1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির প্রথম ‘পর্ন কারাওকে বার'

২৪ জুলাই ২০১৯

কারাওকে সুরে গাওয়া নয়, বরং নীলছবির শীৎকারের সঙ্গে কণ্ঠ মেলাবার সুযোগ দিতে জার্মানির হামবুর্গে চালু হয়েছে ‘পর্ন কারাওকে বার‘৷

https://p.dw.com/p/3Me7k
Deutschland Eröffnung der Porno Karaoke Bar in Hamburg
ছবি: picture-alliance/Geisler-Fotopress/C. Tamcke

রাত্রিকালীন বিনোদনের জন্য বিখ্যাত হামবুর্গের জেলায় সোমবার চালু হয়েছে এই বার৷ প্রাথমিকভাবে সেখানে ৩০টি ক্লিপের সঙ্গে কণ্ঠ মেলানোর সুযোগ থাকছে৷

জার্মানির প্রখ্যাত ড্র্যাগ কুইন অলিভিয়া জোনস চালু করেছেন পর্ন কারাওকে বারটি৷

কারাওকে বারে মঞ্চের পেছনের পর্দায় দেখানো হয় ১৯৭০ ও ৮০-এর দশকের পর্ন৷ এরপর মঞ্চে গিয়ে পর্ন ক্লিপের সঙ্গে শীৎকারে অংশ নিতে পারেন আগতরা৷

‘‘আমি যত না চিন্তা করেছিলাম, তার চেয়েও বেশি মজার,'' হামবুর্গার আবেন্ডব্লাট পত্রিকাকে বলেছেন প্রতিষ্ঠাতা অলিভিয়া জোনস ৷

তিনি আরো বলেন, বারটি শুরুর সময় মানুষজন নিয়ন্ত্রিত থাকতো, এখান দেখা যাচ্ছে তারা মঞ্চে উঠে ভালোই পারফর্ম করছে৷

স্টেজে পারফর্ম করার আগে যারা চর্চা করে নিতে চায়, তাদের জন্যও ব্যবস্থা আছে ‘পর্ন কারাওকে' বারে৷ পরিচিত গানের সঙ্গে কারাওকের পদ্ধতি শিখে নিতে পারেন অতিথিরা৷

সেন্ট পাউলি এলাকায় অনেকগুলো ভিন্নধর্মী বার আছে অলিভিয়া জোনসের৷ ২০১০ সালের পুরুষ পারফর্মার দিয়ে স্ট্রিপ ক্লাব চালু করেন তিনি, যেখানে কেবল প্রবেশাধিকার কেবল নারীদের৷ এ ধরনের ক্লাব ইউরোপে প্রথম৷

রেবেকা স্টাউডেনমায়ার/এমবি