সেটা সাংবিধানিক৷

Verschieden Euromuenzen liegen am Montag (04.07.11) in Speyer fuer eine Fotoillustration auf einer griechischen Fahne. Die deutsche Beteiligung am Euro-Rettungsschirm und an der Griechenland-Hilfe steht am Dienstag (05.07.11) auf dem Pruefstand des Bundesverfassungsgerichts. In der muendlichen Verhandlung duerfte es jedoch weniger darum gehen, ob die milliardenschweren Unterstuetzungsmassnahmen wirtschaftlich sinnvoll sind, um etwa Griechenland vor einen Staatsbankrott zu bewahren. (zu dapd-Text) Foto: Ronald Wittek/dapd
ইউরো বাঁচাতে জার্মানি সরকার যেটা করছে সেটা সাংবিধানিকছবি: dapd

এতো গেল একটি ঘটনা৷ ঠিক এভাবে কোনো নাগরিক যদি মনে করেন যে তাঁর সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হচ্ছে, তাহলে তিনি সাংবিধানিক আদালতে বিচার চাইতে পারেন৷ বলা হয়, জার্মানিতে মানবাধিকারের ক্ষেত্রে সাংবিধানিক আদালতের কথাই শেষ কথা৷

এক্ষেত্রে একটি উদাহরণ দেওয়া যেতে পারে৷ ১৯৯১ সালে জার্মান এক দম্পত্তি, যার একজন চীনা বংশোদ্ভূত এবং অপরজন জার্মান, বাভারিয়া রাজ্যের একটি স্কুলের বিরুদ্ধে মামলা করেছিলেন৷ তাঁদের অভিযোগ, তাঁদের মেয়ে যেই স্কুলে পড়ে সেখানকার ক্লাসরুমে বোর্ডের পাশে যীশুখৃষ্টের আকৃতি সম্বলিত একটি ক্রুশ রাখা রয়েছে৷ এটা তাঁদের মেয়ের ভাবাদর্শের দিক থেকে নিরপেক্ষভাবে গড়ে ওঠার বিরোধী বলে মনে করছেন তাঁরা৷ তাই তাঁরা প্রথমে স্থানীয় এক আদালতে অভিযোগ করেন৷ কিন্তু সেখানে তাঁদের আবেদন প্রত্যাখ্যান করা হয়৷ তবে তাতে তাঁরা দমে যাননি৷ পরবর্তীতে অভিযোগ নিয়ে যান সাংবিধানিক আদালতে৷ সেখানকার রায়ে বলা হয়, বাভারিয়ার সরকার যে আদেশের বলে স্থানীয় সব স্কুলে ক্রুশ রাখা বাধ্যতামূলক করেছে, সেটা সাংবিধানিক নয়৷ এই আদালত আরেকটি উল্লেখযোগ্যে রায় দিয়েছিল ১৯৭৫ সালে, গর্ভপাত নিয়ে৷

Die Bildkombo zeigt die Berliner Rechtsprofessorin Susanne Baer (46, l-r), den Thüringer Innenminister Peter Michael Huber (51) und die Richterin am Bundesgerichtshof, Monika Hermanns (51). Nach der Enscheidung des Wahlausschusses des Bundestages wechseln sie demnächst als Richter an das Bundesverfassungsgericht. Foto: Marcel Mettelsiefen/Martin Schutt/Uli Deck
সাংবিধানিক আদালতের বিভিন্ন বিচারকরা...ছবি: picture-alliance/dpa

১৯৫১ সালে গঠিত এই আদালত জার্মানির কার্লসরুহে শহরে অবস্থিত৷ বড় বড় সব প্রতিষ্ঠানের প্রভাবমুক্ত রাখতে একে দূরে রাখা হয়েছে৷ যেমন বার্লিনের সরকার, মিউনিখের জার্মানির বিদেশ বিষয়ক গোয়েন্দা সংস্থা এবং ফ্রাঙ্কফুর্টের কেন্দ্রীয় ব্যাংক - ইত্যাদি থেকে বহু দূরে অবস্থিত এই আদালত

তবে একটি বিশেষ বিচার প্রতিষ্ঠান হিসেবে গঠিত এই সাংবিধানিক আদালত জার্মানির নিয়মিত বিচার ব্যবস্থার অংশ নয়৷ অ্যামেরিকার সুপ্রিম কোর্টের মতো হলেও, জার্মানির এই আদালতের কিন্তু অ্যামেরিকার আদালতের চেয়েও বেশি ক্ষমতা রয়েছে৷

মোট ১৬ জন বিচারক কাজ করেন এই আদালতে, যাদের নিয়োগ দিয়ে থাকে বুন্ডেসটাগ, যেটা সংসদের নিম্নকক্ষ, এবং বুন্ডেসরাট, সংসদের উচ্চকক্ষ৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য